জেনেনিন কিভাবে সহজে নিম্বাজ একাউন্ট (ID) খোলা যায়।

আসসালামু আলাইকুম। কেমন আছেন টেকটিউনস বন্ধুরা। এটাই আমার প্রথম টিউন। লিখায় ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিভাবে নিম্বাজ একাউন্ট খুলতে হয় এটা প্রাই সবাই জানে। কিন্তু আমি মনেকিরি সবাই তো আর একসাথে জন্মগ্রহণ করে নি, তাই অনেকে আছেন একদম নতুন। এই নতুনদের জন্যই আমার আজকের টিউনস।

(গুগলে সার্চ দিয়ে নেক খুঁজেছি কোথাও এই ধরনের টিউন করেনি তাই আমি লখতে বসলাম।)

তাহলে যারা জানেননা, চলুন শিখেফেলি কিভাবে সহজে নিম্বাজ একাউন্ট/আইডি খুলা যায়।

প্রথমে Nimbuzz সফটওয়্যার টি আপনার কম্পিউটার বা মোবাইলে ইনস্টল করুন। এবার নিম্বাজ ওপেন করুন। (সফটওয়্যার এর ভার্সন এর বেবদানের কারনে প্রোগ্রাম একটু বেশকম হতে পারে। তবে একটু মেইন ধাপ গুলো পার করতে পারলেই নিম্বাজ আকাউন্ট খোলা সম্ভব।)
এবার Create account এ ক্লিক করুন।

যদি আপনার মোবাইল নাম্বার চায় তাহলে বাংলাদেশ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটি দিন। এবং Next বাটনে ক্লিক করুন।

বন্ধুরা এবার যে নতুন উইন্ডোজ টি আসল, (নিচের ছবিটি লক্ষ করুন) এখানেই হল লক্ষণীয় বিষয়। Username এর জায়গায় এসেই সবাই থমকে যায়। কারন যে নামই দেয়া হয় একসেপ্ট করে না।

তবে হা! আমি আজ একসেপ্ট করাব। চলুন কিভাবে এই ফ্রমটি ফুরন করা যায় দেখি।
(যারা মোবাইল দিয়ে আইডি খুলছেন তাদের ক্ষেত্রে একটু ভিন্ন ও হতেপারে যা এই টিউনের নিচে আলোচনা করেছি। ভালকরে লক্ষ করুন)

Choose Username এর যায়গায় একটি বড় নাম দিন। এতে একসেপ্ট নাও করতে পারে যদি আপনার দেয়া ইউজার নেমটি কেউ ব্যাবহার করে থাকে।(যেহেতু সারা বিশ্বে এত মানুষ ব্যাবহার করাটাই সাভাবিক)

তারচেয়ে ভাল হবে আপনি যে Username ব্যাবহার করতে চান সেই নামের শেষে একটি বা দুটি গাণিতিক চিনহ দিন। যেমন আমি দিয়েছি moderntechnology+(একটি প্লাস চিনহ )। আপনার ক্ষেত্রে 2 টি চিনহ ও ব্যাবহার করতে পারেন।
এরপর নিচের 2টি বক্সে আপনার ইচ্ছে মত পাসওয়ার্ড দিন।
এবার চেক মার্কে টিক চিনহ দিন।

picture below তে যা লিখা আছে তা লিখুন ( যেমন আমার এখানে নিচের চিত্রটির picture below তে লিখা আছে nceKe তাই আমি বক্সে লিখেছি nceke )।
Create এ ক্লিক করুন। যদি আপনি picture below এর লিখায় কোন ভুল করেন তাহলে নীচের চিত্রের মত ম্যাসেজ আসবে।

যদি ভুল করে থাকেন তাহলে আপনি ওকে ক্লিক করেন এবং পরের আরেকটা picture below আসলে সেটি লিখুন। যদি না আসে বা আপনি ওদের লিখা বুঝতে সমস্যা হয় তাহলে Try Other Picture এর চিনহে ক্লিক করে লিখাটি চেঞ্জ করে নিতে পারেন।

সবঠিক থাকলে  Create এ ক্লিক করুন।
এবার দেখুন নিচের চিত্রের মত আপনার আইডি টি ওপেন হয়েছে।

তার মানে আপনার নিম্বাজ একাউন্ট টি Ok হয়ে গেছে।
এখন ইচ্ছে করলে এই নিম্বাজে আপনার facebook, Google Talk, ইত্যাদি বন্ধুদের কে অ্যাড করে আপনি নিম্বাজ থেকেই চাট করতে পারবেন। আরহা নিম্বাজ টু নিম্বাজ ফ্রী ভয়েস কল ও করতে পারবেন। যদি আপনার কাছে এই সফটওয়্যার না থাকে তাহলে আপনার মোবাইল বা কম্পিউটার এর জন্য ডাউনলোড করে নিতে পারেন  এখানে ক্লিক করে

বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন

আপনাদের ধন্যবাদ কষ্টকরে পড়ার জন্য। আল্লাহ হাফেজ।

Level 0

আমি abdullah al masud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টেকটিওন্সের কেউ এতটা বোকা নয় যে সামান্য একটা আইডি খুলতে পারেনা।

Level 0

😀 😀 😀 😀 kono montobbo khuija pailam na apnar post comment korar jonno…

Level 0

ভাই, আমার নতুন কিনা “স্যামসং গ্যালাক্সি দৌস” মডেল নং- GT-S7562 এই এন্ড্রংয়েট সেটের মাঝে ইন্টারনেট কানেকশন নিতে পারতেছিনা। কি করি বলেন তো? রবির প্রিপেইড দিয়া ট্রাই মারতেছি বাট কানেকশন নিচ্ছে না। কোন উপায় জানাআছে কি? জানাথাকলে কমেন্টে জানান উপকার হবে।

Level 0

amak aktu HELP korben??
kevabe Banglalink sim dea Nokia e7 Symbian Mobila a
free net use kora jai. PLEASE HELP ME.