আমি টেকটিউন এ একজন নবীন টিউনার। গতকাল টিউন শুরু করেছি। এটা আমার ৩য় টিউন। আমি এবার এস এস সি পরীক্ষা দিয়েছি ১৬/১৭ আমার রেজাল্ট সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি।
যারা বিষয়টি জানেন না তারা হয়তো শুনে অবাকই হচ্ছেন যে ফায়ারফক্স আবার কি ভাবে কথা বলতে পারে? তাহলে এবার বলছি শুনুন। প্রথমে ‘স্পিক ইট’ নামের মাত্র ১০ কিলোবাইট সাইজের অ্যাড অনটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/3552 ইনস্টল করে নিন।
ইনস্টলের করে ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার পছন্দমতো টেক্সট নির্বাচন করে এবং মাউসে ডান ক্লিক দিয়ে পপআপ মেনুর নিচে Say It অপশনে ক্লিক করুন আর দেখুন জাদু ।
নবীন ও ছোট টিউনার হিসাবে ভূল হতেই পারে। ভূল হলে ক্ষমা করবেন। আর একটা কথা ভাল লাগলেও কমেন্ট করার কোন দরকার নেই। কারণ আমরা সবাই কমেন্ট করার ব্যাপারে বেশ কৃপণ। তাই কৃপণ ভাইদের বলছি শুধু পড়ে যান কিন্তু পরের টিউনে আপনাদের জন্য একটা কখা বলব শুনে অখুশী হবেন না নিশ্চয়।
আমি সাইফুর রহমান (হীরক)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
E-mail: [email protected] Personal Blog: www.hirokbd.wordpress.com
নবীন ও ছোট টিউনার হিসাবে ” ভূল ” হতেই পারে। ” ভূল ” হলে ক্ষমা করবেন। ….আপনাদের জন্য একটা ” কখা ” বলব শুনে…
এত ভুল হলে তো সমস্যা , কৃপণ বললেন তাই না লিখে পারলাম না । এবং “This add-on is for older versions of Firefox” যারা ৩.৬.৩ ব্যবহার করছেন তারা এটি ইন্সটল করতে পারবেন না ।
tune টির জন্য ধন্যবাদ ।