এই টিউনে যা বলেছি তা অনেকেই হয়ত জানেন। এর পরও যারা জানেননা তাদের জন্য বলছি। মাইক্রোসফটই দিচ্ছে ফ্রী ২৫ গীগাবাইট যায়গা। যাদের হটমেইল আইডি আছে তারা কোনোরকমের সাইনাপের ঝামেলা ছাড়াই এই সার্ভিস ব্যবহার করতে পারবেন। এতে তিনটি পদ্ধতিতে ফাইল রাখতে পারবেন।
তা হলঃ
(১) নিজেস্ব,
(২) শেয়ার,
(৩) পাবলিক।
এর জন্য http://www.skydrive.com এ লগইন করুন।
আসা করি টিউনটি আপনাদের কাজে লাগবে।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanx kaga lagba