টি.টি. বন্ধুরা, সবাইকে সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। আমরা যারা ইন্টারনেট ইউজ করি, তাদের কম বেশি ইউটিউব দেখা হয়। কখনও কখনও ডাউনলোডও করার প্রয়োজন পড়ে ভিডিওগুলো। আমি ভিডিও ডাউনলোড করতে গিয়ে বেশ সমস্যায় পড়েছিলাম। আর সমস্যার সমাধান খুঁজতে গিয়ে পেয়ে গেলাম একটি দারুন অ্যাডঅন। জাস্ট কয়েক সেকেন্ডে এটি আপনার ব্রাউজারে ইন্সটল করে নিন। ব্যস কেল্লা ফতে! এরপর থেকে পছন্দের যে-কোনো ভিডিও আপনি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন মাত্র এক ক্লিকেই।
তাহলে আর কথা নয়, নিয়ে নিন অ্যাডঅনটি। সরাসরি (https://addons.mozilla.org/en-us/firefox/addon/1-click-youtube-video-download) এই লিঙ্কে ক্লিক করে আপনার ফায়ারফক্স ব্রাউজারে ইন্সটল করে নিন। তাহলে শুরু হয়ে যাক ভিডিও ডাউনলোড... যত খুশি... তত...
আরেকটা কথা বলে রাখি, এই অ্যাডঅনটি মাত্র দু সপ্তাহ আগে রিলিজ হয়েছে। অ্যাডঅনটি ভালো লাগলে আমি যে দুটি সাইটের জন্য কাজ করছি সেই দুটি সাইট দয়া করে ভিজিট করুন। পারলে ফেসবুকে একটা লাইক দেবেন। চাকরি বাঁচান আমার!!! 🙁 মাসে ১০ হাজার টাকা বেতন। চাকরি হারালে ভীষণ বিপদে পড়ে যাবো! আর আমাদের ইউটউব চ্যানেলটাও ভিজিট করার অনুরোধ রইলো।
আমি মৌ ফারজানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি ভালোবাসি। ঘণ্টার পর ঘণ্টা অনলাইনে থাকতে ভালো লাগে। আর রাজনীতি পছন্দ না করলেও পড়ছি রাজনীতি-বিজ্ঞানে। সামনে মাস্টার্স। কন্ট্রিবিউটর হিসেবে সম্প্রতি কাজ শুরু করেছি --- BandhoB.com এবং Uto.la ---এই দুটি সাইটে... সবার সহযোগিতা চাই, সামনে এগিয়ে যেতে চাই...
Nice Tune