ইন্টারনেটে প্রতিনিয়ত আমরা অজস্র সাইটে ঘোরাঘুরি করছি । নানা সময় নানা ওয়েবপেজ আমাদের সেভ করে রাখার দরকার হয় হয় । আর সেভ করে রাখার ক্ষেত্রে পিডিএফ একটা জনপ্রিয় ফরম্যাট । কিন্তু সমস্যা হল কী , অধিকাংশ পিডিএফ কনভার্টার হয় হুবুহু পেজটা সেভ করতে পারে না ( CSS টা বাদ দিয়ে দেয় ) নতুবা বাংলা আসে না । তার উপর সফটওয়্যার ইন্সটলের ঝামেলা তো আছেই !
আজ এই টিউনটিতে আপনাদের জানাচ্ছি একদম সহজ একটা উপায় । এখানে আমি শুধুমাত্র একটা বুকমার্কলেট ব্যবহার করেছি ।
javascript:pdf_url=location.href;location.href='http://pdfmyurl.com?url='+escape(pdf_url)
টেকটিউনসে জাভা-স্ক্রীপ্ট অফ করা তাই সরাসরি দিতে পারলাম না !
তো আমার এই টিউনটাকেই না হয় প্রথম পিডিএফ হিসাবে সেভ করুন 🙂
অভ্রের পাশে আমরা আছি সবসময় ।
আমি জামাল উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভালো টিউন। অবশ্যই কাজে লাগবে। আশা রাখি এখন থেকে আপনি নিয়মিত টিউন করবেন।