স্বাগতম আমার টিউন পেজে....
আজ আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো যা দ্বারা আপনি অনলাইনে খুব সহজেই নিজের নাম বা প্রিয় শব্দ দ্বারা তৈরী করতে পারবেন দারুন সব ডিজাইন, লোগো, বাটন ইত্যাদি। আকর্ষনীয় সব ফন্ট পাবেন আপনার ডিজাইনে ব্যবহার করার জন্য। ইচ্ছেমত সাইজ, কালার ব্যবহার করার সুবিধা আছে। এখানে অনেকটা ফটোশপের মত ডিজাইন করতে পারবেন।
> cooltext.com < সাইট'টি তে সবপ্রর্থম প্রবেশ করুন তারপর পছন্দমত ডিজাইন নিবার্চন করুন। পরবর্তীতে আপনার নাম বা প্রিয় শব্দ টাইপ করুন এবং নিজের ইচ্ছেমত ফন্ট ডিজাইন, সাইজ, কালার, ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড, ফাইল ফরমেট নির্বাচন করে নিচ থেকে Render Logo তে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন। পরবর্তীতে দেখতে পাবেন আপনার তৈরী ডিজাইনটি এবং তা ডাউনলোড করে সিপি তে রাখতে পারেন।
সাইট'টি তে ইউনিকোড সাপোর্ট করে তাই বাংলা ইংরেজী উভয় ভাষাতেই কাজ করতে পারবেন। তবে মনে রাখবেন ইউনিকোডে ফন্ট স্টাইল বদলাতে পারবেন না। শুধু ইংরেজীতে ফন্ট স্টাইল নিবার্চন করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে…………… ভালো থাকবেন।
সেই শুভ কামনায়…
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগিলো…………………………..