হলিউড মুভি 'The Hurt Locker' অনলাইনে দেখেছেন অথবা ডাউনলোড করেছেন এমন ৫০,০০০-এর বেশি ব্যাক্তির নামে আইনি নোটিস জারি হয়েছে। এরা সবাই অনলাইন ফাইল শেয়ারিং নেটওয়ার্ক, পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক থেকে ডাউনলোড করেছেন, অথবা সরাসরি অনলাইনে প্রদর্শিত মুভি সাইটে সিনেমাটি দেখেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সবাইকে অফার দেওয়া হয়েছে আদালতের বাইরে আপোষ করে নেওয়ার এবং জরিমানা নির্ধারন করে সেইটা পেয়ে গেলেই আর আইনি পদক্ষেপ নেবেনা কর্তৃপক্ষ। এতে রাজি নাহলে আদালতে মামলা দায়ের হবে অভিযুক্তদের নামে।
কিকরে অভিযুক্ত ব্যাক্তিদেরকে খুঁজে পাওয়া হলো? এর জন্য সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করেছে ভোল্টেজ পিকচারর্স নামে সিনেমা প্রডিউসার সংস্থাটি, অবশ্যই আইনি সহায়তা নিয়েই তা করা হয়েছে। সব আইএসপি সংস্থা আইপি এড্রেস এবং ইউজারের আইডেন্টিটি সরবরাহ করেছে। এইভাবে ৫০,০০০-এরও বেশি ব্যাক্তিকে চিহ্নিত করা হয়েছে এবং আইনি নোটিস পাঠানো হয়েছে।
তথ্যটি আপনাদের সাথে শেয়ার করছি কারন আপনারাও অনেকেই অনলাইনের মুভি সাইটে যান, ডাউনলোড করেন। নিশ্চিন্তে থাকার মতো কিছুই নেই, আপাতত এই আইনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হলেও অন্যান্য দেশেও এই একই পদ্ধতিতে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে Recording Industry Association of America বা RIAA; অন্যান্য মামলায় প্রায় ৩০,০০০-এর মতো অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ২০০৮ সালের হিসাব অনুযায়ী। এবং, এটা শুধুই মুভি ডাউনলোডের ক্ষেত্রে নয়, প্রযোজ্য হবে মিউজিক ইন্ডাস্ট্রিতেও।
অনেক দেশেই কপিরাইট আইন, পাইরেসি আইন কঠোর ভাবে প্রযোজ্য নেই, কিন্তু দিন যতো এগোচ্ছে এইসব আইন শক্তভাবে প্রয়োগের চিন্তাধারায় এগোচ্ছেন প্রডিউসাররা। তারা একলা নন, তৈরী হয়েছে তাদের সংগঠন, ব্যবস্থা নিচ্ছে সেই সংগঠনের মাধ্যমেই। এই প্রসঙ্গে উল্লেখ্য, গুগল কয়েক মাস আগে ন্যাশানাল সিকিউরিটি এজেন্সির সঙ্গে হাত মিলিয়েছে, ফলে যারা ফ্রি ব্লগেও মুভি ডাউনলোড দিচ্ছেন কিম্বা সাইটে গিয়ে ডাউনলোডের লিঙ্ক নিচ্ছেন সবার আইপি গুগলও দিয়ে দিতে পারবে।
সুতরাং অনলাইনে ফ্রি মুভি পেলেই ডাউনলোড করবেন না। যারা এইসব সাইট/ব্লগ বানিয়েছেন তারাও সাবধান হোন। আজকে নিশ্চিন্তে থাকলেও কাল নিশ্চিন্তে নাও থাকতে পারেন।
মূল লেখাটি ইংরাজীতে: ‘The Hurt Locker’ piracy: 50,000 people sued
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
সতর্কবাণীটি উন্মচন করার জন্য ধন্যবাদ