পিসিতে জিপি ফ্রি ইন্টারনেট ফুল স্পীডে আনলিমিটেড ব্রাউজিং & ডাউনলোডিং……………………….

আসসালামু আলাইকুম ওয়ারাহামাতুল্লাহি ওয়াবারকাতু । আশা করি সকলেই ভাল আছেন।

আজ আপনাদের মাঝে চলে এলাম জিপি এর ফ্রি ইন্টারনেট নিয়ে।রক্তচোষা জিপি আমাদর কিভাবে যে শোষন করছে তা সম্পর্কে আপনারা ভালই জানেন। তো চলুন শুরু করে আজকের টিউন।

প্রথমে নিচের লিন্ক থেকে সফটওয়ার গুলো ডাউনলোড করুন।

1. Proxyfier

2. Reconnect

প্রথমে আপনার জিপি সিমটি নোকিয়া পিসি সুইট অথবা জিপি মডেম দিয়ে পিসিতে কানেক্ট করুন। শুধু  সেটিংস থেকে APN হিসাবে gpmms লিখুন।

Nokia PC Suite থেকে Connect to the Internet এ যান।

এরপর Settings এ ক্লিক করে চিত্রানুযায়ী করুন।

এবার Proxyfier ইনস্টল করে ওপেন করুন। রেজিস্ট্রেশন করার জন্য Key হিসাবে KFZUS-F3JGV-T95Y7-BXGAS-5NHHP দিন।

এবার Proxyfier ওপেন  করে বামদিকে কোনায় Proxy servers এ ক্লিক করুন।

এবার নিচের চিত্রের ন্যয় করুন।

হয়ে গেলে এবার Reconnect সফটওয়ারটা ওপেন করুন। ৩মিনিট পর ডিসকানেক্ট হয়ে গেলে এটি আবার মডেমকে কানেক্ট করে দেবে।

এখন আপনি যে কোনো ব্রাউজার দিয়ে ফুল স্পীডে ব্রাউজ ও ডাউনলোড করতে পারবেন।

এবার চিত্রানুযায়ী IDM কে কনফিগার করুন।

কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো।

ভাল লাগলে প্রিয় টিউনসে যুক্ত করতে ভুলবেন না।

ফেসবুকে আমাকে পাবেন এখানে। 

আমার স্কাইপ আইডি ঃ moin...khulna

Level 0

আমি মঈন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই টিউন টা ডিলেট করেন । জিপি আপু দেখলে মাইন্ড করবে ।

    Level 0

    ভাই আপনি কি মনে করেন, জিপি কি এই সিস্টেম সর্ম্পকে জানে না- অবশ্যই জানে। এর থেকে ভাল হয় সকলে মিলে ব্যবহার করলে। ভাই একটা কথা মনে রাখবেন আপনি ট্রিকসটা জানেন এই জন্য অন্য কাউকে জানাবেন না এটা ঠিক না। জিপি এর অত্যাচার এর শিকার আমরা সকলেই। এজন্য সকলেরই হক আছে ফ্রি ইন্টারনেট ব্যবহার করার। আমার মনে হয় এই ট্রিকসটি আপনিও আমার মতো কোনো টিউনার এর কাছ থেকে পেয়েছেন।

      @মঈন: এই বিষয়ে টিটি তে অনেক পোস্ট হইছে। মিসেই একই পোস্ট বার বার দিয়ে মানুষের সময় নষ্ট করেন আর জিপিকে বার বার মনে হয় সতর্ক করে দিচ্ছেন। জিপি কিন্তু এসব দেখে বসে নেই। পিডি প্রক্সি নিয়ে বেশি আলোড়ন শুরু হওয়ায় কিন্তু বন্দ হয়ে গেছে। এটা এমনি এমনি বন্দ হয়নি জিপি পোর্ট বন্দ করছে। তাই পারলে নিউ ট্রিক জানা থাকলে দেন। একই রকমের পোস্ট বার বার দিয়েন বা কারন জিপি যেকোন সময় বন্দ করে দিতে পারে। আর আপনি যে পোস্টটি দিছেন সেটা কপি পেষ্ট বলব না কিন্তু সেম এই রকম পোস্ট টিটিতে আগেই হইছে । আমি কি বলছি আপনি অবশ্যই বুজতে পারছেন।

        Level 0

        @মাজহারুল ইসলাম: ভাই এই ট্রিক্সটা আমি আমার এক বড় ভাই এর মাধ্যমে শিখছি। টিটিতে আমি এই ধরনের আগে একটা পোষ্ট দেখেছিলাম কিন্তু অনেকেরই অনেক প্রব্লেম ছিলো। আমি কারোও পোষ্ট কপি করিনি। আমি শুধু যারা জানেন না তাদেরকে জানাতে চেয়েছি।

          @মঈন: এর আগে যারা পোস্ট দিয়েছে তাদেরও এই একই সফটওয়্যার নিয়ে পোস্ট ছিল। তাহলে কথাই প্রবলেম হচ্ছিল আমি বুজতে পারছিনা । আর জিপি এম এম এস এই ট্রিক ৬ মাস পেরিয়ে গেছে।

সবাইতো জিপিকে বাশ দেওয়ান পদ্ধতি দেখালেন । এবার রবি বাংলা লিংক টেলিটকের পদ্ধতিটা দেখান। তারা সবাইতো রক্ত চোষা।

    Level 0

    ভাই জিপি সবথেকে বেশী রক্তচোষা এইজন্য জিপি এর উপর সকলের রাগ বেশী। এছারা অন্যদের সিস্টেমটা একটু জটিল & অনেক স্লো ।

      @মঈন: হুম ভাই ঠিক বলেছেন।তবে একথাও ঠিক যে জিপির নেটওয়ার্ক দেশে অন্য যে কোনো অপারেটরের চেয়ে ভালো।

Level New

vai darun tune hoice.apnar mote sobaike janano dorkar ami o tai mone kori.ami apnar lekha ti onno jaygay copy kore aro lok ke janate cai.

    Level 0

    @zadran: আপনাকে অনেক ধন্যবাদ। ভাই নিজেদের কথা চিন্তা না করে অন্যদের ভাগ দিলে অনেক ভালো হবে।

Level 0

“একটা কথা মনে রাখবেন আপনি ট্রিকসটা জানেন এই জন্য অন্য কাউকে জানাবেন না এটা ঠিক না।”
@ মইন
আমার মনে হচ্ছে আপনি সেই ব্যক্তি যে এই ট্রিকসটা সব চেয়ে দেরিতে জেনেছেন 😛

    Level 0

    @gmfarhad: ভাই আমি বাংলালায়ন ইউজ করি। এই ট্রিক্সটা আমি জিপির MMS ডিসকানেক্ট হওয়ার আগে থেকেই জানি। আমি শুধু যারা জানেন না তাদেরকে জানাতে চেয়েছি।

এই নিয়ে টিটিটে অনেক টিউন হয়েছে। কেউ নতুন কোনো নিয়ম জানলে বলেন। জিপি এএম এস বাদে অন্য কোনো নিয়ম কারো জানা থাকলে শেয়ার করুন। আর আমি এইচপি নেটবুকে এই সফটওয়্যারটা ব্যবহার করি। এতে কিছুক্ষন পরপর নেটবুক হ্যাং হয়ে যায় । আমি এ্রর অন্যান্য ভারসন গুলোও ব্যবহার করে দেখেছি তাতেও একই অবস্থা।এর কোনো সমধান করো জানা আছে কি?

    Level 0

    @রাশিকুল: ভাই আপনি পোর্টেবল ভার্সন ইউজ করে দেখতে পারেন। সমাধান না হলে উইন্ডোজ চেন্জ করে দেখতে পারেন।

Level New

ak e jinish bar bar

    Level 0

    @sobujmd: ভাই আপনি যদি ট্রিক্সটি জেনে থাকেন। তাহলে পোষ্টটি Skip করে যান। এটা যারা জানে না তাদের জন্য এবং যাদের সমস্যা আছে তাদের সাহায্য করার জন্য ।

faltu tune………aita to 5 month ager pechal ….notun kisu anun…….

Level 0

ভাই অন্যের টা কপি কনে কেন?
@ মইন

    Level 0

    @najmul13: ভাই আমি কার পোষ্ট কপি করেছি……. যদি অন্য কারও পোষ্টের সাথে আমার পোষ্টের কোন ও অংশ মিলে যায় তাহলে আমি আন্তরিক ভাবে দু:খিত।

কপি হোক আর যাই হোক। কাজ করে নকি ভাই?

    Level 0

    @সুজন: ভাই আপনি ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই কাজ করবে।

ভাই idm এ কিছুক্ষণ পর পর disconnect হওয়ার ফলে কোন কিছু download দিলে download চলা কালিন হঠাৎ করে এই লেখা আসে idm started to download the file using one connection because of data corruption when newly receied
data in serveral connection did not match the same data dowloaded earlier
do you want to read about possible reasons of data corruption তার পর পুনরায় নতুন করে auto download শুরু হয়। তখন অনেক খারাপ লাগে। পারলে কেউ এর সমাধান দিন।।।।।।

    Level 0

    @mister_hasan2: ভাই এরকম দেখালে আপনি ডাউনলোডটা ক্যনসেল করুন। এরপর IDM থেকে ফাইলটার উপর রাইট ক্লিক করে Refresh Download link address এ যান। এরপর OK দিয়ে দেখুন একটি ডায়ালগ বক্স এসেছে যেটি ফাইলটি রিজিউম করার জন্য নতুন লিন্ক এর জন্য ওয়েট করছে । এবার ফাইলটি একই জায়গা থেকে ডাউনলোড করুন। আশা করি এবার রিজিউম হবে। Wish you good luck……..

Level 0

free banglalink diye comment korchi,banglalinke mojai alada no disconnect unlimited 😀 dont worry khub taratari share korbo in shaa Allah
gpmms diya symbian (all verson) unlimited (uc .sis/sisx) use korte chaile amar site dekhte paren
http://www.atikraz.wapka.me/site_1.xhtml 🙂 🙂

বুঝলাম ভাই আপনার সবই ঠিক আছে আই ডি এম এর কনফিগার এর ঝামেলা টা একটা বাড়তি ঝামেলা IDM এ কোন কনফিগার করার দরকার পরে না। আর হচ্ছে use dial up windows এ যে টিক দিয়েছেন এটারও কোন প্রয়োজন নেই।
use dial up windows এ টিক দিলে বার বার আপনার কম্পিউটারে ডায়াল আপ কানেকশন টা দেখাবে
টিক উঠিয়ে দিলে আর দেখাবে না। আর কানেক্ট হতেও কম সময় নেবে।এই ফ্রি এম এম এস কনফিগারেশন এর ফ্রি নেট
কয়েক বছর আগেও একবার ছিলো কিন্তু অনেকেই তখন জানত না।একবার বন্ধ হয়ে যাওয়ার পর আবার আসে । আর এটা আমি অনেক আগে থেকেই ব্যাভার করতেছি।এভাবে চেস্টা করে দেখতে পারেন আপনাদের কাজ করে কিনা।
ধন্যবাদ টিউনটি সুন্দর হয়েছে।
একটু ঘুরে আসতে পারেন http://genareltrickstips.blogspot.com/

    Level 0

    @Shaheen Parvez: ভাই আপনার কথা ঠিক আছে কিন্তু আমি আমার কয়েকজন বন্ধুর একটা সমস্যা দেখেছি যেটা ডায়াল আপ ব্যবহার না করলে ডাউনলোড হয় না। এইজন্য আমি ডায়াল আপ ব্যবহারের পরামর্শ দিয়েছি।

দেখি কাজ হয় কিনা হলে ধন্যবাদ

ভাই IDM এ অত কিছু করা লাগে না ।জাস্ট Dail up/vpn এ গিয়ে প্রথম টিক টা তুলে দিলেই হলো ।

বিস্তারিত ।
http://www.TipsTune.Com

Boss Reconnect Soft a “Error: No Connections Available” Dekai……Reconnect korbo Kivabe??

    Level 0

    @Jajabor2222222: vai reconnect er setting a gie Dial mode a dekhen kon modem select kora ache…..change kore dekhte paren..Dhonnobad

Ey jinista niya 1000 ta tune hoice. ar koto birokto korben?????? apne ki bujhen na 1000 ta tune er por ar kono baktir kace GPMMS trick ta ojana thake kivabe….!!!!!!!!
tune korar age TT te search kore dekhben oi bishoye age tune hoyeche kina. Sobai chay unique lekha. apnar lekha copy/paste na hok but same. Tai unique kichu likhe nijeke somriddho korben……

    @cow boy: @অনিক সরকার: Vai dail mode a dekai na connection

    Level 0

    @অনিক সরকার: ভাই আপনারা ২ থেকে ৩ জন ইউজার এই টিউনটার বিরুদ্ধে কথা বলছেন। আপনি কমেন্টস গুলো চেক করলে দেখতে পারবেন বেশ কিছু ইউজার এ বিষয়ে জানেন না এবং উপকার হয়েছে। আসলে বিষয়টা এমন যে আপনারা চান যে শুধু আপনারা ইউজ করবেন আর অন্য কেউ ইউজ করতে পারবে না। ভাই জিপি অনেক আগেই এই বিষয়ে জানতে পেরেছে, জিপি চাইলেই এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। এই টিউনটা শুধুমাত্র যারা জানেন না তাদের জন্য। আপনারা যারা জানেন তারা পোষ্টটি Skip করে যান।

    আর ভাই আপনি ১০০০ টা টিউন কোথায় পেলেন। আমার জানা মতে টিটি ১ বিষয়ে অনেক গুলো টিউন হলে নিজে থেকেই ডিলেট করে দেয়।

Re Connect software কাজ করতেছে না “connecting device #Error:678” Expert রা উত্তর দিয়েন প্লিজ । বার বার কানেক্ট করতে হয়

Via ADSL ar speed hack koray ki korno tips ase?
http://www.maxppd.com

Level 2

পুরাতন টিপস কেন আবার দিঢয়ছেন? যদি পারেন ডাউনলোড স্পিড বাড়ানোর টিপস দিবেন…

ভাই টিউন টা ভাল হয়েছে ।
কিন্তু ডিলিট করলে আরও ভাল হত !

    Level 0

    @Fbboy হিমু: ভাই শুধু নিজের কথা ভাবলে হবে, অন্যের কথাও একটু ভাবুন। সব টিউনাররা যদি ফ্রি ইন্টারনেট বিষয়ে টিউন করা ছেড়ে দেয় তাহলে আপনাদের মতো অনেক ইউজাররা ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন না। আপনি যেমন আমার মতো অন্য কোনও টিউনার এর কাছ থেকে এই ট্রিকসটা পেয়েছেন, তেমনি অন্যদেরও জানার সুযোগ দিন।

Level 0

পুরাতন টিপস। জিপি এমএমএস বাদে banglalink-এমএমএস/অন্য কোনো নিয়ম কারো জানা থাকলে শেয়ার করুন।

Moin Vai, its working only browsing, not downloading by IDM, pls advice what to do

    Level 0

    @shah_sabbir: ভাই IDM এর অংশ টুকু ভালোভাবে ট্রাই করে আবার চেষ্টা করুন। ইনশাল্লাহ হবে।

Level 0

এটা দেখে নিতে পারেন, আশা করি, আপনারা এটার থেকেও ভালো ফল পাবেন।

http://21virtuallibrarybd.tk/hack-a-day/post-num/178

Level 0

এই বলদ টিউনারটি কি মঙ্গল গ্রহ থেকে পরলো? 😀 এটা জানে না বলে এমন কেও আছে? যত্ত সব ফালতু সময় নষ্ট

    Level 0

    @Ratul007: ভাই আপনারা ২ থেকে ৩ জন ইউজার এই টিউনটার বিরুদ্ধে কথা বলছেন। আপনি কমেন্টস গুলো চেক করলে দেখতে পারবেন বেশ কিছু ইউজার এ বিষয়ে জানেন না এবং উপকার হয়েছে। আসলে বিষয়টা এমন যে আপনারা চান যে শুধু আপনারা ইউজ করবেন আর অন্য কেউ ইউজ করতে পারবে না। ভাই জিপি অনেক আগেই এই বিষয়ে জানতে পেরেছে, জিপি চাইলেই এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। এই টিউনটা শুধুমাত্র যারা জানেন না তাদের জন্য। আপনারা যারা জানেন তারা পোষ্টটি Skip করে যান।

Level 0

রিকানেক্ট সফটওয়ার এ টেলিটক ৩জি মডেম খুজেই পায় না। কানেক্ট করার কোন উপায় থাকলে বলেন।

অনুমতি অথবা কৃতজ্ঞতাবোধ ছাড়া কপি পেস্ট করা থেকে বিরত থাকুন। যদি এর সাথে নতুন কিছু যোগ করতে পারেন তবে সেটা শেয়ার করতে পারেন। ওকে। হ্যাপি ব্লগিং 🙂

    Level 0

    @mango.people: ভাই আমি কার পোষ্ট কপি করেছি……. যদি অন্য কারও পোষ্টের সাথে আমার পোষ্টের কোনও অংশ মিলে যায় তাহলে আমি আন্তরিক ভাবে দু:খিত।

আশাকরি আগামী এক সপ্তাহের মধ্যে এটি বন্ধ হয়ে যাবে। কেননা আজ সকাল থেকে এটি কাজ করতেছেনা। মাঝে মাঝে একটু একটু কানেক্ট হয় । আবার কানেক্ট হলেও ব্রাউজ হয়না।

ভোদার স্পিড……… যারা জীবনে নেট ইউজ করে নাই হ্যাগো লেইগা এই স্পিড…….. প্রায়ই কানেক্ট হলেও ব্রাউজ হয়না।

Level 0

@ Moin@ Vai apnar Tune ta kub Valo lagasa. kintu? “Reconnect“ta kono vabai Downlood korta parlam na. fill khuja pai na. palao IDM ar somosa dakai. ar amar idm ta akhon crass hoya gasa. tai Ai ta Ono vaba aktu upload kora Dela khub upakar hoto. aktu dakban.

Level 0

GPMMS দিয়ে বেশ কিছুদিন থেকে ফ্রি নেট ব্যবহার করছি। কিন্তু গতকাল থেকে MB কাটছে। তাহলে কী gpmms দিয়ে ফ্রী এর দিন শেষ! গতকাল থেকে gpmms আগের মত কানেক্ট হচ্ছে কিন্তু প্রক্সিফায়ার ছাড়ায় ব্রাউজিং হচ্ছে। তবে MBও কাটছে। অবশ্য আগে gpmms দ্বারা কানেক্ট করলে টাস্কবারে কানেকশন চিহ্ণের উপর হলুদ রংএর একপ্রকার চিহ্ণ আসত এখন আসছেনা্ আগেও একবার কানেকশন চিহ্ণের উপর হলুদ রংএর চিহ্ণ না আসায়MB কাটত্। তবে একদিনপরে আবার ঐ হলুদ চিহ্ণ আসায় MB কাটা বন্ধ হয়েছিল্ কিন্তু এবার কাটছে তো কাটছেই। খুবই সমস্যায় আছি। সমাধান চাই সবার কাছে। [email protected]

    @nill99: আমারও প্রবলেম হচ্ছে । এই লোক গুলো নিজেরাও মরে অন্যকেও মারে । এবার চালান ফ্রী নেট !

Level 0

vaia download manezer a user name and pasword hi dibo?

Bhi expert ra koy ki bolta parban android phone a teletalk 3G kamna free use kora jai r walton NX kamna toot korbo plz koy parla akto help korban r jodi karo free shopping card/credit card ba kono bank support lagla call me 01836795898 ami help korbo
tnx

Level 0

but bai jara noika modem use kore ,ora ki vabe chalabe?

vi (P1) package nisi but download speed pai 5-10 vitor ar ki speed barano jaba..

অনেক বাশ দিছেন এই বার পারলে দেন । আমার same অবস্থা । এই ভাই tune টার পর এই অবস্থা । অনেক দিন একটু শান্তিতেম । এখন আবার টাকা ।

ভাই আমি অটো রিকানেক্ট করতে পারতেছি না। প্লিজ হেল্প মি।

Level 0

আরে ভাই রিকানেক্ট এর দর কার কিসে ।কমপিউটার নিজেই অটো কানেক্ট করে নেবে please see the step ……১মে start-control panel-network connections-dial up connection এর cable or bluetooth connection এর উপর ক্লিক করে properties জান তারপর options তারপর উপর এর ৩টি টিক তুলে দিন time between redial attempts 1 second করুন তারপর redial if line is dropped এ টিক দিন।এবার আপনার কমপিউটার ১ second পরপর অটো কানেক্ট নিবে ।

ভাই ৩ মিনিট পর রিকানেক্ট হওয়ার সাথে সাথে http://internet.grameenphone.com/ এই পেইজটি খোলে। এটা বন্ধ করবো কিভাবে বলবেন প্লিজ।

Level 2

vai amar proxfire ta trial , meyad to sesh hoy gese … ekhon ki korbo vai ???? 🙁 🙁

reconnect to kaj korena vai ki korbo amar windows7
64bit

Level 0

Vai ami utorrent download dite partesi na proxy te likha uthe utorrent.exe connection to failed 10.128.1.2. bola valo ami prothombar use korar somoy thik chilo bt pore ultrasurf ar proxyfier portable ta use korar por torrent download hoi na . ami utorrent er proxy thik korsi tarpor o hoina

Level 0

ভাই প্লিজ হেল্প মি…… আমি অনেক দিন ধরে Proxyfiar 2.91 দিয়ে জিপিতে ফ্রী নেট ব্যবহার করছি, কিন্তু গত ২দিন ধরে কোন ওয়েবে ঢুকতে পারছি না। কোন ওয়েবে ঢুকতে গেলে দেখাচ্ছে Bytemobile Dummy Server…… এখন আমি কি করবো ????????????????

Level 0

ভাই আপনি ধন্যবাদ আপনাকে