আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । পিসিতে ফ্রি নেট ব্যবহার করার জন্য সব শেষ Proxifire ব্যবহার করা হত । । কিন্তু গত দিন থেকে এটি আর কাজ করে না । কিন্তু ফ্রি নেট বন্ধ নেই । এর আগে আমি দেখিয়েছি কিভাবে gpmms দ্বারা পিসিতে ফুল স্পীডে নেট ব্রাউজ করা যায় । কিন্তু ৩ মিনিট পর পর Disconnection আর ভাল লাগে না । তাই আজ দেখবেন কিভাবে আপনি gpinternet দ্বারা পিসিতে ফুল স্পীডে নেট ব্রাউজ করতে পারবেন । যারা পূর্বে আমার গত টিউন এর পদ্ধতিতে gpmms দ্বারা নেট ব্রাউজ করতেন তারা একধাপ এগিয়ে আছেন । যাহোক
১। জাভা ইন্সটল দিন ।
২। এখান থেকে Opera mini download করুন । ( পোর্টেবল ভার্সন)
৩। যেকোন ড্রাইভে extract করুন ।
৪। Extract করা ফোল্ডারে setting নামে একটি utility পাবেন । সেখানে Manual HTTP Proxy 141.0.11.241 এবং Port 80 দিন । (একটি profile তৈরি হবে )
৫। মডেমে gpinternet apn সেটিং করুন । কানেক্ট করুন ।
৬। এবার ঐ extract থেকে Opera Mini 7.1 exe ওপেন করুন । ফোল্ডারটি মিনিমাইজ করে রাখুন ।
৭। Opera Mini এর network setting থেকে frontquery দিন 0.facebook.com
৮। Backquery দিন ?0.facebook.com
৯।বাম পাশে নিচে save এ ক্লিক করুন । Opera Mini 7.1 ইন্সটল হবে ।
১০। এবার address বারে 0.facebook.com লিখে go তে ক্লিক করুন । আপনার ফেসবুক একাউন্ট দ্বারা ফেসবুকে লগইন করুন ।
১১। এবার আপনি যে ওয়েব সাইট ভিজিট করতে চান তার address পোস্ট / কমেন্ট করুন ।
১২। এবার পোস্ট / কমেন্ট করা address এ ক্লিক করুন , Standard data Charge অপশন দিলে continue এ ক্লিক করুন । আপনি আপনার গন্তব্যে চলে যাবেন ।
অপশনালঃ- অপেরা সেটিং থেকে font size- large , full screen – on , advance- keyboard – never করে দিন । opera:config থেকে bit map image – yes করে দিন ।
একই ভাবে Android এ ফ্রি নেট ব্যবহার করা যায় । এর জন্য অপেরা হ্যান্ডেলার Apk ব্যবহার করতে হবে । সবাই ভাল থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bhai Java tar Link ki dewa jaina?