একটি অতি মিষ্টি প্রেমের গল্প এবং ইন্টারনেট, You Tube, ডাউনলোড।

আমি আমার নিজস্ব ধরনে লিখি, লেখাটা কারো কারো মাঝে বিরক্তির উদ্রেগ ঘটাতে পারে, তাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

এক বিশেষ ঘটনাক্রমে নায়ক নায়িকা মাঝ রাতে বাহিরে কোন এক গাছের নিচে একত্রিত হয়। আকাশে পরিপূর্ণ চাঁদের রুপালি আলোর উপস্থিতি পরিবেশটাকে আরো রোমান্টিক করে তোলে।  দুজনের মধ্যে কথা শুরু হয় ঠিক এইভাবে।

নায়িকাঃ কি সুন্দর লাগছে বাইরে টা। আজ পূর্নিমা, না ?

নায়কঃ হু।

কিছুক্ষন উভয়ই নিশ্চুপ,

নায়িকাঃ আচ্ছা, এর আগের পূর্নিমা রাত্তিরে আপনি কি করেছিলেন?

নায়কঃ মনে নেই, বোধহয় ঘুমিয়ে ছিলাম।

নায়িকাঃ আমি কি করেছিলাম, মনে আছে।

নায়কঃ কি করেছিলেন?

নায়িকাঃ ঘুমিয়ে ছিলাম। বলেই দুজনে হেসে উঠলো

নায়কঃ স্বপ্ন দেখেননি?

নায়িকাঃ হু...

নায়কঃ কি স্বপ্ন দেখেছিলেন?

নায়িকাঃ মেয়েদের স্বপ্নের কথা শুনতে নেই।

নায়কঃ কেন? মেয়েরা খুব বাজে স্বপ্ন দেখে বুঝি?

নায়িকাঃ মোটেই না। মেয়েরাই স্বপ্ন দেখতে জানে।

নায়কঃ সেই রাজকুমার আর পক্ষিরাজ ঘোড়ার স্বপ্ন?

নায়িকাঃ সেই রাজকন্যা আর অর্ধেক রাজত্বের স্বপ্ন কারা যেন দেখেনা।

নায়কঃ দেখে নাকি? তাহলে তাদের সাধারন জ্ঞান হয়নি

নায়িকাঃ হু, আপনি সব জেনে বসে আছেন।

নায়কঃ হু....বাবা যে ছেলে বেলায় এক সেট কিনে দিয়েছিল।

নায়িকাঃ কি?

নায়কঃ বুক অব নলেজ। দুজনেই হেসে উঠলো

নায়িকাঃ আপনি কথা বলাতে খুব ওস্তাদ।

নায়কঃ ওই টুকুই

নায়িকাঃ কি জানি। কিন্তু শুধু শুধু এর মধ্যে গুরুজনকে টেনে আনলেন কেন?

নায়কঃ মনে হলো ওদের কারো একজনের উপস্থিতি এখন একান্ত প্রয়োজন। আবহাওয়া ভালো নয়।

নায়িকাঃ কি করে বুঝলেন?

নায়কঃ পূর্নিমার মাঝ রাত্রে আপন পরের আড়ালটা অনেকেটা এই চাঁদের আলোর মতই সচ্ছ হয়ে যায় তো, যাগগে ওসব কথা থাক। একটা গান শোনান বরং।

নায়িকাঃ ইমহু (না সূচক মাথা নেড়ে)

নায়কঃ তাহলে গিয়ে শুয়ে পড়ুন।

নায়িকাঃ না।

নায়কঃ তাও না, তাহলে, কি করবেন কিছু ভেবেছেন?

নায়িকাঃ হু..

নায়কঃ কি?

নায়িকাঃ আপনার গান শুনবো।

নায়কঃ এমন কথাতো ছিলনা।

নায়িকাঃ কথা নাইবা থাকলো। সব কিছুর কি কথা থাকে?

নায়কঃ “না, তা থাকে না। ...তা বেশ। কিন্তু গান শুনে গাল দিতে ইচ্ছে হলে, ওদিক ফিরে দিবেন।“ বলেই উঠে দাঁড়িয়ে একটু দূরে সরে গেল।

নায়িকাঃ কোথায় যাচ্ছেন?

নায়কঃ তফাতে যাচ্ছি, হাত পা গুলোতো মানুষের সব সময় বাধ্য নয়।

বি,কে প্রোডাকশন এর সাড়া জাগানো সুপার রোমান্টিক ছায়াছবি “নায়িকা সংবাদ”

কাহিনী ও চিত্রনাট্যঃ প্রশান্ত দেব

পরিচালনা করেছেনঃ অগ্রদুত

এর কয়েকটি মিষ্টি গানে কন্ঠ দিয়েছেনঃ সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত কুমার ও পূর্ন দাস

প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন, উত্তম কুমার ও অঞ্জনা ভৌমিক

ছবিটির ধরন কমেডি এবং রোমান্টিক।

ছবিটি মুক্তি পায় ১৯৬৭ সালে। যেহেতু পুরনো ছবি সুতরাং সাদাকালো, সাউন্ড কোয়ালিটি সাধারন মানের।

ছবিটির যে সকল জিনিস আপনি উপভোগ করবেন, তা হল এর চিত্রনাট্য, সাবলীল অভিনয়, শক্তিশালী সংলাপ, কমেডি, রোমান্টিক একটা আবহ পুরো ছবিটা জুড়ে।

ছবিটি দেখার জন্য আপনি YouTube এর সহায়তা নিতে পারেন।

আপনার ইন্টারনেটের স্পীড ভালো থাকলে সরাসরি YouTube থেকে এই ছবিটি দেখতে পারেন।

আর যদি বার বার স্ট্রিমিং এর জন্য আটকে যায় তাহলে YouTube থেকে ডাউনলোড করে দেখতে পারেন।

http://www.youtube.com  এ ঢুকে সার্চ অপশনে nayika sangbad লিখে এন্টার চাপুন। সার্চ এর সর্ব প্রথম রেজাল্টা দেখুন। ১ ঘন্টা ৫৮মিনিট ৩০ সেকেন্ড এর পুরো মুভিটা। এবার এটার উপর ক্লিক করুন আর উপভোগ করুন ছবিটি।

তারপরও যদি কারো খুজে পেতে কষ্ট হয়, তাহলে সরাসরি এই লিঙ্কে ক্লিক করুন, এবং উপভোগ করুন ছবিটি। "http://youtu.be/vvxxnSsQLww"

আর যদি মনে করেন ছবিটি ডাউনলোড করে দেখবেন, সেটাও করা যেতে পারে অতি সহজে।

মনে রাখতে হবে YouTube সরাসরি কোন ভিডিও ডাউনলোড করার সুযোগ দেয়না, এ জন্য আপনাকে থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করতে হবে। Firefox সবচাইতে বেশি থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করার সুযোগ দেয়, যেগুলোকে আমরা Add Ons বলি। Add Ons এক ধরনের ছোট সফটওয়্যার, যা এক বা একাধিক বিশেষ সুবিধা প্রদানের জন্য তৈরি করা হয়। Add Ons একাএকা কোন কাজ করতে পারেনা, Add Ons নিজেকে কোন একটি সফটওয়্যার এর সাথে যুক্ত হয়ে কাজ করে।

আপনি যদি Firefox ব্যবহার করেন, তাহলে ctl+shift+A চেপে অথবা Tools  থেকে Add Ons এ ক্লিক করুন, Add Ons উইন্ডো খুলে যাবে। এখানে সার্চ অপশনে গিয়ে Flash Video Download লিখে সার্চ দিন, এবং সর্ব প্রথম রেজাল্টা দেখুন। Flash Video Downloader  3.9.6 দেখতে পাবেন। এবার Install এ ক্লিক করুন। Install সম্পন্ন হওয়ার পর ব্রাউজার এর রিস্টার্ট চাইবে।

এবার রিস্টার্ট করে YouTube এ ঢুকে পড়ুন এবং আপনার কাংখিত Video ডাউনলোড করুন অতি সহজে। ডাউনলোড এ ক্লিক করলে আপনি ভিডিওটি বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করার সুযোগ পাবেন।

১৯৬৭ সালের ছবিটির পরিচালক অগ্রদুত নিশ্চই জানতেন না আজকালের ছেলেপেলেরা তার বানানো ছবিটা প্রযুক্তির সহায়তায় এভাবে দেখে ফেলবে।

আজ এ পর্যন্তই, যারা ইন্টারনেট ব্যবহার ভালো জানেন না তারা ছবি দেখার পাশাপাশি অনেক কিছু শিখলেন।

আপনার স্মার্টফোনের ক্যামেরায় বেশি Megapixel মানেই কি, বেশি ভালো ক্যামেরা?

আপনার স্মার্টফোনের ডিসপ্লে রেজুলেশন এর পেছনে আছে নাকি কোন মন্দ দিক?

একটি মেগা টিপস, টাক মাথায় তাক লাগানো সমাধান

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কিসের ভেতর কী! পান্তা ভাতে ঘিঃ! হাহাহা…. মজা পাইলাম