আসুন দেশীয় পণ্য টেলিটক ব্যবহার করি?কেন ব্যবহার করব

অনেকেই থ্রি প্যাকেজ এক্টিভেট করার চিন্তাভাবনা করছেন। তাই চালু করার আগে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমাদের দেশীয় কোম্পানী টেলিটক সবার আগে ৩.৫ জি প্রযুক্তির নেট সেবা চালু করেছে সবার আগে। কেন টেলিটক ব্যবহার করবেন, নিচের প্রশ্ন গুলোর উত্তর পেলেই আপনার কাছে সব পরিষ্কার হয়ে যাবে। পরিশেষে আমি একটা কথাই বলব, টেলিটক ব্যবহার করি, দেশের টাকা দেশেই রাখি!

কেন টেলিটক ব্যাবহার করবেন?

নরওয়ের কোম্পানী গ্রামীনফোনের বাংলাদেশে গ্রাহক সংখ্যা নরওয়ের মোট জনসংখ্যার চেয়ে ৯ গুন বেশি। নরওয়ের মোট জনসংখ্যা মাত্র ৫০ লাখ আর বাংলাদেশে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা সাড়ে ৪ কোটি । বাংলাদেশ থেকে একজন গ্রাহক যদি মাসে ৩শ টাকাও ব্যবহার করে আর তারা যদি ৫০ ভাগ লাভ করে তবে তাদের জনগনের মাথাপিছু আয় দাড়ায় মাসিক ৪০ হাজার ৫০০টাকা। যদি আমরা টেলিটক ব্যবহার করতাম তবে এই বিশাল অংকের টাকাটা আমাদেরই থেকে যেতো।

◆ টেলিটকের কিছু লোকজন তো দুর্নীতিবাজ
► দুর্নীতি ঠেকানোর ক্ষমতা তো আমাদের নেই। আমাদের আছে টেলিটক ব্যবহারে ক্ষমতা। দুর্নীতিবাজরা দুর্নীতির টাকায় ১টির বদলে ৩টি বাড়ি করবে। সেই বাড়ি করতে এদেশের শ্রমিক লাগবে, ইট লাগবে, বালি লাগবে। অর্থাৎ টাকা কিন্তু ঘুরে ফিরে আমাদের হাতেই থাকবে।

◆ টেলিটকের তো নেট খারাপ
► আর বাকীগুলোরতো পেট খারাপ। সারা বছর এতো রক্তচুষেও তাদের পেট ভরে না।

◆ টেলিটকের থ্রিজি রেট কেমন?
► অন্যদের টুজি রেটের চেয়েও কম। আর অন্য অপারেটরের থ্রিজি ব্যবহার করতে হলে হয়তো আমার মতো অনেককে মোবাইল সেটটিই বিক্রি করে দিতে হবে ।

◆ আমার এলাকায়তো থ্রিজি নেই
► টুজিতো আছে। টেলিটক টুজির স্পীড জিপি টুজির চেয়ে কোন অংশে কম নয়। আমি এই মুহুর্তে টেলিটক টুজি ব্যবহার করে স্ট্যাটাস দিচ্ছি। থ্রিজির জন্য টুজি নেটওয়ার্ক আপগ্রেড করা হয়েছে। অনেক ভালো স্পীড।

◆ টেলিটকের কাস্টমার সার্ভিস মোটেও ভালো না
► কাস্টমার সার্ভিস তো আর আমরা ভালো করতে পারব না। আমরা যেটা করতে পারি তাদের সাথে ভালো ব্যবহার করে কাস্টমার সার্ভিস শিখিয়ে দিতে পারি। আর ব্যবহারকারী বৃদ্ধি পেলে তাদের বেতনও বৃদ্ধি পাবে। তখন এমনিতেই সার্ভিস ভালো হয়ে যাবে।

আসল কথা হলো, দেশকে ভালবাসতে হবে। দেশের জন্য কস্ট করতে হবে। আর সেই কস্ট হলো- কর্তা ব্যক্তিরা কে কি করল না করল সেদিকে না তাকিয়ে শত সমস্যা থাকার পরও দেশীয় পণ্য ব্যবহার করতে হবে।

জোকের মতো চুষে নিচ্ছে আমাদের
সব টাকা।আসুন টেলিটক 3জি আর গ্রামীন 3জির পার্থক্য দেখি:—

গ্রামীন ফোন আমাদের 3G দিয়া ৩
প্রজন্মের গাধা বানাইতেছে আর কি !!

গ্রামীন আমাদের দেশ থেকে টাকাগুলো জোকের মতো চুষে চুষে নিচ্ছে।।।

হারামিরা আমাদেরকে বোকা পাইছে।
আমাদের জেগে ওঠা উচিত। আসুন
দেখি কিভাবে আমাদের কাছ
থেকে অতিরিক্ত টাকা নিয়ে যাচ্ছে।

৫১২ কেবিপিএস গতি:-
গ্রামীণফোন: ১ গিগাবাইট ৪০০ টাকা,
মেয়াদ ১৫ দিন।

টেলিটক: ১ গিগাবাইট ২০০ টাকা,
মেয়াদ ১০ দিন।

গ্রামীণফোন: ১ গিগাবাইট ৪৫০ টাকা,
মেয়াদ ৩০ দিন।

টেলিটক: ১ গিগাবাইট ৩০০ টাকা,
মেয়াদ ৩০ দিন।

গ্রামীণফোন: ২ গিগাবাইট ৬৫০ টাকা,
মেয়াদ ৩০ দিন।

টেলিটক: ২ গিগাবাইট ৫০০ টাকা,
মেয়াদ ৩০ দিন।

গ্রামীণফোন: ৫ গিগাবাইট ৯৫০ টাকা,
মেয়াদ ৩০ দিন।

টেলিটক: ৫ গিগাবাইট ৭৫০ টাকা,
মেয়াদ ৩০ দিন।

এদের থেকে ৪০০ গজ দুরে থাকুন।।।

এবং দেশের টাকা দেশে রাখুন ।।।

কেননা হারামীরফোনের চেয়ে টেলিটক
হাজার গুন উত্তম।

প্রথম প্রকাশ :http://riyad21.blogspot.com/

Level 0

আমি মোঃ ফয়সাল আলম রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনারকে ধন্যবাদ। তবে কার্টেসিতে একটু সমস্যা আছে। এর অরিজিন্যাল রাইটার এখানে https://www.facebook.com/photo.php?fbid=3480645112168&set=a.1029347631263.4220.1752536417&type=1&theater

এ রকম পোষ্ট সত্যি খুব উপকারী। আমি টেলিটক সিম কিনেছিম ভোর রাত জেগে মারামারি করে। আমাদের ব্যবহারের উদ্দেশ্য ছিল এটাই দেশীয় পন্য। যদিও সে সময় নেটওযার্ক খুবই খারাপ ছিল। তাও চালাতাম।তার অনেক পরে যখনও অনান্য কো: গুলোর নেটওয়ার্ক তুলনা মুলক অনেক ভাল, বেশ করে জেলা শহর গুলোতে তখন একসময় আমার /মিনিট বেশি টাকা শুরু হল। বনানী টেলিটক অফিসে গিয়ে জানতে পারলাম আমাকে সহ সবাইকে স্বাধীন Package এ মাইগ্রেট করা হযেছে।যা ছিল অন্যান্য মোবাইল কো: চেয়ে ব্যয়বহুল।গ্রাহকদের অনুমতি ছাড়া এরকম ব্যবহার পাবার পর আমরা সব Friend টেলিটক ব্যবহার বন্ধ করেছিলাম।

Level 0

” টেলিটক টুজির স্পীড জিপি টুজির চেয়ে কোন অংশে কম নয়। আমি এই মুহুর্তে টেলিটক টুজি ব্যবহার করে স্ট্যাটাস দিচ্ছি। থ্রিজির জন্য টুজি নেটওয়ার্ক আপগ্রেড করা হয়েছে। অনেক ভালো স্পীড। ”

যখন বলবেনই কম করে আর বলবেন না ! “দেশপ্রেমে” আত্মহারা হয়ে এই নির্লজ্জ মিথ্যাচার না করলেই কি নয় ?

আমার এখানে টেলিটকের থ্রীজি নেই।ডাউনলোড স্পীড কদাচিৎ ২০ কেবিপিএস এর উপরে কখনোই দেখিনি।যেখানে জিপি/এয়ারটেল এর রেগুলার স্পীড ৩২-৩৬ কেবিপিএস।

Level New

আপনার তথ্যে ভুল আজকের প্রথমআলোর এড দেখলে বুজতে পারবেন।

টেলিটক এর unlimited প্যাকেজ কত ?

Level 0

মূল মেসেজ টা হল দেশপ্রেম।

Level 0

Sorry, brother I am not agree with you. TELETALK is upgrading 3G network. That’s why 2G network is slow now. But after completing the upgradation of the 3G network, 2G network will have the same speed like before. 🙁

হারামি ফোন শালারা P3 প্যকেজ আগে রাত ১২টার পর থেকে সকাল ১০টা পযন্ত ৫ গিগা ব্যবহার করার সুযোগ দিতো এখন নতুন নিয়ম করছে মাসে ২ জিবি। তাই সিদান্ত নিছি হারামি ফোন বর্জন করমু। আমার ৪টা সিম আছে এখন থেকে আর একটাও ব্যবহার করমুনা। আমার ৩০০ টাকা লছ।

Level 0

চমৎকার টিউন। তবে আরও তথ্য দরকার ছিল।

Ei post ti korar jonno apnake onek dhonnobad. Amra jara Divisonal area gulute thaki tader uchit TELETALK use kora. But ami ekhono Teletalk use korchina karon ami mobile a gpmms diye free net use kori. So jotodin free cholbe totodin gp cholbe. Taka diye net use korle Teletalk use korbo.

ভাই @MD.Faysal Alam Riyad, কিছু মনে করবেন না। আপনাদের এ্ই লোক দেখানো দেশপ্রেম আগে কোথায় ছিল? ও, এখন গ্রামীণও অন্যান্যদের কাছ থেকে যথাযথ সুযোগ পাচ্ছেন না বলেই টেলিটকের এত গুনগাণ গাওয়া হচ্ছে। এই আপনাদের মতো কিছু লোকরাই সময় সময় গ্রামীনকে ভালো বলে উৎসাহ দেখান প্রোমশোনাল এড দেন আবার সুযোগ না পেলে গালিও দেন। আজব!!!
এত যে টেলিটকের প্রশংসা করছেন বুকে হাত দিয়ে বলেনতো আপনি কি নিজে টেলিটকের সিম সারাবছর ব্যবহার করেন।শুধু নেট চালানোর প্রয়োজন হলেই কেবল এত ভন্ডামি। এগুলো রাখেন সঠিক পথে আসেন।
মানুষকে অযথা বিভ্রান্তি করবেন না প্লিজ!

    @ঘুম কাতুর: আমি নিয়মিত টেলিটকের কাস্টমার ।আর আমি কম্পিউটারে নেট ইউজ করি।

Level New

beton barle customer service valo hobe ke bollo? vai bura gulare baad diya deshe onek fresher jara kaaj korte chay bekar pore ase tader nik. ar eta sim company t&t na eta oi bura burir dol bujhe na. Amio teletalk kinbo problem nai. but problem oi tai kotogula okormar dhekir jonne amader desher teletalk unnoyon korte pare na. ar beton kotha ta na bollei noy. jara talented but bekar pore ase. tader kase chakri jeno aladiner cherag. tara ki rokom performance korbe eta apnara nishchoi bujhben. bura buri gulare target system kore dile bujhto thela. like airtel protibar customer service a call deyar por msz dibe kemon laglo? mitha na tita? valo hoile reply diben na etao jani. but kharap hoile teka diya hoileo reply diben etao jani. tai ei system korle jar bepare beshi tita record joma hobe shey out. ei system holey dekhten bura burir ki performance. desher sharthe ei kotha gulo bollam eta teletalk er birodhita noy. teletalk er lok ase matha nai 😀

Level 0

Teletalk desher tai valo, kintu seba valo na. manus chai seba, ja joto valo seba dibea, manus
sa di ka jabe. Jodi o grammen phone bashi taka katea.

হাতের মুঠোয় 3G. এজন্য অনেকেই Smart Phone কিনতে চান। যারা Samsung Galaxy Core কিনতে চান তারা আর কিনেন না। Samsung Galaxy Core নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি যেন আমার মতো বিপদে না পড়েন।
আমি গত 17/09/2013 ইং তারিখে একটি Samsung Galaxy Core কিনি। এরপর থেকেই বিভিন্ন সমষ্যা দেখা দিতে থাকে (যেমন- ব্রাউজিং, গ্যালারীতে ছবি দেখা এবং গেম খেলার সময় হ্যাং হয়ে যাওয়া) এছাড়াও ব্যাটারীর সমষ্যা তো আছেই । তারপর আমি গত 02/10/2013 ইং তারিখে ধানমন্ডি এ.আর প্লাজা (সামস্যাং এর কাষ্টমার কেয়ার) এ নিয়ে যাই। তারা আমাকে বললো আগামি 04/10/13 তারিখে এসে আপনার ফোন সেট টি নিয়ে যাবেন। 04/10/2013 তারিখ সকালে +8809612300300 (স্যামস্যাং কেয়ার এর নাম্বার) থেকে কল দিয়ে বললো আপনার সেট টি ওকে আছে এসে নিয়ে যান। এর পর আমি কেয়ার সেন্টারে যাই এবং সেখান থেকে বললো আপনার সেট টি এখনও ঠিক হয় নি দুই দিন পরে এসে নিয়ে যাবেন। এর পর 06/10/2013 তারিখে আমি +8809612300300 নাম্বারে ফোন দিলাম তারা বললো আপনার সেটটি ওকে আছে এসে নিয়ে যেতে পারেন। যথারীতি আমি সেটটি আনতে এ.আর প্লাজাতে যাই কিন্তু সেখানে যাবার পর তারা বললেন আপনার সেট টি তে IMEI দেওয়া হয় নি । তাই আপনাকে আমরা সেট টি দিতে পারছিনা। (চিন্তা করেন মেজাজ টা কেমন গরম হতে পারে আর কেমন সার্ভিস)। তারপর তারা বললেন আগামী 30/10/2013 তারিখের আগে আপনাকে সেটটা দিতে পারছিনা। এই হলো স্যামস্যাং এর সার্ভিস। কথা, কাজ ও সার্ভিসের কোন মিল নেই। যতটুকু জানতে পারলাম স্যামস্যাং এর বাংলাদেশে সার্ভিস খুব একটা ভালো না। তারা বাংলাদেশের সার্ভিস নিয়ে মাথাঘামায় না। এজন্য যারা আমার মতো Samsung Galaxy Core কিনেছেন তারা সার্ভিস নিতে গেলে ভেবে নেবেন। আর যারা কিনতে চান তারা দয়া করে কিনবেন না। আর পারলে স্যামসাংকে বাদ দিয়ে অন্য ব্রান্ডের ফোন কেনার চেষ্টা করুন। আমি আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম যে তারা অনেকে লুমিয়া বা Xperia নিয়ে ভালো আছে।
বিশেষ করে বাংলাদেশী যারা তারা আমার মতো বিড়াম্বনায় পড়তে না চাইলে স্যামস্যাং কিনেন না।