mail.com সম্বন্ধে যারা জানেন তাদের পড়ার দরকার নাই।

আমি জানিনা mail.com সম্বন্ধে এর আগে টিউন করা হয়েছে কিনা ?

তবুও আমি করলামঃ

এটি এমন একটা মেইল প্রোভাইডার যার মাধ্যমে আপনি আপনার পছন্দের ডোমেইন টা ব্যবহার করতে পারবেন, যেমনঃ

আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন তাহলে আপনি [email protected] ব্যবহার করতে পারেন, অনুরুপ ভাবে  আপনি যদি ডাক্তার হন তাহলে [email protected] ব্যবহার করতে পারেন।

এই রকম অসংখ্য ডোমেইন নাম আছে এখানে। আজি আপনি আপনার প্রোফেশন অনুযায়ী একটি মেইল একাউন্ট খুলে নিন। একটা জিনিস মনে রাখবেন যতো তাড়াতাড়ি খুলবেন তত তাড়াতাড়ি আপনার আসল নামের মেইল একাউন্ট টা পাবেন। যেমনঃ আপনার নাম যদি হয় সাকিল তাহলে আপনি [email protected] টা পাবেন, তা না হলে পরে sakil123, sakil555 এই ধরনের ইউজার নেম ব্যবহার করা লাগবে।

টিউনটি খারাপ লাগলে বলবেন মুছে ফেলব।

Level 0

আমি নেওয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 278 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাহ্‌ নেওয়াজ পাভেল, সাধারণ একজন মানুষ!যা জানি তা নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু জানার যে আগ্রহ তাই নিয়ে সন্তুষ্ট। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(বিএসসি ৩য় বর্ষ)বিভাগে পড়াশোনা করছি। বর্তমানে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ 😀

থ্যাঙ্কস। ট্রাই করছি।

    আপনাকেও ধন্যবাদ। করেন

অনেক আগে একবার ট্রাই করেছিলাম।তখন অর্ধেক রাস্তা পার হয়ে দেখি পেইড।যাক।এখন তাহলে ফ্রি।কিন্তু এখন তো অনেকগুলা হয়ে গেছে! 🙁 আর এ্যাকাউন্ট খুললে maintain করতে পারব না।

    আপনার হবি বা প্রফেশন অনুযায়ী খুলেন।
    আমার মনে হয় আপনি পারবেন….

ধন্যবাদ ভাল টিউন।

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় এটি আমার প্রথম সার্থক টিউন। দোয়া করবেন ভবিষ্যতে যেন আরও ভালো ভালো টিউন করতে পারি।

ফেক…… ফেক……ফেক……

শাকিল নামেরটা কি নিছেন? মানে টিউনে শাকিল@….com দিছেন তো তাই বললাম।

ধন্যবাদ। এমন কুন ইমেইল provider জানা আছে যেখানে খুব সহজে মেইল id খুলা যাই।

আমি নিয়া নিছি…ধন্যবাদ