বাংলাদেশী গবেষক মনির মোরশেদ অপটিক্যাল ফাইবার দিয়ে দ্রুত তথ্য পরিবহনের এক নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। অপটিক্যাল ফাইবার হল তথ্য আদান প্রদান করার একটি মাধ্যম যা আলোর মাধ্যমে তথ্য পাঠায়। মনির মোরশেদ ননলিনিয়ারিটি পদ্ধতি ব্যবহার করে দেখান যে ৮০০ কিলোমিটার দূরে ১ টেরাবাইট তথ্য পাঠাতে সময় লাগবে প্রায় এক সেকেন্ড। তার উদ্ভাবিত এই পদ্ধতির কল্যাণে ইন্টারনেট আরও দ্রুত হতে পারে। তার এই নতুন আবিষ্কার জাপানের ওইসিসি কনফারেন্সে উপস্থাপন করে ব্যাপক সাড়া ফেলেছেন। বাংলাদেশের ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনির মোরশেদ ২০১১ সনে পিএইচডি করবার জন্য অস্ট্রেলিয়াতে যান। মোনাশ বিশ্ববিদ্যালয়ে প্রোফেসর আর্থর লোরি (Professor Arthur J. Lowery) এর তত্ত্বাবধানে তিনি গবেষণা করছেন। মনির মোরশেদ বিজ্ঞানী ডট অর্গের একজন সদস্য এবং তিনি বাংলাদেশের তরুণদের বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী হবার জন্য আহবান করেছেন।
***তথ্যপ্রযুক্তি বিষয়ক নতুন নতুন খবর জানতে এখানে ক্লিক করুন***
আমি smenayetk17। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন সংবাদ।