ফ্রীতে নেট করা ছাড়ুন আর কম খরচে নিশ্চিন্তে নেট করুন। [২য় পর্ব]
আমার এই টিউনটা পড়ার আগে আমার আগের টিউনটা – [ ফ্রীতে নেট করা ছাড়ুন আর কম খরচে নিশ্চিন্তে নেট করুন। ] পড়ে আসুন। এবং অবশ্যই কমেন্টসগুলো পড়বেন কারণ এই টিউনটা আগের টিউনেরই ২য় পর্ব
আমার আগের টিউনের উপর এত কমেন্টস পড়ে উৎসাহিত হয়ে ২য় পর্ব লেখার প্রয়োজন অনুভব করলাম।
আমি আগেই একটা কথা পরিস্কার করে বলতে চাই যে আমি সত্যিই কোন নেট কোম্পানির দালাল অর্থাৎ সেলস ম্যান/এজেন্ট নই। আপনারা এটা বিশ্বাস করতে না চাইলে কিছু করার নেই কারণ এটাই ১০০% সত্যি। আর যদি আমার কাছে প্রমাণ চান তাহলে একটু পরে সেটা দিচ্ছি।
এখন প্রশ্ন হল তাহলে আমি ফ্রী নেটের বিরুদ্ধে কেন বলছি? এতে আমার কি স্বার্থ আছে? আমি এটা বলতে চাই যে টিউনারের নীতিমালা আমি জানি আর সেটা হলো টিউনার নিজের স্বার্থের কথা ভেবে টিউন করবে না সে ভিজিটরের স্বার্থের কথা ভেবে টিউন করবে নাহলে টিউন করার মূল উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে।
ওরে ব্যাটা এতো দেখি জ্ঞান পাপী। না... আপনারা যাই ভাবুন আমি আগের টিউনটা আপনাদের স্বার্থের কথা ভেবেই লিখেছিলাম এবং আজকের টিউনটাও আপনাদের স্বার্থের কথা ভেবেই লিখছি।
লাউ ঠ্যালা, ফ্রী নেট বন্ধ করলে আমাদের কি লাভ হবে? আরে... সেটা বলার জন্যইতো আজকের টিউন।
ফ্রী নেটকারিদের একটা অভিযোগ নেট কোম্পানিগুলো রেট বেশি নেয় আর পরিষেবা কম দেয় তাই তারা ফ্রী নেট করার এই রাস্তা বেছে নিয়েছে।
অনেক বছর আগে ভারতে টেলি কমিউনিকেশনে এক সময় একটাই সরকারী কোম্পানি ছিল যার এখনকার নাম BSNL, যারা মনোপলি ব্যবসা করত। তাদের বিরুদ্ধে মোটামুটি একই রকম অভিযোগ ছিল। আমরা দেখলাম ফোনের ফ্রী কলের সংখ্যা কমাতে থাকল,ধীরে ধীরে রেন্টাল বাড়াতে থাকল আর পরিষেবা খারাপ থেকে খারাপ হতে থাকল কিন্তু এর কোন প্রতিকার হল না আর কোম্পানির কর্মীদের মাহিনা যে হারে বাড়তেই থাকল যাতে সরকারের আর লোকসান মিটিয়ে কোম্পানি চালানো সম্ভব ছিল না আর এরই মধ্যে টেলি কমিউনিকেশন জগতে এসে গেল মোবাইল বিপ্লব যাতে বিভিন্ন বেসরকারী দেশী ও বিদেশী কোম্পানির মাধ্যমে এর সামাল দেওয়া ছাড়া কোন উপায় ছিল না তার মূল কারণটা ছিল পুঁজি যেটা মেটানো সরকারের একার পক্ষে একেবারেই অসম্ভব। আর এতেই হয়ে গেল কেল্লা ফতে। আমরা দেখলাম ধীরে ধীরে ফোন করার খরচ কমতে থাকল আর পরিষেবা বাড়তেই থাকল তবে শুরুতে অনেক দিন ধরে মোবাইলে ফোনের খরচ খুবই বেশী ছিল যা ছিল সাধারণের নাগালের বাইরে।
আপনারা কি বুঝলেন এটা কেন হল? কারণ প্রতিযোগিতা, বিভিন্ন কোম্পানির মধ্যে। যেকোনো কোম্পানির শুরুতে খরচ বেশী থাকে আর তখন কাস্টমারও বেশী থাকে না তারপর যখন ধীরে ধীরে কাস্টমার বেড়ে যায় তখন সে অন্য কোম্পানির বেড়ে যাওয়া কাস্টমার নিজের কোম্পানিতে টানার জন্য আর নতুন কাস্টমার বাড়ানোর জন্য রেট কমাতে শুরু করে।
আমি এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যদি কাস্টমার না বাড়ে তাহলে রেট কমবে কিভাবে?, প্রতিযোগিতা বাড়বে কিভাবে? আপনারা অনেকে বলছেন কোম্পানিগুলো সব এখান থেকে চলে যায় তো যাক। তাহলে ভারতে BSNL মনোপলির জন্য যে অবস্থা করে ছিল আপনাদের অবস্থাও একই হবে। তাছাড়া ভেবে দেখুন এই কোম্পানিগুলোর দাড়া দেশে যাদের কর্মসংস্থান হয়েছিল তারা বেকার হয়ে পড়বে আর এই কোম্পানিগুলোর কাজের দাড়া দেশের যে কোম্পানিগুলো ব্যাবসা করছিল তাদের ব্যাবসা বন্ধ হয়ে যাবে আর তাতেও বহু লোক বেকার হয়ে পড়বে। আর সামগ্রিকভাবে টেলি কমিউনিকেশনের উন্নতি না হলে সমগ্র দেশের উন্নতি ব্যাহত হবে।
কেউ কেউ লিখেছেন টিউনার আমাদের নেটের বাড়তি খরচ দিয়ে দিক তাহলে আমরা আর ফ্রী নেট আর করব না। যে খরচ সামাল দেবার ক্ষমতা কোন একটা দেশের সরকারের হয় না তা আমি একা কিভাবে মেটাবো। এই পুঁজির অভাবের জন্যইতো ভারতে ও বাংলাদেশে বিভিন্ন দেশী ও বিদেশী কোম্পানিগুলোর মাধ্যমে টেলি কমিউনিকেশনের উন্নতি ঘটানো হচ্ছে। আপনারা যদি সরকারকে সহযোগিতা না করেন তাহলে দেশে তাড়াতাড়ি টেলি কমিউনিকেশনের উন্নতি ঘটবে কিভাবে?
আমি জানি, যেভাবে আমাকে আক্রমন করে কমেন্টস করা হয়েছে তা শুধু ফ্রি নেট করার জন্য নয়। এইসব ফ্রী নেটকারীদের নিয়ে রীতিমত ব্যাবসা ফেদে বসেছেন যাতে ফ্রী নেটকারীরা বুঝতেই পারছেন না তারা এদের ব্যাবসায় আয় বাড়াচ্ছেন আর মহাকবি কালিদাসের মত নিজে যেই ডালে বসে আছেন সেই ডালই কাটছেন। কেউ যদি শুধু ফ্রী নেট করার জন্য ফ্রী নেট করতো তাহলে সে এতো ঢাক ঢোল পিটিয়ে লোককে বলে বেড়াতো না কারণ সে ভাবতো এটা কোম্পানিগুলোর কানে চলে গেলে তারা টেকনিকাল ভুলটা সারিয়ে ফেলার চেষ্টা করবে।
আমি এটা ভালই জানি আমার এই লেখার পড়ে ফ্রী নেট করা সবাই ছেড়ে দেবে না আর যে চক্র ব্যাবসা ফেদে বসেছেন তারা আমার উপর আক্রমণও বন্ধ করবে না আর তাদের ফায়দার জন্য তারা অনেক সাফাইও গাইবেন। তবু সত্যিটা সবার জানা দরকার। তাতে কেউ কেউ যদি ফ্রী নেট করা থেকে বিরত থাকে আর যারা দ্বিধা করছিলেন ফ্রী নেট করবেন কিনা তাদের অনেকেরই সেই দ্বিধা কেটে যাবে আর তারা ফ্রী নেট করার চেষ্টা আর করবেন না। আর তাতে যদি এই দেশের টেলি কমিউনিকেশনের তাড়াতড়ি উন্নতি ঘটে তাহলে আমার এই লেখা সার্থক মনে করবো।
এবার আসি আমি দালাল অর্থাৎ সেলস ম্যান/এজেন্ট কিনা তার প্রমানের ব্যাপারে। আমি একজন ভারতীয় আমার যদি দালাল অর্থাৎ সেলস ম্যান/এজেন্ট হওয়ার দরকার পরে তবে তা আমি ভারতেরই হতে পারি, বাংলাদেশের নেট কোম্পানিগুলোর দালাল অর্থাৎ সেলস ম্যান/এজেন্ট হতে যাব কেন? যেকোনো ব্যাবসায় দালাল অর্থাৎ সেলস ম্যান/এজেন্ট থাকে সেরকম নেট কোম্পানিগুলোরও আছে, তাতে দোষ কোথায়? এই দেশের নাগরিক থেকে যদি কেউ কর্মসংস্থানের জন্য নেট কোম্পানিগুলোর দালাল অর্থাৎ সেলস ম্যান/এজেন্ট হয় তাহলে ফ্রী নেট করে তাদের পেটে লাথি মারলে তারাতো বলবেই। তাতে তাদের বলায় দোষ কোথায়?
শেষে বলি এই টিউনের কোন ৩য় পর্ব প্রকাশ হবে না। আমি এবার সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে লিখব। আপনারদের শুভবুদ্ধি উদয় হোক এই কামনা করে শেষ করলাম।
আমি WRITER BUDDHA। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 234 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বেশি জ্ঞান দেবেন না দাদা । জ্ঞান দিতে হল ফেসবুক বা অন্য জয়গায় দিন । বেঙ্গলিদের এটাই সমস্যা জ্ঞান দিতে ওস্তাদ ।