SkyTouch net player হ্যাঁ আমার বানানো ছোট্ট একটি সফটওয়্যার, কদিন আগেই এটি নিয়ে একটা টিউন করেছিলাম। আজ একটি নতুন মজার সুবিধা যুক্ত করলাম প্লেয়ারটিতে তাই আবার আপনাদের সাথে শেয়ার করছি। সুবিধাটি হলো এখন থেকে আপনারা SkyTouch net player a গেমও খেলতে পারবেন। আপনারা হয়তো অনেকেই সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করেছে। মজার ব্যপার হচ্ছো তাদের আর নতুন করে ডাউনলোড করার প্রোয়জন নেই, আপনাদের লিস্টে গেম খেলার আপশন যুক্ত হয়েগেছে অটমেটিক। আর যারা এখনও ডাউনলোড করেননি তারা এখান থেকে ডাউনলোড করে নিন
কিভাবে গেম খলবেন ? জানাতে নিচের ছবি গুলো দেখুন
Thanks
আমি আকাশছোঁয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আলাদা একটা টান অনুভব করতাম। বিভিন্ন যন্ত্রপাতি বিশেষকরে ইলেক্ট্রনিক্সের প্রতি ছিলো আলাদা একটা ভালোবাসা। ইলেক্ট্রনিক্সের কোন খেলনা পেলে তা না খুলে দেখা পর্যন্ত মনে শান্তি পেতাম না। কেমন করে কাজ করে এগুলো এই প্রশ্ন ঘুরপাক খেতো মাথায়। বাসার টর্চলাইট থেকে শুরু করে বড়ভাইয়ের ক্যালকুলেটর কোন কিছুই...
চমৎকার সফটওয়্যার। বেশ অনেকদিন আগে নামিয়েছি। নামাতে বা ইনষ্টল করতে কোন ঝামেলা হয়নি। যেদিন নামিয়েছি সেদিন ইন্ডিয়ার এক ইউজারের সাথে চ্যাটও করেছি। নিয়মিত অনলাইন রেডিও শুনছি। আপনাকে মেইলও করেছি। এরই মধ্যে গেমস্ দিয়েছেন। আজ জানলাম। ধন্যবাদ জানাই আপনাকে।