সবাইকে আমার সালাম জানাই।টেকটিউনসের এই একাউন্ট দিয়ে এটি আমার প্রথম পোস্ট।আমার প্রথম পোস্টে আমি আপনাদের একটি সাইটের লিংক শেয়ার করলাম।এবং সাইটটি আমি নিজে টুইটার বুটস্ট্রাপ দিয়ে তৈরি করেছি।সাইটটি তে তেমন কিছই নেই।শুধুমাতার ৪০০ লিংকের সমন্বয়ে তৈরি এটি একটি আইফ্রেমভিত্তিক সাইট।অর্থা্ৎ আপনি এই সাইটে দেওয়া লিংক গুলো ক্লিক করে এই সাইটের মাধ্যমেই ব্রাউজ করতে পারবেন।এই সাইটের বিশেষত্ব হচ্ছে -আমারা যারা ইন্টারনেট ব্যবহার করি প্রতিদিনই আমরা নিউজ সাইট,ব্লগ সাইট,এডুকেশন সাইট,ম্যাগাজিন সাইট,জব সাইট,ক্লাসিফাইড সাইট এবং পরীহ্মার রেজাল্ট দেখার জন্য বিভিন্ন সাইট ব্রাউজ করি, সে জন্য আমাদের বিভিন্ন লিংক মুখস্থ রাখতে হয় নতুবা গুগলে সার্চ দেই কিন্তু আপনি এই লিংকটি মনে রাখলে একই সাথে ৪০০ লিংক আপনার জানা থাকবে এই ভেবেই আমি আমার ডোমেইন http://dorkar.net এর সাবডোমেইন http://click.dorkar.net দিয়ে একটি সাইট করেছি যাতে আমার এবং আপনাদের সাইট মনে রাখতে যাতে কষ্ট না হয় এবং আমরা অনেকেই সকল নিউজপেপারের খবর জানতে চাই,সকল ব্লগের লেখা গুলো পড়তে চাই,সকল জব সাইট গুলো ব্রাউজ করে চাকরির খবর নেই তাদের জন্য এই সাইটটি উপকারে আসবে আমার মনে হয়। দরকারের সকল প্রয়োজনীয় ওয়েবসাইট ক্লিক করে ভিজিট করুন http://click.dorkar.net/ আর নয় কীবোর্ড চাপাচাপি এবার ক্লিক করে ভিজিট করতে পারবেন বাংলাদেশের সকল নিউজ পোর্টাল,এডুকেশন পোটার্ল,ব্লগ,ম্যাগাজিন এবং ইকমার্স সহ দৈনন্দিন এর গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো।এক সাইটে সব লিংক পাবেন এখানে।আমি এই সাইটের হোমপেজ হিসেবে bdnews24.com দরকারের সকল প্রয়োজনীয় ওয়েবসাইট ক্লিক করে ভিজিট করুন http://click.dorkar.net/ আর নয় কীবোর্ড চাপাচাপি এবার ক্লিক করে ভিজিট করতে পারবেন বাংলাদেশের সকল নিউজ পোর্টাল,এডুকেশন পোটার্ল,ব্লগ,ম্যাগাজিন এবং ইকমার্স সহ দৈনন্দিন এর গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো।এক সাইটে সব লিংক পাবেন এখানে। কে রেখেছি আপনাদের কোন মতামত থাকলে আমাকে জনাতে পারেন আপনাদের পছন্দসেই সাইটকে আমি হোমপেজ দিতে চাই।আমার এই সাইটের কন্টাক্ট আস পেইজটি এখনও তৈরি করিনি আপনারা আপনাদের মতামত এই লিংকের মাধ্যমে জানাতে পারেন http://dorkar.net/contact-us/
ভুল হলে হ্মমা করে দেবেন।
আমি দরকার দরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনসকে হোমপেজ দেন! 😛
সাইটটা সুন্দর হয়েছে।