আপনাদের আজ আমার তৈরি করা ছোট একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব। আসলে এটি তৈরি করেছিলাম নিজের প্রয়োজনেই। ক্রিকেটের স্কোর জানার জন্য ক্রিক ইনফোর সাইট খুলে বসে থাকতে হতো আবার শেয়ার মার্কেটে খবর জানতে সাইটে ওপেন করতে হয় তাই ভাবলাম ছোট একটা সফটওয়্যার বানিয়েনেই।সফটওয়্যারটির বিবরন: PageCut 1.0 (beta) সফটওয়্যারটির সাহায্যে আপনি একটি ওয়েব পেজের নির্দষ্ট অংশ আপনার ডেক্সটপের যেকোন স্থানে দেখাতে পরবেন। এটা হতেপারে ক্রিকেট খেলার স্কোর, শেয়ার মার্কেট আপডেট ইত্যাদি। সফটওয়্যারটি তে যুক্ত করা হয়েছে একটি পেজ ম্যানাজার অপশন যার সাহায্য আপনি একাধিক প্রয়োজনীয় পেজ সেইভ করে রাখতে পরবেন এবং কোন পেজের কোন অংশ ডেক্সটপের কেথায় দেখাবে তাও নির্ধরন করে দিতে পারবেন।
সফটওয়্যারটি খুব অল্প সময়ে তৈরি করা তাই কিছু বাগ থাকতে পারে। আশাকরি আপনাদের সহযোগিতায়া তা সমাধান করতে পারবো।
কিভাবে সফটওয়্যারটি ব্যবহার করবেন:
১. http://www.skytouch-software.com এই ঠিকানা থেকে সফটওয়্যারটি ডাইনলোড করুন
২. ডাইনলোড শেষ হলে সফটওয়্যারটি ইন্সটল করুন
৩. এবার সফটওয়্যারটি রান করুন
নিচের চিত্রের মত কাজ করুন:-
ধন্যবাদ
আমি আকাশছোঁয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আলাদা একটা টান অনুভব করতাম। বিভিন্ন যন্ত্রপাতি বিশেষকরে ইলেক্ট্রনিক্সের প্রতি ছিলো আলাদা একটা ভালোবাসা। ইলেক্ট্রনিক্সের কোন খেলনা পেলে তা না খুলে দেখা পর্যন্ত মনে শান্তি পেতাম না। কেমন করে কাজ করে এগুলো এই প্রশ্ন ঘুরপাক খেতো মাথায়। বাসার টর্চলাইট থেকে শুরু করে বড়ভাইয়ের ক্যালকুলেটর কোন কিছুই...
খুব খুব খুব ভাল টিউন