আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমি আপনাদের এমন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করে দিব, সে ওয়েব সাইট আপনি আপনার ছবিকে রিসাইজ করতে পারবেন বিভিন্ন কাজের জন্য। অনেকেই জানতে চেয়েছে কিভাবে ছবির সাইজ ১০ কিলোবাইট করা যায়? আমি কাজটা ফটোশপে চেষ্টা করেছি কিন্তু ফটোশপে ছবিটার রেজুলেশন তেমন ভালো আসে না পরে নেট সার্চ দিয়ে এই সাইটটা খুঁজে পেলাম যা দিয়ে ছবি ১০ কিলোবাইট করা যায় এবং কি আশর্চ বিষয় ছবির তেমন রেজুলেশন খারাপ আসে না।
তাহলে আসুন সবাই নিয়ম টা শিখে নিই, কাজের সময় কাজে লাগাই।
প্রথমে নিচের লিংক এ ক্লিক করুন।
তাহলে নিচের মত একটি পেজ চালু হবে।
এবার Browse এ ক্লিক করে যে ছবিটা রিসাইজ করতে চান তা দেখিয়ে দিন।
এবার নিচের Width এর ঘরে ২০০ pixels অথবা কম বেশি দিয়ে ট্রাই করুন।
সবশেষ Submit বাটনে এ ক্লিক করুন, Save করে রাখুন।
আর দেখুন আপনার উপরের নিয়মে কাজ করা ছবিটি রিসাইজ হয়ে গেছে ।
আজকের মতো এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভাই onlinr থেকে করতে গেলে অনেক সমাই লাগবে। offline soft দিয়েই তো করা জাই।