আর কতোদিন তারা ডোমেইন এইভাবে নিজেদের কাছেই রেখে দেবে? উত্তর জানা যাচ্ছেনা। আমি কোম্পানীকে ইমেইল করে জানতে পারছিনা, ওদেরকে ইমেইল করলেই তারা টের পাবে যে একজন কিনতে চাইছে, তখন ইচ্ছে করেই দাম বাড়িয়ে বিক্রি করার ধান্দা করবে এবং ডোমেইন রিলিজ না করে নিজেরাই রেখে দেবে।
বিষয়টা কতোখানি পেঁচিয়ে গেলো দেখুন? সামান্যই ব্যাপার, অথচ রেজিস্ট্রারের নিয়ম এবং তারা নিজেরাই নিয়ম ভাঙ্গার ফলে এমন পরিস্থিতি তৈরী হয়ে গেলো। এক ব্যাক্তি ১ বছরের জন্য ডোমেইনটি কিনেছিলেন, হয়তো চালাতে পারেননি তাই আর রিনিউ করেননি। সাঙ্ঘাতিক দামী ডোমেইন নাম নয় সেটা। অথচ তবুও এমনি এমনি পড়ে আছে, আমি রেজিস্টার করতে পারছিনা।
এমন পরিস্থিতির সম্মুখিন আপনারাও হতে পারেন। ডোমেইন বিক্রেতার সঙ্গে আপনার সমস্যা হতেই পারে, আপনি হয়তো ডোমেইন ট্র্যান্সফার করাতে চেয়েও পারলেন না টেকনিক্যাল গোলযোগের কারনে, অপেক্ষা করলেন যে ডোমেইন মেয়াদ পার হলে আবার অন্য রেজিস্ট্রারের কাছে থেকে কিনে নেবেন একই নামের ডোমেইন। অপেক্ষাই করতে থাকলেন, ডোমেইন আর রিলিজ হলোনা। আরো প্যাঁচ লেগে যাবে যদি আপনার সেই ডোমেইনে পেজ র্যাঙ্ক বেড়ে যায়, যদি ভালো ট্র্যাফিক আসতে থাকে - তাহলে ডোমেইন রেজিস্ট্রার কিছুতেই সেই ডোমেইন রিলিজ করবেনা, প্রয়োজনে নিজেরাই রেজিস্টার করে ফেলবে যাতে বেশি দামে বিক্রি করা যায় - ফলে আপনি ডোমেইনটি হারাতে পারেন।
সেইজন্য, ডোমেইন রেজিস্টার করার আগেই সব বিষয়ে ভালো করে জেনে নিতে চেষ্টা করুন। ভালো আর নামী বিক্রেতার অর্থ মানে এই নয় যে সমস্যা হবেনা! বরং ভাবুন যে অতিরিক্ত সমস্যার হলে আপনি ডোমেইন সহজে ট্র্যান্সফার করাতে পারবেন কিনা, ট্র্যান্সফার না করিয়ে ডোমেইনের মেয়াদ উত্তীর্ণের পরে কতোদিন রেজিস্ট্রার সেই ডোমেইন নিজের কাছে রেখে দেবে ইত্যাদি জানা থাকা ভালো। এইসব সমস্যা রোজ রোজ হয়না, কিন্তু হলে বাঁচা রাস্তা আছে কিনা সেইসব বুঝেই ডোমেইন বিক্রেতা বেছে নেবেন। কারন, একবার ডোমেইন কিনে তাতে পরিশ্রম ঢেলে দিয়ে আপনিই সেই ডোমেইনের দাম বাড়াবেন, পরে আপনাকেই যেন বিনা অপরাধে মাশুল গুনতে না হয়।
আপনি টাকা দিয়ে ডোমেইন কিনবেন, আপনিই তাতে শ্রম ব্যয় করবেন, তাতে যেন ডোমেইন বিক্রেতা কোনোভাবেই কর্তৃত্ব ফলাতে না পারে। নিজের ডোমেইনের মালিক হওয়ার অর্থ এখানেই শেষ নয় যে আপনার হাতেই কন্ট্রোল প্যানেলের এক্সেস রয়েছে। সত্যিকারের মালিক তখনই হবেন যখন অতিরিক্ত প্রয়োজনের সময়ে আপনি নিজের ইচ্ছায় ডোমেইন যেখানে সেখানে নিয়ে যেতে পারেন - তখন যদি দেখা যায় যে আপনি সেটা পারছেন না এবং ডোমেইন বিক্রেতার ইচ্ছায় চলতে হচ্ছে আপনাকে, তাহলে আর কিসের মালিক হলেন আপনি?
শুধু ইউজারনেম আর পাসওয়ার্ড হাতে পেয়ে DNS/MX/A Records বদলানোর ক্ষমতা থাকার অর্থ ডোমেইনের মালিক হওয়া নয়। আপনার ডোমেইনের পূর্ণ মালিকানা আপনার হাতে আছে কি? কয়জন জোর দিয়ে এই দাবী করতে পারবেন?
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
আপনার কথায় ১০০% যুক্তি আছে। আমাদের বাংলাদেশে যারা নিজের ব্লগ চালাই বেশির ভাগেরি নিজের ডোমেইনে কর্তৃত্ব নাই। আমাদের সকলের এই বিষয়টির প্রতি অবশ্যই নজর দেয়া উচিত।