# বিরক্তিকর অ্যাড থেকে চিরমুক্তি নিন; সেই সাথে ওয়েবপেজ লোডিংএর সময় এবং মেগাবাইট বাচান…!

অনেকদিনপর লিখতে বসলাম। মাথায় অনেক কিছু ঘুরেবেড়ায়। কিন্তু সময় করে উঠতে পারি না বিধায় লেখা হয় না।  ইনশাল্লাহ এবার থেকে নিয়মিত লিখব।

আজ অ্যাড নিয়ে কিছু কথা বলব। টাইটেল দেখে হয়ত অনেকে বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তাদেরকে বুঝিয়ে বলছি। আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি তখন হয়ত এমন হয় আপনার পেজটি লোড হতে একটু দেরি করে। ইউটিউবে কোন ভিডিও দেখার সময় অযথা একটা ভিডিও অ্যাড ৫-১০ সেকেন্ড সময় অপচয় করার পর আসল ভিডিও আসে। এছাড়া বিভিন্ন ওয়েবপেজজুড়ে নানান আজেবাজে অ্যাড এসে হাজির হয়। টরেন্টের সাইটগুলোতে ঢুকলেই অনেক অ্যাডাল্ট ইমেজ সম্বলিত অ্যাড আসে। মা-বাবা, বড় ভাই বা সিনিয়র কেউ দেখলে না বুঝে আপনাকে হয়ত খারাপ ভাবতে পারে। যদিও এটা আপনার অনিচ্ছাকৃত। এতে যেমন আপনার বাহ্যিক ইমেজ নষ্ট হচ্ছে, অন্যদিকে আপনার সময়ও অপচয় হচ্ছে। কারন অ্যাড লোড হতে তো একটু বেশি সময় লাগবেই। শুধু তাই নয় আপনার মেগাবাইটও কিন্তু অপচয় হয়। কারন, আডগুলো আকর্ষনীয় করার জন্য বিভিন্ন ইফেক্ট ও স্টাইল ব্যবহার করা হয় যা একটা ওয়েব পেজের চেয়ে অনেক বেশি মেগাবাইট কাটে।

এবার চলুন কিভাবে এসব বিরক্তিকর অ্যাড থেকে চিরমুক্তি পাওয়া যায় তা দেখি।

মজিলা ফায়ারফক্স(Mozilla Firefox) ব্যবহারকারীদের জন্যঃ

  • মজিলা ফায়ারফক্সের Tools মেনুতে গিয়ে Adons এ যান। অথবা Ctrl+shift+A চাপুন।।
  • তারপর Extensions সাবমেনুতে ক্লিক করুন।
  • এবার উপরে Search এর ঘরে “AdBlock” লিখে এন্টার চাপুন। নিচের ছবির মত...

  • অনেক গুলো রেজাল্ট আসবে। এর মধ্য থেকে Adblock Plus 2.3.2  অথবা Adblock Edge 2.0.4 এর যেকোন একটা  ইন্সটল করে নিন (আমি দুটোই ব্যবহার করেছি। দুটোই ভালো কাজ করে ) এবং মজিলা রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন।

অথবা;

গুগল ক্রোম (Google chrome) ব্যবহারকারীদের জন্যঃ

মজিলার অ্যাডঅনসটি Google Chrome তে সাপর্ট করে না। তাতে কি হয়েছে! ক্রোমেও রয়েছে শক্তিশালী এডনস যা দিয়ে অ্যাড এর গুষ্টিকে তাড়াতে পারবেন। অ্যাডঅনসটি ইন্সটল করতে আপনাকে যা যা করতে হবেঃ

  • গুগলে Chrome Adons Adblock লিখে সার্চ দেন। প্রথম সার্চ রেজাল্টের প্রথম লিংকে ক্লিক করুন। কনফিউশন থাকলে নিচের লিংকে চলে যান... https://chrome.google.com/webstore/detail/adblock/gighmmpiobklfepjocnamgkkbiglidom?hl=en
  • উল্লেখ্য যে, ক্রমের অ্যাডঅনসটি তে একটি হাতের চিহ্ন থাকবে। নিচের ছবির মত।

  • এবার “Added to chrome” এ ক্লিক করে ইন্সটল করে নিন।

এবার নিজেই পরখ করে দেখুন আগের চেয়ে দ্রুত পেজ লোড হয় কিনা।

আজ এই পর্যন্তই। আমার লেখার দ্বারা আপনাদের সামান্যতম উপকার হলেই আমার সার্থকতা। আগামিতে যেন আরো ভালো কিছু নিয়ে আস্তে পারি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।

ফেসবুকে আমিঃ https://www.facebook.com/mahabubrajj

Level 0

আমি Mahabub Rajj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello World! I am here for learnig..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাজের জিনিস

Level 0

আমিতো ক্রোমে ADP use করি।