প্রিয়তে রাখতে চান টেকটিউনসের পোষ্টগুলো ? আর অনলাইনে যেকোন যায়গা থেকে সেগুলো দেখতে চান ? তবে আপনার জন্যই এ টিউন ...
কাজটা করতে লাগবে একটা ইয়াহু একাউন্ট আর সহজে করার জন্য ব্রাউজারের প্লাগ-ইন ।
প্রথমেই তাইলে এড-অন গুলো ইন্সটল করে নিন এখান থেকেঃ ফায়ারফক্স এড-অন , ক্রোম এক্সটেনশন
ফায়ারফক্সে সুবিধার জন্য নীচের কাজটুকু করতে হবেঃ
ফায়ারফক্সে ইন্সটল করার পর দেখবেন একটা এক্সট্রা বার আর আইকন এসেছে যেগুলোর দরকার নাই । বাদ দিতে Tools -> Delicious Options এ যান ।
যেকোন পেজ বা সাইট আপনি বুকমার্ক করে রাখতে পারেন । সেজন্যে সেজন্য জাষ্ট " Tag " লেখা বাটনটাতে ক্লিক করুন । যদি আপনি লগ-ইন থাকেন তবে ডাইরেক্ট একটা পেজ আসবে যেখানে আপনাকে শুধু Tag দিতে হবে আর সেভ করতে হবে , লগ-ইন না থাকলে লগইন করতে দিবে । আর আপনি যে ট্যাগে সেভ করতে চাচ্ছেন সেটা আগে থেকেই থাকলে তো আরো ভালো , আপনি ট্যাগের একটা ওয়ার্ড লিখলেই বাকিটুকু চলে আসবে 🙂
ফায়ারফক্সে স্ক্রীন-শট দেখুনঃ
ক্রোমের স্ক্রীনশট দেখুনঃ
আপনি যদি সকল বুকমার্ক সাজিয়ে রাখতে চান ( যাতে পরে সহজে পাওয়া যায় ) তাহলে ট্যাগ অবশ্যই একটি ভেবে ব্যবহার করবেন । যেমন সামহোয়্যারের সকল লেখার জন্য আমি "SomewhereinBlog" ট্যাগটা ব্যবহার করি । তেমনই টেকটিউনসের জন্য "Techtunes" , আমাদের প্রযুক্তি ফোরামের জন্য "আমাদের প্রযুক্তি" ...
সাথে আরেকটা সুবিধা হল এটা নেটে থাকার পাশাপাশি আপনার ব্রাউজারেও থেকে গেলো । কিভাবে ? দেখুন Bookmarks এর পাশে Delicious নামে আরেকটা মেন্যু এসেছে । সেখানে Tag এ যান । দেখুন ডেলিসিয়াসে বুকমার্কগুলো ট্যাগের ভেতর দেখাচ্ছে ! আর ব্যাকলিন্ক বাড়ার সুবিধা তো আছেই 🙂
আমি জামাল উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর টিউন। অবশ্যই কাজে লাগবে। চমৎকার এ টিউনটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙂