এটাচ না করেই ই-মেইলে ছবি যুক্ত করুন(জিমেইল ব্যবহারকারীরা)

"বিসমিল্লাহির-রাহমানির রহিম"

সবাইকে আবারো আমার টিউনে একবার স্বাগতম। গত টিউনে বলেছিলাম যারা কমেন্ট করেন না তাদের সম্পর্কে বলব তাহলে শুনুন হে নীরব দর্শকেরা(রাগ করবেন না কিন্তু):
১: শুনতে শুনতে মানুষ হয় শ্রোতা
২: বলতে বলতে হয় বক্তা
৩: কিনতে কিনতে হয় ক্রেতা
৪: কিন্তু যারা কথা বলে না তাকে কী বলে আমরা সবাই খুব ভাল করেই জানি তাই আর বললাম না।

আমরা যারা ই-মেইল ব্যবহার করি তারা জানি কোন ছবি কাউকে পাঠাতে হলে ঐ ছবিটি এটাচ করতে হয়। কিন্তু এখন আমি আপনাদের যে টিপসটি দেব এর সাহায্যে আর বাড়তি ভাবে ছবি এটাচ করতে হবে না । আর আপনি যাকে ছবিটি পাঠাবেন তাকেও ডাউনলোড করতে হবে না সে ই-মেইল ওপেন করলেই দেখতে পাবে। এখন কাজের কথায় আসি।
এ জন্য প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢুকে (লগ-ইন) করে Settings থেকে Labs অপশনে ক্লিক করুন। এখান থেকে Inserting Images অপশন Enable করুন এবং সেটিংস সেভ করে বের হয়ে আসুন।
এখন আপনি দেখুন কম্পোজ বক্সে Inserting Images অপশন নামে একটি আইকন চলে এসেছে। এই আইকনে ক্লিক করে পছন্দের কোনো ছবি যোগ করতে পারেন।
মন্দ লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

Level 0

আমি সাইফুর রহমান (হীরক)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

E-mail: [email protected] Personal Blog: www.hirokbd.wordpress.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

really u done a great job.daily amake onek mail korte hoi with pic.now this process saves my time and work quickly.thanks a lot

Level 0

মন্দ লাগেনি…তারপর ও comment করলাম……mind খাইয়েন্না…অবশ্য খাইলেও কিছু করার নাই

তবে ১টা কথা comment এর জন্য এত উতলা হইয়েন্না

    ওওওওও আচ্ছা হমু না।

ঝড় তোলার দরকার নেই পুরানকে দেখ নতুন কর। ধন্যবাদ ভাল টিউন চাই।

thank you very much. i am new at internet. so it is new and important to me. thank you again.

ভাই বলতে পারেন এই টিউনটিতে এত কমেন্ড কেন?

Level 0

Darun post.next a aro valo post korben.Thank you.

১। লক্ষ্য করে দেখুন, সেরা টিউনার নির্বাচন করার ঘোষনা আসার সাথে সাথে রাতারাতি টিউনের কোয়ালিটি অনেকটাই পাল্টে গিয়েছে। টপ কোয়ালিটির টিউন বেড়ে গিয়েছে।
২। আমার জন্য খুব কাজের টিউন। পড়ার সাথে সাথে এপ্লাই করেছি।
৩। আমার ধারণা, এডভান্স টিউনার যারা, তারা অনেক আগে থেকেই এ টিপস্ জানতেন। এ টিউন আরো আগে এলে, ডাউনলোডের অপেক্ষায় অসংখ্য ছবি ইনবক্সে পড়ে থাকতো না?

ধন্যবাদ আপনর সুন্দর টিউনটির জন্য . .. . . . .

ধন্যবাদ । সুন্দর টিউনের জন্য………