সকলে আমার সালাম নিবেন । প্রতিদিন আমাদের নানা কাজের জন্য আইপি হাইড করতে হয় । বিশেষ করে হ্যাকিং এর ক্ষেত্রে তো অবশ্যই । এছাড়া কিছু ওয়েবসাইট আছে যেখানে এক আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট খোলা যাই না । সেক্ষেত্রে আইপি হাইড করাটা দরকার হয়ে পড়ে । কথা না বাড়িয়ে কাজে যাই ,
১. এই অ্যাডন্স টি ব্যাবহার করা যাবে মজিলা ও গুগল ক্রম ব্রাউজার এ । প্রথমে http://www.stealthy.co এই সাইট টি টে প্রবেশ করুন ।
২. নিচে Install Stealthy টে ক্লিক করুন । আপনার ব্রাউজার যদি মজিলা হয় । তাহলে মজিলা এর উপর ক্লিক করুন ।
৩. অ্যাডন্স টি ইন্সটল করুন । ব্রাউজার টি রিস্টার্ট করুন । খেয়াল করুন উপরের ডান কনে একটি অ্যারো চিহ্ন বিশিষ্ট খয়েরি কালারের আইকন দেখা যাচ্ছে । এর উপর ক্লিক করুন । ১০ সেকেন্ডের মধ্যেই আইকন টির রঙ সবুজ হয়ে যাবে । যখন আইকন টি সবুজ রঙ ধারন করবে তখন আপনার আইপি লুকানো হয়ে গিয়েছে । এরপর নিরাপদ ভাবে ব্রাউজ করতে থাকুন ।
আপনি ইচ্ছা করলে কোন নির্দিষ্ট দেশের আইপি ব্যাবহার করতে পারবেন । আইকন এর ডান পাশে ক্লিক করে preferences এ ক্লিক করে নিচের শেষ অপশন টি সিলেকট করুন । এবার যে দেশের আইপি নিতে চান , তার প্রথম অক্ষর টি টাইপ করুন যেমন ইন্ডিয়া এর জন্য IN । এভাবে যে কোন দেশের আইপি ব্যাবহার করতে পারবেন ।
এরপর থেকে ব্রাউজার এ ঢুকে যখন আইপি চেঞ্জ করারা দরকার হবে তখন খয়েরি ওই বাটন এ ক্লিক করলেয় হবে । ১০ সেকেন্ডের মধ্যে সবুজ হয়ে যাবে তখন বুঝবেন আইপি হাইড হয়ে গিয়েছে । এই ট্রিক্স টা কাজ করে ভাল ।
আমার ব্লগ দেখার আমন্ত্রন থাকল : http://www.techcd.tk
আমি রুবেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার কাজে লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ। 🙂