বাংলাদেশী গবেষক দ্রুত ইন্টারনেটের পদ্ধতি আবিষ্কার করলেন

বাংলাদেশী গবেষক মনির মোরশেদ অপটিক্যাল ফাইবার দিয়ে দ্রুত তথ্য পরিবহনের এক নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। অপটিক্যাল ফাইবার হল তথ্য আদান প্রদান করার একটি মাধ্যম যা আলোর মাধ্যমে তথ্য পাঠায়। মনির মোরশেদ ননলিনিয়ারিটি পদ্ধতি ব্যবহার করে দেখান যে ৮০০ কিলোমিটার দূরে ১ টেরাবাইট তথ্য পাঠাতে সময় লাগবে প্রায় এক সেকেন্ড। তার উদ্ভাবিত এই পদ্ধতির কল্যাণে ইন্টারনেট আরও দ্রুত হতে পারে। তার এই নতুন আবিষ্কার জাপানের ওইসিসি কনফারেন্সে উপস্থাপন করে ব্যাপক সাড়া ফেলেছেন। বাংলাদেশের ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনির মোরশেদ ২০১১ সনে পিএইচডি করবার জন্য অস্ট্রেলিয়াতে যান। মোনাশ বিশ্ববিদ্যালয়ে প্রোফেসর আর্থর লোরি (Professor Arthur J. Lowery) এর তত্ত্বাবধানে তিনি গবেষণা করছেন। মনির মোরশেদ বিজ্ঞানী ডট অর্গের একজন সদস্য এবং তিনি বাংলাদেশের তরুণদের বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী হবার জন্য আহবান করেছেন।

***তথ্যপ্রযুক্তি বিষয়ক নতুন নতুন খবর জানতে এখানে ক্লিক করুন***

Level 0

আমি smenayetk17। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন সংবাদ।

দেশপ্রেম জাগ্রত করার মত খবর।

মনির মোরশেদ ভাই অভিন্দন

ভাই খুব সুন্দর একটা টিউন এবং আমাদের দেশের জন্য গর্বের একটি বিষয়।

ধন্যবাদ

সত্যিই দেশের জন্য গর্বের একটি বিষয়।

ভাল খবর।

Level 2

koi ki…..!!!!

kub valo kobor

Level 0

খুব সুন্দর

Level 2

মনির মুরশিদ ভাইকে স্যালুট। আমরা আশি রাখি মহান আল্লাহর ইচ্ছায় আপনার মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়বে। সাথে সাথে আপনার কাছে একটা অনুরোধ বাংলাদেশের তরুন সমাজের জন্য একটা তথ্য প্রযুক্তির সাইট ওপেন করবেন। যাতে করে আমরা আপনার মাধ্যমে কিছু শিখতে পারি।ধন্যবাদ টিউনারকে। ধন্যবাদ টেকটিউনস কে।

AMI 21/10/13 TARIKHE SONDAY BOSUNDHARA LEVEL 5 E THEKE NOKIA SHOW ROOMTHEKE AKTI NOKIA LUMIA 625 WHITE
22500TK DIYE KINI.WINDOWS PHONE VALO LAGCHE NA TAI BIKRI KORBO.SHOW ROOM E FAROT DEYAR JONNO CALL DIYE JANLAM TARA NAKI FAROT COMISSION DIYE HOLEO NABENA. 20000TK HOLE BIKRI KORBO.MOBILE LE KUNO SOMOSSA NAI.BOXE JA CHHILO SOB DIBO BOX TA DIYE DIBO.CONTACT-01714314904.KASH MEMO DEKHE TAR POR NIBEN JA KUTHA THEKE KINECHHI.

ঠিক বুঝলাম না। এই প্রযুক্তি ইনি আবিষ্কার করলেন কিভাবে? এই প্রযুক্তি তো অনেক পুরনো। কিংবা হয়তো আমাদের বগুড়ার প্রযুক্তিই হয়তো অনেক উন্নত 😀 আমাদের এখানে স্থানীয় সকল আইএসপি ব্রডব্যান্ড লাইনগুলো অনেক আগে থেকেই অপটিক ফাইবার ক্যাবলে লাইন দিয়ে আসতেছে। অনেক বছর আগে থেকেই দেখে আসতেছি। আর ইন্টার ন্যাশনালী আমার লাইন সাবমেরিন অপটিক ফাইবার ক্যাবল দিয়ে আনা হয় এটা তো সবারই জানা। এমন কি আমাদের এখানে ক্যাবল অপারেটর ( ডিসের লাইন ) অপটিক ফাইবার দিয়ে টানা হয়। প্রতিটি ফাইবার ক্যাবলের মাথায় নুড লাগানো হয়। আগের পুরাতন প্রযুক্তি থেকে এটার পার্থক্য হলো এটা আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার হয় এবং যেখানে নুড বসানো সেখানেই একটা পুরো স্টেশনের মত কাজ করে। ডিশের লাইনের ক্ষেত্রে এই নুড থেকে আবার নর্মাল ডিশের ক্যাবল দিয়ে বাসা বাড়িতে লাইন দেয়া হয়। এবং দুরুত্ব ভেদে নুডের পরে এক থেকে দুইটি এপ্লিফায়ার বসানো হয় ১০০ অথবা ১৫০ মিটার পর পর। পুরাতন পদ্ধতিতে নর্মাল তারে নির্দিস্ট দূরে যাবার পর যতই আপ্লিফায়ার বসানো হোক, খুব বেশি রিকোভার করা পসিবল হয় নাই। কিন্তু অপটিক ফাইবারে যেখানে নুড বসানো হয় সেটাই একটা স্টেশন।

Level New

গবেষক মনির মোরশেদ আপনাকে অভিনন্দন।