আপনার ছবিকে দিন অন্যরকম মাত্রা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ফটো ইফেক্ট টিপস নিয়ে  । বিশেষ করে যারা যারা ছবি এডিট করতে চান কিন্তু  ফটোশপ এর কাজ পারছে না । ঝামেলা মনে হয় তাদের জন্য এই টিপসটি কাজে দিবে । এবার ফটোশপ ছাড়া আপনার ছবির মধ্যে অন্যরকম মাত্রা  দিতে পারবেন অসাধারণ ভাবে।

প্রথমে এখানে ক্লিক করুন , তাহলে নিচের মত একটি পেজ আসবে।

এবার যে Effect টি আপনার ছবিতে দিতে চান আপনার পছন্দের ইফেক্ট উপর ক্লিক করুন।

এখন Browse বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবিটি Upload করুন ।

এরপর Adjust photo করুন মাউসের সাহায্যে যতটুকু রাখতে চান।

এবার CREATE IMAGE বাটনে ক্লিক করুন । ব্যাস তৈরি হয়ে গেল।

সবশেষ ছবিটি সেভ করতে Download বাটনে ক্লিক করে সেভ করে রাখুন,
এছাড়া ও এই সাইট থেকে আপনি ছবির ফ্রেম, ফেস ইত্যাদি ইফেক্ট দিতে পারবেন ।
একই নিয়মে করা আমার আরেকটি ছবি

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,

আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Khubi valo jinis. tobe kono software er maddhome kora gele aro valo hoto….

    @nayon paka: ধন্যবাদ @ চেষ্টা করলে ফটোশপ দিয়ে করতে পারেন।

      Level 0

      @হোছাইন আহম্মদ: সবগুলো ফ্রেম ফটোশপ দিয়ে করা যাবে না। কিছু কিছু ফ্রেম আছে যেগুলা অনেক সময় নষ্ট করে আর অনেক কষ্টসাধ্য। এছাড়াও ঐসকল ছবি এর ফিনিশিং ভালো হয় না।

আসলেই ভালো …………………………।। থ্যাংকস

niceeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee