Facebook ছারবেন কেন?!! সবার জানা উচিত

আজ আমি Facebook সন্মন্ধ আলোচনা করব। Facebook এর শর্ত সমুহ যা আমরা কেউ পড়ি না। চলুন সেগুলির দিকে একটু তাকাই।

Facebook আপনার সব তথ্যের মালিক (Section 3.1)
আপনি যদি আপনার Account নিয়মিত আপডেট না করেন বা ভুল তত্থ্য প্রদান করেন তাহলে Facebook যেকোন সময় আপনার Account বন্ধ করে দিতে পারে। (Section 4.6)।

Facebook এর CEO এর আগে আপরাধ করেছেন!!!
আসলে Facebook এর Idea টি আরেক জনের কাছ থাকে চুরি করা!!!
Facebook এর CEO এর আগে আন্যের Accounte চুরি করে ঢুকেছিলেন।

Facebook আপনার Privacy এর ধার ধারে না!!
গত জানুয়ারি মাসে Facebook user এর Privacy সেটিং পরিবর্ত্ন করে। এর কারন হিসেবে Facebook এর Ceo বলেন যে এখন মানুষ খোলামেলা ভাবে সবার সাথে সব কিছু শেয়ার করছে তাই এখন এটি শিথিল করা হল।

বিভিন্ন Business Organzation facebook এর থকে আপনার সন্মন্ধে তথ্য যোগার করে। এর মাধ্যমে তারা তাদের প্রোডাক্টকে প্রমোট করে।

Facebook এর বিভিন্ন Application আপনার Private Data আপনার আজান্তেই সবার সাথে শেয়ার করে!!!

Facebook থকে আপনি কখনই আপনার Account Delet করতে পারবেন না!!

Facebook এ আমরা আনেক সময় দেখি আনেকে তাদের Account Deactivate করে কিন্তু আপনার সব Data কিন্তু থাকেই যায়। Facebook থকে কখনই Account Delet সম্ভব নয়।

তো এর পরের বার যখন ঢুকবেন একটু ভেবে চিন্তে ঢুকেন!

নেট থেকে আপনাদের জন্য শেয়ার করলাম।

Level 0

আমি technojanala। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Facebook থেকে Account Delet করতে আজ পর্যন্ত পারি নাই

    হু আপনি Facebook এর সাথে সরাসরি যোগাযোগ করলে হয়তো মুছতে পারবেন। তবে সস্ভাবনা খুব কম।

    Level 0

    পারবেন………যথেষ্ঠ ধৈর্য্য থাকতে হবে

    @reza123:
    ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা যায়, ক বলসে যে যায় না
    http://www.facebook.com/help/contact.php?show_form=delete_account
    ১৪ দিন সময় লাগে, আর কিছুই না।

Level 0

যত দোষ নন্দ ঘোষ,আসলে নিছিদ্র নিরাপত্তা বলতে পৃথিবীতে কিছু নেই। http://www.gsmbd24.blogspot.com

    এই কথাটা কি Google এর বিরুদ্ধে বলতে পারবেন? Analyst দের মতে Gmail সবচেয়ে secure cloud computing!!!
    দোষ করলে তো মানুষ বলবেই। আপনি আপনার personal Account কেন পুরোপুরি Delet করতে পারবেন না? এই নিয়ে কি কোন যুক্তি দেখাতে পেরবেন? আপনার Personal প্রিয় বা পছন্দ কেনইবা বাইরের marketing company গুলি যানবে। আশাকরি জবাব দিবেন?!

    Level 0

    @ MHB একমত……………………

ভাল তথ্য দিলেন ভাই,আপনাকে ধন্যবাদ।

ফেইসবুক থেক খুব সহজেই একাউন্ট ডিলিট করা যায়। এ লিঙ্কে যান: https://ssl.facebook.com/help/contact.php?show_form=delete_account ……. তাছাড়া, বর্তমান ফেইসবুকের প্রাইভেসিকে আগের চেয়ে অনেক বেশী উন্নত করা হয়েছে। আর ফেইসবুকের প্রাভভেসিটা সম্পূর্ণই নিজের কাছে, আপনি যদি উন্মুক্ত করে দেন দোষতো তাহলে আপনারই। উন্মুক্ত করে না দিলে কখনোই আরেকজনের একাউন্ট থেকে ইনফরমেশন নেয়া সম্ভব না। তাছাড়া, আপনার টিউনটি অনেক ঋনাত্মক সমালোচনার দাবী রাখে। ধন্যবাদ।

    তাঈদ ভাই, আমার জানা মতে ফেসবুকে এ্যাকাউন্ট ডিলিট করা গেলেও আপনার এ্যাকাউন্টের ব্যাকআপ কখনওই ইরেজ করে দেয়া হয় না। আর এর প্রাইভেসী নিয়ে এখনও অনেক বোদ্ধাদের আপত্তি করতে দেখা যায়।

    Level 0

    টিন্টিন ভাইএর সাথে একমত

“”Facebook থকে আপনি কখনই আপনার Account Delet করতে পারবেন না!!””

আপনার সব কথাই মানতে পারলাম কিন্তু উপরক্ত কথা টি মানতে পারলাম না। কারন আমার নিজের Facebook টি আমি Account Delet করেছি। কারন হল Facebook এর রুল গুলো আমার ভালো লাগেনি আমি নিজেও Facebook ব্যবহারে নিষেধ করি। আমি Facebook বিরধী।

খাইসে ! এইখানে দেখি সব ফেসবুক বিরোধী সম্মেলন চলতেছে। লেখকের যদি এতই প্রাইভেসী নিয়া প্রবলেম থাকে তাইলে প্রোফাইলে অতিরিক্ত কিছু না লিখাই ভালো। ঘুম থেকে উইঠা কি করছেন? আপনার কয়টা গার্লফ্রেন্ড আসে। তার নাম ধাম, কিংবা আপনি কি খাইতে ভালোবাসেন, কোন ফিল্ম দেইখা হাসেন বা কান্নাকাটি করেন। এইসব লিখার জন্য ফেসবুক আপনাকে বাধ্য করে না। আমি যেটা বলতে চাইছি তা হলো, ফেসবুক যদি প্রাইভেসি লঙ্ঘন করেই ফেলে, তাতে ফেসবুক কে দোষ না দিয়ে বরং নিজের তথ্য সিমীত আকারে দিন।

Facebook এর CEO এর আগে আপরাধ করেছেন!!!
আসলে Facebook এর Idea টি আরেক জনের কাছ থাকে চুরি করা!!!

– Facebookg এর Idea unique…
কারন হিসেবে আমি বলবো, মাইকেল জুকেরবার্গ এইসব ব্যবসায়িক ব্যাপার একদম বুঝেন না। তারপরও আরেক লোকের Idea নিয়ে এত তরতর করে উঠে গেলেন কিভাবে? যে প্রজেক্ট থেকে তিনি এ ধারনা পান সেই প্রজেক্ট এখনো সফলতা অর্জন করতে পারেনি কেন?

Facebook এর CEO এর আগে আন্যের Account চুরি করে ঢুকেছিলেন।
– নো কমেন্ট!!!

Facebook এর বিভিন্ন Application আপনার Private Data আপনার অজান্তেই সবার সাথে শেয়ার করে!!!
– আংশিক ভুল। কারন কোন Application confirm করতে চাইলে ফেসবুক আপনাকে সাবধান করে দেয় যে, ” এই Application টি আপনার Information নিতে পারে, আপনি কি রাজি?? ”

আমার প্রশ্ন হলো, তাহলে সেটা আপনার অজান্তে হল কি করে?

বিভিন্ন Business Organization facebook এর থকে আপনার সন্মন্ধে তথ্য যোগার করে। এর মাধ্যমে তারা তাদের প্রোডাক্টকে প্রমোট করে।
– এই কাজটা অন্য প্রতিষ্ঠান যেমন Google তথা Gmail ও করে।

Facebook থকে আপনি কখনই আপনার Account Delet করতে পারবেন না!!

Facebook এ আমরা আনেক সময় দেখি আনেকে তাদের Account Deactivate করে কিন্তু আপনার সব Data কিন্তু থাকেই যায়। Facebook থকে কখনই Account Delete সম্ভব নয়।

– এই ব্যপার নিয়া যদি আপনার সন্দেহ থাকে, তবে আপনার যাবতীয় ইনফো, প্রোফাইল ছবি, বন্ধু তালিকা মুছে তারপর Account deactivate করুন। আশা করি এরপরও বলবেন না ফেসবুক আপনার তথ্য অন্য কোথাও প্রকাশ করছে।

আমি ব্যাক্তিগত ভাবে বলবো, আমি সারাজীবন ফেসবুকের কাছে কৃতজ্ঞ থাকবো, কারন ফেসবুক আমার ১৫ বছর বা তারও আগের হারিয়ে যাওয়া বন্ধুদের খুজে দিয়েছে। এখানেই ফেসবুকের সার্থকতা।

    তাইতো তুমি ফেসবুক গুরু ………. কথায় যুক্তি আছে

    Level 0

    যুক্তিযুক্ত জবাব

    আমিও ছাড়তে পারবনা। আমার ফেসবুকে এমন কোন প্রাইভেসী নেই যা লোকজন জানলে সমস্যা হবে।

no more comments against face book!!

Level 0

গুরুদেবের কমেন্ট টা আর এট্টু বড় হইলে একখান টিউন হইত………………….

এখানে কমেন্ট করা যাবে না। দু’পক্ষ থেকেই মার খাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তাই “নো কমেন্ট”!!!
(খাইছে, কমেন্ট তো দেখি করেই ফেলছি 😀 )

    ” এখানে কমেন্ট করিলে ২০০ টাকা জরিমানা ” – এধরনের কোন ঘোষণা তো চোখে পড়ছে না!!!

obosshoi FB account delete kora jay,………k j bole jay na…

http://www.facebook.com/help/contact.php?show_form=delete_account

I also Agree with you Benjaminahmed……….cos ami amar 2 ta account delete korechi Life time ar jonno……………..:)