বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো।আজ আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করতে বসলাম। আপনারা সবাই নিশ্চয়ই বিভিন্ন স্যোশাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাস, স্টাম্বলাপন, ডিগ, হাইফাইভ ইত্যাদির সঙ্গে পরিচিত। ইন্টারনেট গুরু আমেরিকার লোকজন এসব সাইটের যে কি পরিমাণ ভক্ত তা কি আপনারা কল্পনা করতে পারেন? হয় তো পারেন, হয়তো পারেন না। যা-ই হোক, কল্পনা করার দরকার নেই। আসুন জেনে নিই, সেখানকার প্রকৃত অবস্থা। সম্প্রতি আমেরিকার The Pew Research Center তাদের Internet & American Life Project শীর্ষক একটি গবেষণায় দেখিয়েছে, দেশটির মোট ইন্টারনেট ব্যবহারকারী শতকরা ৭২ ভাগ লোক স্যোশাল নেটওয়ার্কিং সাইটের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে। তারা এ বিষয়ে ২০০৫ সাল থেকে গবেষণা চালিয়ে আসছে।
মজার বিষয় হলো, দেশটিতে কেবল তরুণ-তরুণীরাই নয়, বৃদ্ধরা এমনকি ৬৫ বছরের বেশি লোকজনের মধ্যেও স্যোশাল মিডিয়া ব্যবহারের প্রবণতা বেড়েছে। ২০০৯ সালে তা যেখানে ছিলো মাত্র ১৩ শতাংশ এখন তা সেখানে ৪৩ শতাংশ! এ বিষয়ে বিস্তারিত জানতে এই (http://www.pewinternet.org/Reports/2013/social-networking-sites.aspx) লিঙ্কে যেতে পারেন।
আর টুইটার ব্যবহারকারীদের ৩০ শতাংশের বয়সই ১৮ থেকে ২৯-এর মধ্যে। The Pew Research Center-এর পক্ষে Princeton Survey Research Associates International গত ১৭ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত টেলিফোনে নেওয়া সাক্ষাতকারের মাধ্যমে এ তথ্য-উপাত্তে উপনীত হয়। ১৮ বছরের ওপরে বয়স এমন ২২৫২ জনের ওপর গবেষণা চালায় তারা। আসুন দেখি গবেষণার বিষয়ে তারা কী বলেছে---
‘Telephone interviews were conducted in English and Spanish by landline (1,125) and cell phone (1,127, including 571 without a landline phone). For results based on the total sample, one can say with 95% confidence that the error attributable to sampling is plus or minus 2.3 percentage points. For results based on Internet users (n=1,895), the margin of sampling error is plus or minus 2.5 percentage points.’
তো বন্ধুরা, আশা করি ইন্টারনেট-গুরু আমেরিকার স্যোশাল মিডিয়ার সাম্প্রতিক অবস্থা সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। পোস্টটি ভালো লাগলে ঘুরে আসতে পারেন এই সাইটে।
আমি moniazadi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
The Daily Bhorer Kagoj Position: Staff Reporter (From 1st February 2011 to till now) www.BartaBangla.com Position: Editor-in-Chief (From 1st February 2012 to till now) http://www.allmedialink.com/ Position: Editor The Daily Azadi The Daily Azadi is a well-circulated and reputed local daily of Chittagong. It is considered as ‘A-Grade’ newspaper, which has...