আইপি হাইড করে ফেলুন একটা ক্লিকে ১০ সেকেন্ডের মধ্যে

সকলে আমার সালাম নিবেন । প্রতিদিন আমাদের নানা কাজের জন্য আইপি হাইড করতে হয় । বিশেষ করে হ্যাকিং এর ক্ষেত্রে তো অবশ্যই । এছাড়া কিছু ওয়েবসাইট আছে যেখানে এক আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট খোলা যাই না । সেক্ষেত্রে আইপি হাইড করাটা দরকার হয়ে পড়ে । কথা না বাড়িয়ে কাজে যাই ,

১. এই অ্যাডন্স টি ব্যাবহার করা যাবে মজিলা ও গুগল ক্রম ব্রাউজার  এ । প্রথমে http://www.stealthy.co এই সাইট টি টে প্রবেশ করুন ।

২. নিচে Install Stealthy টে ক্লিক করুন । আপনার ব্রাউজার যদি মজিলা হয় । তাহলে মজিলা এর উপর ক্লিক করুন ।

৩. অ্যাডন্স টি ইন্সটল করুন । ব্রাউজার টি রিস্টার্ট করুন । খেয়াল করুন উপরের ডান কনে একটি অ্যারো চিহ্ন বিশিষ্ট খয়েরি কালারের আইকন দেখা যাচ্ছে । এর উপর ক্লিক করুন । ১০ সেকেন্ডের মধ্যেই আইকন টির রঙ সবুজ হয়ে যাবে । যখন আইকন টি সবুজ রঙ ধারন করবে তখন আপনার আইপি লুকানো হয়ে গিয়েছে । এরপর নিরাপদ ভাবে ব্রাউজ করতে থাকুন ।

আপনি ইচ্ছা করলে কোন নির্দিষ্ট দেশের আইপি ব্যাবহার করতে পারবেন । আইকন এর ডান পাশে ক্লিক করে preferences এ ক্লিক করে নিচের শেষ অপশন টি সিলেকট করুন । এবার যে দেশের আইপি নিতে চান , তার প্রথম অক্ষর টি টাইপ করুন যেমন ইন্ডিয়া এর জন্য IN । এভাবে যে কোন দেশের আইপি ব্যাবহার করতে পারবেন ।

এরপর থেকে ব্রাউজার এ ঢুকে যখন আইপি চেঞ্জ করারা দরকার হবে তখন খয়েরি ওই বাটন এ ক্লিক করলেয় হবে । ১০ সেকেন্ডের মধ্যে সবুজ হয়ে যাবে  তখন বুঝবেন আইপি হাইড হয়ে গিয়েছে । এই ট্রিক্স টা কাজ করে ভাল ।

আমার ব্লগ দেখার আমন্ত্রন থাকল : http://www.techcd.tk

Level 0

আমি রুবেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কাজে লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ। 🙂

Thanks it’s Useful

ভাল লাগল ধন্নবাদ

Its works my pc nicely. Thanks a lot.
Free movies newest and lasted http://freedirectmoviezdownload.blogspot.com/

Level 0

ধন্যাবাদে আমার হাড় কিপটেমি আছে, তবুও কষ্ট করে হলেও দিলাম।
Thanks.

Level 0

থ্যাঙ্কস, বাট ধরে ফেলে তো। http://www.whatismyip.com/

Level 2

tor browser use koren.
http://malekbd.blogspot.com/

Level 0

vai IP Hide korar por theke google play kaj kortese na… ki korte pari?

nice post. password মনে রাখার সহজ উপায় দেখে নিন
এখানে http://www.itsegment.net/2965

break password in windows7 without any
changes . http://www.itsegment.net/373

download paid android apps free http://www.itsegment.net/688

Level 0

nice trick

Level 0

ভাই চরম কাজের জিনিস ! ১০০০০০০০০০০০০০০০০০০ থাঙ্কস টু ইউ!! 😛

User name and password চায় যেকোন সাইট ভিসিট করতে গেলে। আর ওয়ার্নিং আসে Please provide your credentials for Stealthy PRO.
সমাধান দিন প্লীজ।

আর এইটার ফ্রী ভার্সন খুবই স্লো…… স্পীড নাই বললেই চলে।

premium অ্যাকাউন্ট free তে use করার কোন সিস্টেম থাকলে জানান।