“হালাল গুগলিং” – মুসলমানদের জন্য

বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীদের কথা বিবেচনা করে চালু হয়েছে নতুন একটি সার্চ ইঞ্জিন। নতুন এ সার্চ ইঞ্জিনের প্রতি আগ্রহী হয়ে উঠবে বলে মনে করেন বিশ্লেষকরা। সার্চ ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠানের বিবৃতিতে জানানো হয়, শীর্ষ দুই সার্চ ইঞ্জিন গুগল ও মাইক্রোসফটের বিংয়ের সেবার সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে। ফলে এ সার্চ ইঞ্জিনের মাধ্যমে একজন ব্যবহারকারী দুটি সার্চ ইঞ্জিনের প্রায় সব সেবাই নিতে পারবেন। তবে ইসলামী শরিয়াহ নিষিদ্ধ কোনো তথ্য দেখাবে না হালালগুগলিং।

এ সার্চ ইঞ্জিনে বিশেষ ফিল্টার ব্যবহার করা হয়েছে। এ ফিল্টারই ইসলামের দৃষ্টিতে হারাম (অবৈধ) বিভিন্ন তথ্য দেখানো থেকে বিরত রাখবে। আর নতুন এই সার্চ ইঞ্জিন চালু হওয়ার মধ্য দিয়ে পাকিস্তানের ইন্টারনেটের ইতিহাসে নতুন অধ্যায়ের জন্ম হলো। কথা উঠেছে তারা সার্চ ইঞ্জিনে সফল হলে ইউটিউবের মতো আরও বড় কিছু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনলাইনে সংস্করণ করবে।   http://halalgoogling.com -

See more at: http://onlinebd.org

Level 0

আমি Flex-bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বেধর্মিদের হাতে তৈরি কোন জিনিস(যেমনঃ iPhone) ব্যাবহার করা কি হারাম??

ঈদ মোবারক! আল্ হামদুলিল্লাহ!! খুবই কাজের একটি পোস্ট করেছেন। এটি আমার খুবই কাজে আসবে। আল্লাহ ভবিষ্যতে আপনাকে আরও সুন্দর শরীয়তসম্মত টিউন করার তওফিক দান করুন। (আমিন!)

ধন্যবাদ ভাই একটা ভালো পোস্ট করেছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রোতিদান দিন।

@iTpoka: না ভাই সুধু iPhone কেন কনো অমুসলিম কম্পানির Gadget ব্যবহার করা হারাম না, যতখন পর্যন্ত তা ইসলাম বিরধি কিছু থাকে। ধরুন একটা ছুরি, আপনি মানুষ মারতে পারেন, আবার ফল অ কাটতে পারেন।
ধন্যবাদ। peace mobile দেখতে পারেন। বর্তমনে সর্বচ্চো ইসলামিক ফোন। ভিসিট: http://www.peaceammunition.com/

Level 0

ভালোই লাগলো এটা দেখে। আজ থেকেই এটা ইউজ করা শুরু করব ইনশাআল্লাহ।

sudor post ……….thank u.

Level 0

!!Jajakallah!!

Level 2

আলহামদুলিল্লাহ। সকলের প্রতি আমার অনুরোধ আমরা যেন এটা ব্যবহার শুরু করি। এর দ্বারা আমাদের ছেলে মেয়েরা উপকৃত হবে বলে আমি আশা করি। ধন্যবাদ টিউনারকে।