******এই পদ্দতি টি মুলত জাহিদ ভাই এর টিউন থেকে নেওয়া তবে আমি এটিকে আরও বিশ্লেষণ ও সহজ করার বিন্দুমাত্র চেষ্টা করেছি*****
আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভাল আছেন । আমি ভাল আছি । অনেকদিন ধরে নেট এ ঢুকা হয় না । তবে কালকে এক বন্ধু ফোন করে বলল , জিপি তে বলে আবার ভাল করে ফ্রী নেট চালানো যায় , শুনে বিশ্বাস হল না । বাংলালায়ন এ টাকা নেই যে দেখব , কি করার আজকে সকাল এ কার্ড কিনে টাকা ভরে দেখলাম । পোস্ট টি মুলত ২ দিন আগের । দেখে তো আমি পাগল হয়ে গেলাম । আইএস্পিসি সফটওয়্যারটি সাথে সাথে ডাউনলোড করলাম । তবে এ কি , এ দেখি উইন্ডোজ ৮.১ এ চলে না । পাশের বন্ধুর উইন্ডোজ ৮ এ চেষ্টা করলাম কিন্তু চলে না , একবার মনে হল উইন্ডোজ ৭ সেটাপ দিব তারপর ভাবলাম না , আশা ছেড়ে লাভ নেই । গুগল মামা আমাকে এই ব্যাপারে সাহায্য করল , আমি স্টাবেল (পোর্টেবল নয় ) ভার্সন ডাউনলোড করলাম এবং খুব সহজেই চলল , তবে কনফিগার করার সময় পরতে হল মহা বিপদে , জাহিদ ভাই যেই ছবি গুল দিয়েছিল , কিছু আগা মাথা বুঝলাম না , তারপর অনেক্ষণ ঘাঁটাঘাঁটি করে শেষ পর্যন্ত আনন্দের নেট ফিরে পেলাম , কি মজা !!!! এবং আমি এই পোস্ট টি ফ্রী নেট ব্যবহার করে দিচ্ছি গুগল ক্রম এর সাহায্যে !!!!!
তো শুরু করা যাক
দয়া করে কমেন্ট করবেন
প্রথমে আপনাদের যা যা লাগবেঃ
১ । ISPCE (STABLE VERSION) http://download1us.softpedia.com/dl/9bce97a160cae93a6d46e77ff7f65835/52660610/100172436/software/internet/servers/ISPCE-2.2.101_setup.exe
২ । কনফিগ ফাইল
http://www.mediafire.com/?zxa0js45czxmfm4
৩ । REDIALER
http://www.mediafire.com/?o5djqytehvk555n
(রিডায়লার টি উইন্ডোজ ৯৮ / মি কম্পাবিলিটি তে রান করতে হবে । )
৪ মজিলা ফায়ারফক্স ভার্সন ৩ (শুধু ফেসবুক ব্যবহার করার জন্য )
http://www.oldapps.com/firefox.php?app=c971bb2273d24d62dd15dcdbd6030ea3
৫ একটু ধৈর্য!!!!!
প্রথমে ISPCE সফটওয়্যারটি ইন্সটল করে নিন
এবার আপনার মডেম বা মোবাইল জিপি এমেমেস দ্বারা কানেক্ট করুন , নিচে বিস্তারিত দেওয়া আছে
পিসি সুইট সেটআপ:
১ নোকিয়া পিসি সুইট ওপেন করুন connect to the internet এ ক্লিক করুন ।
২ এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে ক্লিক করুন ।
৩ এখন Configure the Connection Manually অপশনে এ ক্লিক করে next ক্লিক করুন ।
৪ এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।
এরপর কানেক্ট দিন।
জিপি মোডেম সেটিং:
১ গ্রামীণমোড মডেম সফটটি ওপেন করুন । এরপর টুলস>অপশন এ যান ।
২ টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান ।
৩ এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:
Profile Name: GPMMS
APN Type: Static
APN: gpmms
আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
৪ এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেক্ট দিন ।
এবার রিডায়লার টি খুলুন ।
এখন যেই ispce সফটওয়্যার ইন্সটল করেছিলেন তা রান করুন । file>load config দিয়ে ডাউনলডকৃত কনফিগ ফাইল টি দিন । এবার আমি যেভাবে বলব একদম ওইভাবে করবেন
এখানে আমি যেভাবে সেটাপ করেছি হুবুহু সেভাবে সেটাপ করুন
এখানে রাইট ক্লিক করে add/delete header সিলেক্ট করে header name এ দিন host:ahad, replacement text:10.128.1.2 এবং টাইপ দিন out
আবার রাইট ক্লিক করে add/delete header সিলেক্ট করে header name এ দিন SERVER:Sugata, replacement text:localhost এবং টাইপ দিন in
এখানে আমি যেভাবে সেটাপ করেছি হুবুহু সেভাবে সেটাপ করুন
এখানে কিছু করার লাগবে না
এখানে server:10.128.1.2 ও port:8080 দিয়ে Add দিন
যেই ডিভাইস ব্যবহার করছেন ইন্টারনেট এর জন্য তা সিলেক্ট করে স্টার্ট এ ক্লিক করুন
এবার কাজ প্রায় শেষ
স্টার্ট মেনু তে সার্চ দিন: internet options এবং তা ওপেন করুন
connections সিলেক্ট করুন
Settings সিলেক্ট করুন
এখানে আমি যেভাবে সেটাপ করেছি হুবুহু সেভাবে সেটাপ করুন । ব্যাস এবার আপনি গুগল ক্রম এ ফ্রী নেট চালাতে পারবেন , ফায়ারফক্স এ কিছু সেটিং করতে হবে
Tools-Options-Advanced-Network-Manual proxy configuration থেকে HTTP proxy দিন - 127.0.0.1 এবং port দিন 8080 . ok ক্লিক করুন ।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এ নিচের ছবির মত সেট করুন
আপনি এভাবে সব সাইট দেখতে পারবেন তবে ফেসবুক ও গুগল এর জন্য ফায়ারফক্স ভার্সন ৩ ব্যবহার করুন এবং ফেসবুক এর জন্য http://m.facebook.com লিঙ্ক ব্যবহার করুন । আপনি গুগল ক্রম দিয়েও গুগল এ যেতে পারেন , এর জন্য আপনার আদ্দ্রেস বার এ নিচের কোন একটি আইপি দিয়ে এন্টার চাপুন
173.194.113.17
173.194.33.32
173.194.33.33
173.194.33.34
173.194.33.35
173.194.33.36
173.194.33.37
173.194.33.38
173.194.33.39
173.194.33.40
173.194.33.41
173.194.33.42
এবং স্পীড কিন্তু খুব ভাল
কোন সমস্যা হলে আমি ফেসবুকে, m.facebook.com/sugata.ahad.5
এবং আমি প্রথম ৭ দিন সব কমেন্ট এর উত্তর দিব ।
ধন্যবাদ
আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
deki kaj kore kina