ইন্টারনেট স্পিড নিয়ে কিছু কথা ।

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আজ আমি ইন্টারনেট স্পিড নিয়ে কিছু কথা বলব । ইন্টারনেট স্পিড নিয়ে অনেকের অনেক চিন্তা । কিন্তু স্পিড বাড়ানোর আগে কিছু জানার দরকার । কারন সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, মনে করুন ইন্টারনেট হল পানির ট্যাঙ্ক যেখান থেকে অনেকে পানি নেয় অর্থাত্‍ ইন্টারনেট ব্যবহার করেন । ট্যাঙ্কের মেইন সংযোগর পাইপ (তার/মাধ্যম) খুব মোটা কিন্তু আপনার সংযোগর পাইপ খুব সরু ।

এখন ঐ সরু পাইপের সাথে/পরে যতই মোটা পাইপ লাগান , পানি অর্থাত্‍ ইন্টারনেট স্পিড বেশি পাবেন না । আবার মনে করেন না যে , প্রেসারের কারনে বেশি পানি অর্থাত্‍ ইন্টারনেট স্পিড পাবেন । কারন, আপনার ইন্টারনেট সংযোগ/ মডেম/ মোবাইল ফোন/ মাধ্যমে-এর ক্ষমতার লিমিট আছে যার থেকে বেশি কিছু আপনি পাবেন না । আশা করাও উচিত্‍ না ।

2G/3G/4G :
শুধু 2G/2.5G সমর্থিত মোবাইল ফোন/মডেম দিয়ে 3G সুবিধা/ব্যান্ডউইথ/ স্পিড পাবেন না । একইভাবে, 3G সমর্থিত স্মার্ট ফোন/মডেম দিয়ে 4G সুবিধা/ব্যান্ডউইথ/ স্পিড পাবেন না । কিন্তু 3G সমর্থন করে এমন স্মার্ট ফোন/মডেম দিয়ে 2G/2.5G সুবিধা পাবেন । অর্থাত্‍, 3G সমর্থিত স্মার্ট ফোন/মডেম দিয়ে দুটরই (2G/3G) সুবিধা পাবেন ।তেমনি 4G তেও একই ।

Level 0

আমি আমি হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

3G সমর্থন করে এমন মোবাইল ফোন/মডেম দিয়ে 4G সুবিধা/ব্যান্ডউইথ/ স্পিড পাবেন না । কিন্তু 3G সমর্থন করে এমন মোবাইল ফোন/মডেম দিয়ে 2G/2.5G সুবিধা পাবেন, কেন ভাই 3G সুবিধা পাব না 3G সমর্থন করে এমন মোবাইল ফোন/মডেম দিয়ে

অদ্ভুত টিউন 🙁

মাথা ঘুরাই গেছে একদম ! :O

josh

ভাই আমি মনে হয় কম বুঝি,টিউন দেখে মনে হচ্ছে।

পাবো না ঠক আছে কিন্তু কেনো ? আর উপরের তথ্যগুলো কথাই পেলেন ।

গাঁয়ে মানেনা আপনি মোড়ল।

নতুন নতুন ইয়ে উঠলে হারিকেন জালিয়ে দেখার মত টিউন

Level 2

ভালো বলেছেন, তবে আজকালকার পোলাপান এই গুলান ক্যনো যে বুঝেও বোঝে না, তা আমি জানি না।

Level 0

মজা পাইছি, টিউনটি পড়ে নয়, বরং উপরের টিউমেন্টগুলো পড়ে…………………………!!!

Level 0

amirhamza67 ভাই কেন ? কেউ কারো শিক্ষা চুরি করতে পারে না । আপনি মনে করেন না যে, আমি কম জানি বলে আপনিও কম জানেন ।

Level 0

sadrilislam ভাই আমি টিউনে লিখেই দিয়েছি, 3G সমর্থন করে এমন ফোন/মডেম ….. । তারপরে কি আর বলার প্রয়োজন আছে যে, 3G “সমর্থন” করে এমন ফোন/মডেম এ 3G কাজ করবে কি করবে না । টিউন একটু গুরুত্ব দিয়ে পড়ুন ।

ভাই আমি গ্রামীনফোন ইন্টারনেট মডেম ব্যবহার করতেছি ৷ আমার গ্রামীনফোন মডেম এর মডেল MF190 ৷ GP Internet Modem ব্যাবহার করার সময় আমাকে অনেক সময় Account Balance Check করার দরকার হয়। এবং অনেক সময় প্রয়োজনের সময় কল করার দরকার পরে। কিন্তু সমস্যা হল GP মোডেম এর Default সফটওয়ার এর সাথে এই Function গুলা থাকে না। আমাকে সিম খুলে মোবাইলের মাধ্যমে কল করা সহ ইউজেস ও ব্যালান্স জানতে হয়। এটা একটা বিরক্তিকর ব্যাপার। গ্রামীন ফোনের মোডেম ব্যাবহার করে কম্পিউটার থেকে সরাসরি কল করা এবং Account Balance চেক করার জন্য কিছু সফটওয়্যার আছে ও ব্যাবহার করা যায়। কিন্তু সেই সফটওয়্যার দিয়ে MF190 মডেমে কাজ হয় না৷
MF190 মোডেম এর জন্য এই ধরনের কোনও সফটয়্যার আছে কি?
থাকলে দয়া করে জানাবেন অথবা এর জন্য অন্য টিপস দেন………

টিউনটি পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যযোগ (ধন্যবাদ + ধন্যবাদ = ধন্যযোগ) । এই https://www.techtunes.io/antivirus/tune-id/239245 টিউনটি সম্পর্কে আপনাদের মতামত আশা করছি ।