সামনে চাকরীর পরীক্ষা এজন্য কত কত পড়াশুনা যে করতে হয় তার কোন সীমা নাই, সারাজীবন এ যেগুলো পড়লাম এখন দেখি সেগুলোর কিছুই কাজে আসে না পড়তে হবে সাধারন, দেশ বিদেশের সব তথ্য আর গানিত এর কথা তো বলার কিছুই নাই এমন প্রশ্ন দেখলেই মাথা ঘুড়ায়
এত এত বই পড়তে আর ভালো লাগো না, তাই বন্ধুরা মিলে প্রথমে শুরু করছিলাম একটা ওয়েব সাইট যার মূল উদ্দেশ্য ছিলো নিজেরা পড়ব আর সেটা অনলাইনে সংরক্ষন করে রাখব যাতে পরে যেকোন সময় যেকোন জায়গায় থেকে মোবাইল বা পিসিতে বসে অনলাইনে পড়াটা সেরে নেয়া যায়। তখন নিজেরাই চালাচ্ছিলাম পরে পরিচিতরাও এখানে এসে অনলাইনে প্রাকটিস করে, ভালোই সাড়া পাচ্ছিলাম দায়িত্ববোধটাও বেড়ে গেলো আমাদের শুরু করলাম পুরোদমে আজ প্রায় 3000+ প্রশ্ন নিয়ে আমাদের প্রশ্ন ভান্ডার সমাদৃত এবং প্রতিদিন বাড়ছে প্রশ্নের সংখা। আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে মডেল টেস্ট যা পরীক্ষার জন্য অনেক সহায়ক। আমাদের সাইট সকল ডিভাইস ফ্রেন্ডলি পিসি, ল্যাপটপ, ট্যাব বা মোবাইল ডিভাইস সব থেকে আমাদের সাইট স্মুথলি ব্যবহার করা যায়।
তাই আজ আপনদের আমন্ত্রন জানাতে এলাম আমাদের অনলাইনে চাকরির প্রস্তুতির ভূবনে, আসুন দেখুন অনুশীলন করুন আর আপনার গুরুত্ব পূর্ণ মতামত প্রদান করুন
আমি mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যে হেডিং দিয়েছেন, ভেবেছিলাম চাকুরি বুঝি আপনি ই দিবেন।