বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি ভালো। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা! আজ ছোট্ট একটা বিষয় নিয়ে লিখতে বসলাম। জানি না এই বিষয়ে আর কোনো পোস্ট আছে কি-না। ভুল হলে মাফ করবেন। কমেন্ট করে জানালেও খুশি হবো। অনেক কষ্ট করে এসব খুঁজে বের করলাম। তবে এটি একান্তই আমার নিজস্ব একটি তালিকা। আপনাদের কাছে কোনো তালিকা থাকলে জানাতে পারেন।
তাহলে আর কথা নয়, চলুন ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত হয় সেসব সাইট থেকে। (আপনাদের জানা মতে কোনোটি বাদ গেলে নিচে কমেন্ট করে জানালে খুশি হবো)।
১. ম্যাশেবল (http://www.mashable.com)
২. টেকক্রান্চ (http://www.techcrunch.com)
৩. টেক জার্নাল (http://www.thetechjournal.com)
৪. ওয়্যাইর্ড (http://www.wired.com/)
৫. হাউ টু গিক (http://www.howtogeek.com)
৬. কম্পিউটার ওয়ার্ল্ড ব্লগ (http://www.blogs.computerworld.com)
৭. আন অফিসিয়াল অ্যাপল ওয়েব ব্লগ (http://www.tuaw.com)
৮. লাইফ হ্যাকার (http://lifehacker.com/)
৯. গুগল এন্টারপ্রাইজ ব্লগ (http://www.googleenterprise.blogspot.com)
১০. আইটি বিজনেস এজ (http://www.itbusinessedge.com)
১১. জিগাওম (http://www.gigaom.com)
১২. টেকটউনস (https://www.techtunes.io)
১৩. মাদারবোর্ড (http://motherboard.vice.com)
১৪. টেক আই (মতান্তরে টেকি) (http://www.techi.com/)
১৫. ডিজিটাল ট্রেন্ডস (http://www.digitaltrends.com/)
১৬. সি নেট ব্লগ (http://news.cnet.com/tech-blogs/)
১৭. সিএনএন টেক (http://edition.cnn.com/TECH/)
১৮. জে ডি নেট (http://www.zdnet.com)
১৯. অলফেসবুক (http://allfacebook.com/)
২০.মাইলাইফস্কুপ ( http://mylifescoop.com)
২১. গিজমোডো (http://www.gizmodo.com)
২২. পিসি ম্যাগ (http://www.pcmag.com/)
আর পারতেছি না। আরও অনেক আছে। আপনারা দয়া করে একটু শেয়ার করুন। আর আমার এই সাইটটা একটু ভিজিট করে আসুন প্লিজ, প্লিজ, প্লিজ...
আমি SadiaAfrinJhumu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thnx