আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেখা আমার শখ। কখনও ভাবিনি ব্লগার (টিউনার) হব, যে দিন থেকে টেকটিউনস পরিবারে এলাম, নিজের অজান্তে টিউনার হলাম (যদিও বংলা টাইপ করা খুবই কষ্ট) আর সেই সাথে শিখতে শুরু করলাম।
মুরছনা থেকে বই পেতে নিচের লিঙ্ক এ যান। বই ডাউনলোড এর আগে ইউজার হিসেবে সাইন আপ করতে হবে।
http://www.murchona.com/zone/
উক্ত সাইটের উপন্যাসগুলি মূছনা হতে নেওয়া।