ফ্রীতে নেট করা ছাড়ুন আর কম খরচে নিশ্চিন্তে নেট করুন। [২য় পর্ব]

  ফ্রীতে নেট করা ছাড়ুন আর কম খরচে নিশ্চিন্তে নেট করুন। [২য় পর্ব]

আমার এই টিউনটা পড়ার আগে আমার আগের টিউনটা – [ ফ্রীতে নেট করা ছাড়ুন আর কম খরচে নিশ্চিন্তে নেট করুন। ] পড়ে আসুন। এবং অবশ্যই কমেন্টসগুলো পড়বেন কারণ এই টিউনটা আগের টিউনেরই ২য় পর্ব

আমার আগের টিউনের উপর এত কমেন্টস পড়ে উৎসাহিত হয়ে ২য় পর্ব লেখার প্রয়োজন অনুভব করলাম।

আমি আগেই একটা কথা পরিস্কার করে বলতে চাই যে আমি সত্যিই কোন নেট কোম্পানির দালাল অর্থাৎ সেলস ম্যান/এজেন্ট নই। আপনারা এটা বিশ্বাস করতে না চাইলে কিছু করার নেই কারণ এটাই ১০০% সত্যি। আর যদি আমার কাছে প্রমাণ চান তাহলে একটু পরে সেটা দিচ্ছি।

এখন প্রশ্ন হল তাহলে আমি ফ্রী নেটের বিরুদ্ধে কেন বলছি? এতে আমার কি স্বার্থ আছে? আমি এটা বলতে চাই যে টিউনারের নীতিমালা আমি জানি আর সেটা হলো টিউনার নিজের স্বার্থের কথা ভেবে টিউন করবে না সে ভিজিটরের স্বার্থের কথা ভেবে টিউন করবে নাহলে টিউন করার মূল উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে।

ওরে ব্যাটা এতো দেখি জ্ঞান পাপী। না... আপনারা যাই ভাবুন আমি আগের টিউনটা আপনাদের স্বার্থের কথা ভেবেই  লিখেছিলাম এবং আজকের টিউনটাও আপনাদের স্বার্থের কথা ভেবেই লিখছি।

লাউ ঠ্যালা, ফ্রী নেট বন্ধ করলে আমাদের কি লাভ হবে? আরে... সেটা বলার জন্যইতো আজকের টিউন।

ফ্রী নেটকারিদের একটা অভিযোগ নেট কোম্পানিগুলো রেট বেশি নেয় আর পরিষেবা কম দেয় তাই তারা ফ্রী নেট করার এই রাস্তা বেছে নিয়েছে।

অনেক বছর আগে ভারতে টেলি কমিউনিকেশনে এক সময় একটাই সরকারী কোম্পানি ছিল যার এখনকার নাম BSNL, যারা মনোপলি ব্যবসা করত। তাদের বিরুদ্ধে মোটামুটি একই রকম অভিযোগ ছিল। আমরা দেখলাম ফোনের ফ্রী কলের সংখ্যা কমাতে থাকল,ধীরে ধীরে রেন্টাল বাড়াতে থাকল আর পরিষেবা খারাপ থেকে খারাপ হতে থাকল কিন্তু এর কোন প্রতিকার হল না আর কোম্পানির কর্মীদের মাহিনা যে হারে বাড়তেই থাকল যাতে সরকারের আর লোকসান মিটিয়ে কোম্পানি চালানো সম্ভব ছিল না আর এরই মধ্যে টেলি কমিউনিকেশন জগতে এসে গেল মোবাইল বিপ্লব যাতে বিভিন্ন বেসরকারী দেশী ও বিদেশী কোম্পানির মাধ্যমে এর সামাল দেওয়া ছাড়া কোন উপায় ছিল না তার মূল কারণটা ছিল পুঁজি যেটা মেটানো সরকারের একার পক্ষে একেবারেই অসম্ভব। আর এতেই হয়ে গেল কেল্লা ফতে। আমরা দেখলাম ধীরে ধীরে ফোন করার খরচ কমতে থাকল আর পরিষেবা বাড়তেই থাকল তবে শুরুতে অনেক দিন ধরে মোবাইলে ফোনের খরচ খুবই বেশী ছিল যা ছিল সাধারণের নাগালের বাইরে।

আপনারা কি বুঝলেন এটা কেন হল? কারণ প্রতিযোগিতা, বিভিন্ন কোম্পানির মধ্যে। যেকোনো কোম্পানির শুরুতে খরচ বেশী থাকে আর তখন কাস্টমারও বেশী থাকে না তারপর যখন ধীরে ধীরে কাস্টমার বেড়ে যায় তখন সে অন্য কোম্পানির বেড়ে যাওয়া কাস্টমার নিজের কোম্পানিতে টানার জন্য আর নতুন কাস্টমার বাড়ানোর জন্য রেট কমাতে শুরু করে।

আমি এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যদি কাস্টমার না বাড়ে তাহলে রেট কমবে কিভাবে?, প্রতিযোগিতা বাড়বে কিভাবে? আপনারা অনেকে বলছেন কোম্পানিগুলো সব এখান থেকে চলে যায় তো যাক। তাহলে ভারতে BSNL মনোপলির জন্য যে অবস্থা করে ছিল আপনাদের অবস্থাও একই হবে। তাছাড়া ভেবে দেখুন এই কোম্পানিগুলোর দাড়া দেশে যাদের কর্মসংস্থান হয়েছিল তারা বেকার হয়ে পড়বে আর এই কোম্পানিগুলোর কাজের দাড়া দেশের যে কোম্পানিগুলো ব্যাবসা করছিল তাদের ব্যাবসা বন্ধ হয়ে যাবে আর তাতেও বহু লোক বেকার হয়ে পড়বে। আর সামগ্রিকভাবে টেলি কমিউনিকেশনের উন্নতি না হলে সমগ্র দেশের উন্নতি ব্যাহত হবে।

কেউ কেউ লিখেছেন টিউনার আমাদের নেটের বাড়তি খরচ দিয়ে দিক তাহলে আমরা আর ফ্রী নেট আর করব না। যে খরচ সামাল দেবার ক্ষমতা কোন একটা দেশের সরকারের হয় না তা আমি একা কিভাবে মেটাবো। এই পুঁজির অভাবের জন্যইতো ভারতে ও বাংলাদেশে বিভিন্ন দেশী ও বিদেশী কোম্পানিগুলোর মাধ্যমে টেলি কমিউনিকেশনের উন্নতি ঘটানো হচ্ছে। আপনারা যদি সরকারকে সহযোগিতা না করেন তাহলে দেশে তাড়াতাড়ি টেলি কমিউনিকেশনের উন্নতি ঘটবে কিভাবে?

আমি জানি, যেভাবে আমাকে আক্রমন করে কমেন্টস করা হয়েছে তা শুধু ফ্রি নেট করার জন্য নয়। এইসব ফ্রী নেটকারীদের নিয়ে রীতিমত ব্যাবসা ফেদে বসেছেন যাতে ফ্রী  নেটকারীরা বুঝতেই পারছেন না তারা এদের ব্যাবসায় আয় বাড়াচ্ছেন আর মহাকবি কালিদাসের মত নিজে যেই ডালে বসে আছেন সেই ডালই কাটছেন। কেউ যদি শুধু ফ্রী নেট করার জন্য ফ্রী নেট করতো তাহলে সে এতো ঢাক ঢোল পিটিয়ে লোককে বলে বেড়াতো না কারণ সে ভাবতো এটা কোম্পানিগুলোর কানে চলে গেলে তারা টেকনিকাল ভুলটা সারিয়ে ফেলার চেষ্টা করবে।

আমি এটা ভালই জানি আমার এই লেখার পড়ে ফ্রী নেট করা সবাই ছেড়ে দেবে না আর যে চক্র ব্যাবসা ফেদে বসেছেন তারা আমার উপর আক্রমণও বন্ধ করবে না আর তাদের ফায়দার জন্য তারা অনেক সাফাইও গাইবেন। তবু সত্যিটা সবার জানা দরকার। তাতে কেউ কেউ যদি ফ্রী নেট করা থেকে বিরত থাকে আর যারা দ্বিধা করছিলেন ফ্রী নেট করবেন কিনা তাদের অনেকেরই সেই দ্বিধা কেটে যাবে আর তারা ফ্রী নেট করার চেষ্টা আর করবেন না। আর তাতে যদি এই দেশের টেলি কমিউনিকেশনের তাড়াতড়ি উন্নতি ঘটে তাহলে আমার এই লেখা সার্থক মনে করবো।

এবার আসি আমি দালাল অর্থাৎ সেলস ম্যান/এজেন্ট কিনা তার প্রমানের ব্যাপারে। আমি একজন ভারতীয় আমার যদি দালাল অর্থাৎ সেলস ম্যান/এজেন্ট হওয়ার দরকার পরে তবে তা আমি ভারতেরই হতে পারি, বাংলাদেশের নেট কোম্পানিগুলোর দালাল অর্থাৎ সেলস ম্যান/এজেন্ট হতে যাব কেন? যেকোনো ব্যাবসায় দালাল অর্থাৎ সেলস ম্যান/এজেন্ট থাকে সেরকম নেট কোম্পানিগুলোরও আছে, তাতে দোষ কোথায়? এই দেশের নাগরিক থেকে যদি কেউ কর্মসংস্থানের জন্য নেট কোম্পানিগুলোর দালাল অর্থাৎ সেলস ম্যান/এজেন্ট হয় তাহলে ফ্রী নেট করে তাদের পেটে লাথি মারলে তারাতো বলবেই। তাতে তাদের বলায় দোষ কোথায়?

শেষে বলি এই টিউনের কোন ৩য় পর্ব প্রকাশ হবে না। আমি এবার সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে লিখব। আপনারদের শুভবুদ্ধি উদয় হোক এই কামনা করে শেষ করলাম।

Level 0

আমি WRITER BUDDHA। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 234 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

বেশি জ্ঞান দেবেন না দাদা । জ্ঞান দিতে হল ফেসবুক বা অন্য জয়গায় দিন । বেঙ্গলিদের এটাই সমস্যা জ্ঞান দিতে ওস্তাদ ।

Level 0

যুক্তিসহকারে ভালো কথা বলেছেন। কিন্তু কথাগুলো কাজে লাগবে না। আপনি দালাল না আপনি আলালের ঘরের দুলাল।

Level 2

সত্যি বলেছেন , কিছু লোক ব্যাবসা করছে এসব নিয়ে, গত ২ বছর আগে থেকে আমি নেটওয়ার্ক টানেলিং করে ফ্রি নেট ইউস করতেসি। কই আমি তো যেচে কারোরে ফ্রি ইউস করার কৌশল শিখাই নাই! আর ফ্রি ইউস করা নেট দিয়া সব রকম নেটওয়ার্কিং প্রয়োগ সম্ভব হয় না, (টরেন্ট, আপলোডিং) । ফ্রি নেট এর ট্রিক শেয়ার সাইট গুলাতেন তুমুল বিজ্ঞাপন সার্ভ করা হয়। ডাইরেক্ট ইন্টারনেট এর যে সুবিধা ফ্রী তে আপনি তা পাবেন না।

Level New

Weldone

Level 0

দাদা আপনার জ্ঞান আপনার কাছেই রাখেন.. আমার মনে হয় এইখানে যারা আছে তারা সবাই বুঝে কি করলে কি হবে.. আপনার জ্ঞানের প্রয়োজন নাই… বাঁ তো আপনি খাননাই তাই বুঝবেন কি করে… আগে বাঁশ খেয়েছি এখন দিচ্ছি… আপনি যদি বাঁশ খেতে চান তাহলে সবাইকে নেট ব্যবহারের টাকা দিয়ে তারপর জ্ঞান দিয়েন।

Level 0

আসলে আপ ফ্রি নেট করতে পারছেন না তো তাই এত্তো কথা বলছেন। আপনি ভবিষ্যতে ভাল একজন দালাল হতে পারবেন। জিপির অফিসে গিয়ে আপনার এই টিউন দেখালেই ওরা আপনারে ভালই একটা জব দিতে পারবে!!!

Level 0

হা হা হা হা হা হা হা হা হা (মাইরাহালা) লগ ইন না করে পারলাম না, ফ্রী নেট করা আবার কি জিনিস , নেট আবার করে ক্যামনে , বাংলা কি পারেন নাকি ,আর আপনি কি পাগল ????????????????

    Level 0

    @Riyad: ঠিক বলছেন ভাই , ওই শালা একটা ছাগল

      @neel333: ভাই আপনি ওকে হালা বললেন আইটাতে হালা গালি টার অসম্মান হইল। ছাগল এর অ অসম্মান হইল।

    @Riyad: ভাই বুজেন না পাগল না হইলে ইন্ডিয়ান কুত্তা বাংলাদেশ এ আইসা জ্ঞান দিব কেন!!!!!!!!

Level New

এ ধরনের কথা শুধু GP দালাল ছাড়া অন্য কেউ বলে না……

Level New

ভাই আপনি এ কথাগুলো ইন্দিয়াতে বলেন …বহাত ফায়দা হবে…

Level 0

বাবারে এত বড় দালাল কই খেকে আবিষ্কার হইল ……….

Level 0

Bangladesher nodite amader tk die bridge baniye nijeder faida lutben abar bolben apnara dui banglar setu bondhon korte chas? Ascha toder ki lojja hoina? Eshob pechal nijer deshe mar

    @zulfi: আরে ভাই অগো মত জানয়ার গো লজ্জা আসে কি না এইটা আবার বলা লাগে। এইটা আপ্নে অ জানেন আমিও জানি।

Level 0

ওই দালাল তুই আবার আসছিস? কাল এত কথা বললাম তাও লজ্জা হয় নাই ? এইবার তোর গালি খাওয়ার সময় হইছে ।

Level 0

দাদার আসলে আতে ঘা লেগেছে। জিপির বাঁশ তিনি মেনে নিতে পেরেছেন। কিন্তু তার নিজের দেশের কোম্পানী এয়ারটেল কে বাঁশ দেয়া হচ্ছে, তা তিনি কিভাবে মেনে নেবেন। তাইত তিনি ছুটে এলেন টেক টিউন্সে লেখার জন্য।

Level 0

দাদা আপনি ভারত এর বাসিন্দা জানলে আগেই একটা গালি দিতাম । হারমজাদা ইন্ডিয়ান হিংসা হচ্ছে তাইনা? তোরা কুত্তার বাচ্চারা সুধু বাংলাদেশ এর বাশ দিতে জানিস । তোদের পরিচয় তোদের BSF আর ফারাক্কা বাঁধ এর মাধ্যমে তোরা দিয়েছিস।

    @neel333: ঠিক কইসেন ভাই হালা ইন্ডিয়ান কয় কি।

আরে বেটা তোগো অনেক ইন্ডিয়ান পোলাপাইন আসে যারা airtel,docomo,uninor etc etc hack কইরা চালায়। অগো রে জ্ঞান দে গা যা। ইন্ডিয়ান হইয়া বাংলাদেশ এর কি বুজবি তরা। তুই এই কমিউনিটি তে জয়েন করসস ভালো কথা। ইন্ডিয়ান ইন্ডিয়ান এর মত থাক। এইটা আমাগো দেশ আমরাই জানি কি করতে হইব তোগো মত মাথা মোটা গো থেকে জ্ঞান লাগব না। আর আমাগো বাংলাদেশ এ কিছু বেশি বুঝইন্না লোক আসে যারা তর কথায় হাত তালি দিব।

Level 0

“আমার আগের টিউনের উপর এত কমেন্টস পড়ে উৎসাহিত হয়ে ২য় পর্ব লেখার প্রয়োজন অনুভব করলাম।”
Uuuleeebabale manus gali shune utshahito hoy aita ami first dekhlam.

Apnar 1st part a akta tips diyechelam. 2nd part ao akta tips dae.
Apnar aisob faltu জ্ঞান apnar family member/Elakar choto polapan der sathe share koren, tahole ora apnake pondit vaba suru korbe.

বাংলাদেশ সরকার আমাদেরকে ঠকিয়ে ইন্ডিয়াতে বেন্ডউইথ দেবে বলে ঘোষণা দিয়েছে । এমনিতে আমাদের নেট এর যা অবস্থা কোনো রকমে চলে । আর যদি আরো বেন্ডউইথ ইন্ডিয়াতে দিয়ে দেয় আমাদের কি অবস্থায় থাকতে হবে একবার ভাবুন । আর ঐ শালা আমাদের বেন্ডউইথ নিয়ে নিজেরা ভালভাবে নেট ইউজ করবার জন্য দালালী করতে এসেছে । শালা ইন্ডিয়ান হারামীর বাচ্চা । জীবনে মানুষ হইলি না । ভাল ভাল কথা শুনাইয়া বাংলাদেশীদের হুগা মারবার আইসো । এই হইল ভাল কথার অন্তরালে তোদের আসল চেহারা । আজকের টিউনে পরিষ্কার হইল তোর আসল উদ্দেশ্য কি – আমাদেরকে উপদেশ না বাঁশ ?

আগের টিউনে শালায় পাঠকদের এত ধোলাই খেয়েছে যে ভাবলাম এ বিষয়ে আর কিছু বলবেনা । শালারা নির্লজ্জ , নিজেদের লাভের জন্য সব কিছু করতে পারে ।

Level 0

Uni mone hoy sorkari chamcha. Ministar ra koti koti taka mera diteche tele khat theke ar uni bolteche help korun sorkerke, jate ministarra aro bashi taka mare dita pare. Soto shob bangali chamcha.

Level 0

অন্যের বাশ ঠেকাতে গিয়ে নিজে এইভাবে বাশ নিলেন, তাওও আবার কুন্চি সহ ।

Level 0

দালাল। 😛 😛 :/

*********শালা আসলেই একটা আহাম্মক। Indian বাঙালি তো, তাই বুঝে কম। নিজেরি তো জ্ঞানের অভাব।*********
********************************************************************************************************************
********************************************************************************************************************

আমি মনে করি Techtunes বাংলাদেশের সম্পদ। এই খানে ভিন দেশির আগমন মোটেই ফল প্রশু নয়।
******************************************************************************************************

Level 0

শালা শুধু দালাল ই না বেহায়া / নি:লজ্জ

আমার কেমন জানি মনে হচ্ছে উনি ফ্রী নেট ইউজ করে এই পোষ্টটা করেছেন

আমার মনে হয় আমরা ফ্রী ব্যাবহার করছি বলে আপানার কষ্ট হচ্ছে তাই এই টিউনগুলা এত গালি খাওয়ার পরো করছেন।আবার আমার এটাও সন্দেহ হচ্ছে আপনি বাংলাদেশি কেও একজন ফেক আইডি খুলে এই টিউন গুলা করছেন।চুপ চাপ কমেন্ট গুলো পরছেন কিন্তু কোন জবাব দিচ্ছেন না।আপনি যদি একজন ভারতীয় বাঙালী হয়ে থাকেন তাহলে কেনইবা বাংলাদেশের ইন্টারনেট দিয়ে নাক গলাতে আসছেন।আপনার টিউন দেখেই বোঝা যাচ্ছে আপনি বেহায়া, নি:লজ্,দালাল।

৩য় পত্র লেখার মত উৎসাহ পেয়ে গেছেন আশা করছি। দাদার দাদাগিরি সব জায়গায় চলে না মি, দাদা। নিজের দেশে গিয়া মর।

Level 0

খাইছে আমারে ,এতো কথা পান কোথা থেকে মনে হয় ভালো গল্প লিখতে পারবেন , ভাই শুরু করে দেন আর নাম দেন ”দালালীর ১০ উপায়” হা হা হা ……..

@rrahul , @gmfarhad , @omi97 , @JOYANTA , @Zahid , @itrasel , @Riyad , @neel333 , @ismail sharoar , @nil.akash , @ushan , @zulfi ,
@MBT2000 , @ushan , @saif24X7 , @Sadeque Ahammed , @fata2013 , @sislsm , @shohan33 , @AB ,@ ..::’’’শওকত ওসমান’’’::.. , @আবির ,
@এ এম আরাফাত হায়দার , @Md Al-amin Khan , @najmul13

আপনাদের কমেন্টসগুলো ধৈর্যসহকারে ও যত্নসহকারে পড়লাম। আর পড়ার পর আমি যা বলতে চাইঃ-

১) আমি আমার টিউনে যেটা পরিস্কার করে লিখেছিলাম যে তারা আমার উপর আক্রমণ বন্ধ করবে না সেটাই সত্যি প্রমানিত হলো।
২) যারা আক্রমন করলেন তারা আমার টিউনটা পুরোটা না পরেই/বুঝেই তাড়াহুড়ো করে কমেন্টস করে বসলেন।
৩) আক্রমণকারীরা আমার যুক্তিগুলো খণ্ডন করতে পারলেন না।
8) আমার টিউনের ভিজিটরের সংখ্যা আর আক্রমণকারীর সংখ্যা আকাশ পাতাল তফাৎ।
৫) আক্রমণকারীরা দু চারটে গালাগালি দিয়ে ভাবলেন তারা জিতে গেছেন, কিন্তু জিততে গেলে চাই কঠোর পরিশ্রম,সততা আর অসাম্প্রদায়িক মন।
৬) কেউ কেউ ভুলভাল উপদেশ দিয়ে বসলেন যার কোন মাথা মুণ্ডু নেই।
৭) আমাকে যারা দালাল বলেছেন তাদের উত্তর আমার টিউনেই দেওয়া আছে তাই আর দিলাম না।
৮) যারা আমার কথা সমর্থন করে কমেন্ট করেছেন তাদের ধন্যবাদ।
৯) বিদেশী নামে যাদের আপত্তি তাদের বলি কম্পিউটার ও ইন্টারনেটের জনক বিদেশী আর আবিস্কার হয় বিদেশে। এটা জানার পর তারা কি আজকে থেকে কম্পিউটার ও ইন্টারনেট করা ছেড়ে দেবেন।
১০) আক্রমণকারীদের বলি যে ডালে বসে আছেন সেই ডাল কাটা এবার বন্ধ করুণ নাহলে পড়ে গিয়ে আপনাদেরই হাত পা ভাঙবে, আমার ভাঙবে না।

এই টিউনের এটাই আমার প্রথম ও শেষ কমেন্ট কারণ এবার আমি অন্য বিষয় নিয়ে ভাবতে চাই।

    Level 0

    @writerbuddha: ১। পাগলের কথায় প্রতিবাদ হবেই, এইটা স্বাভাবিক না? (বাংলাদেশিরা প্রতিবাদি, তদের মত ছাগু না।)
    ২। আমাদের কি ইন্ডিয়ান পাইসস? আমরা না জেনে কথা বলি না।
    ৩। ভিত্তি হীন যুক্তি যে খণ্ডাতে হয় না তাও জানস না?
    ৪। ২ লাইন পড়ে সবাই পালাইসে। এইটা তর বেরথতা।
    ৫। ইন্ডিয়ান দের এই ৩ গুন থাকলে হিন্দি সিরিয়াল সেই কবে বন্ধ হয়ে যেত।
    ৬। একমত (এরাও হয়তো ইন্ডিয়ান)
    ৭। তুই এয়ারটেল এর দালাল। হালার হালা।
    ৮। এরাও হয়তো ইন্ডিয়ান।
    ৯। একমত (এরাও হয়তো ইন্ডিয়ান)
    ১০। ইন্ডিয়ান বাংলা সিরিয়াল যারা বানায় তারা আমাদের জ্ঞান দেয়!!!! হালা, তর লজ্জা করে না ?

Level 0

শেষ লাইন টা যেন মনে থাকে।

১৫শ কর্মীর চাকরি যাবে এই দুহাই দিয়ে ১৫ কোটি মানুষের ক্ষতি করতে তো দিতে পারি না ।

১৩ টাকায় ১ গিঘা কিনে ৩০০ টাকায় বিক্রি করে , আর আপনি বাংলাদেশিদের মনোপলি শিখান?

আপনারা ভারতীও বাঙালি দের জন্য আমরা নিজেদের বাঙালি পরিচয় না দিয়ে বাংলাদেশি পরিচয় দেই। আপনারাদের বুদ্দি কতটুকু তা আপনাদের সিরিয়াল গুলো দেখলেই বুঝা যায়। পরকিয়া যাদের জন্য দুধ-বাত তারা টিউন না করলে খুশি হবো। আপনাদের কাছে বাসের সমার্থক শব্দ “ধর্ষণ” ।

এত গুলো কথা বলতাম না, বললাম যখন দেখলাম তুই ভারতীও । নিজেরা তো কিছু পারবি না তাই আমাদের টেকটিউনস এ আইসন না? জাইনা রাকিস এইটা দুনিয়ার ১২ নাম্বার ব্লগ ! আমাদের জ্ঞান দিবার আসিছ না।

আরেক টা কথা, পাকি রা আমাদের সাথে ১৭ বছর অ থাকতে পারে নাই আর তুমরা (কলকাতা) আজীবন ভারত এর সাথেই থাকতে হবে । আমাদের জ্ঞান না দিয়া এই মাত্র জন্ম হওয়া কাউকে জ্ঞান বিলা…

    @tahmim: ভাই পুরা ফাটাইয়া দিসেন। আমি বুজলাম না অয় থাকে ইন্ডিয়ায় অর বাংলাদেশ এর নেট নিয়া মাথা বেথা উৎসে কেন।

ব্যাটা টিউন করবি ভাল কোন ব্যাপার নিয়া কর? ফাজলামি করবার আইছস।

@ tahmim ভাই , ধন্যবাদ আপনার ফাটাফাটি কমেন্টের জন্য । আমি আপনার কমেন্টের একটি লাইন নিয়া (১৩ টাকায় ১ গিঘা কিনে ৩০০ টাকায় বিক্রি করে) টিউনার writerbuddha কে একটি প্রশ্ন রাখতে চাই । মিঃ writerbuddha আপনি আপনার টিউনে ফ্রী নেট না করার জন্য আপ্রাণ চেষ্টা করে যথেষ্ঠ যুক্তি দিয়েছেন। আপনি কি ভাবছেন আমাদের বিবেক মরে গেছে ? হয়তো আপনার বিবেচনায় আমরা বিবেকহীন । তাহলে আপনি বলুন ১৩ টাকায় (ধরে নিলাম ২০ টাকায় ১ জিবি) ১ জিবি কনে ৩০০ টাকায় (ভেট সহ ৩৪৫ টাকায়) বিক্রি করে কোন বিবেচনায়/যুক্তিতে । আপনি কি পারবেন এ বিষয়ে কোনো যুঁৎসই যুক্তি দিতে ? এটা কি শোষণ/জুলুম নয় ? আপনি তো এ জলুমের বিষয়ে কিছু না বরং বলে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন । এখানে আপনার বিবেক কোথায় ? (আমাদের টা তো মেরেই ফেলেছে)
আর আপনি বলেছেন কম খরচে নেট ব্যবহার করার কথা । How ? ১৩ টাকার জিনিস ৩০০ শত টাকায় কিনে ব্যবহার করা কি কম খরচ ? এ কম খরচের বিষয়ে ও তো কিছু বলেন নাই । সবাই ফ্রীতে ব্যবহার করলে একটা কোম্পানীর কি হয় আমরাও জানি । আমরা এও জানি লাভের গুড় পিপড়ায় খেলে কি হয় । আমাদের বিবেক এখনো মারা যায় নি ভাই সাহেব । এ টা আমাদের একটা নিরব প্রতিবাদ মাত্র ।ধন্যবাদ ।

ও হ্যাঁ , আরেকটি কথা বলে রাখি ভাই writerbuddha , আর যাই হোক আপনি ভবিষ্যৎবাণীতে সফল । যার সফলতা আপনার টিউনের কমেন্টের প্রতি লাইনে লাইনে দেখা যাচ্ছে ।হা হা হা ……………। যেখানে আপনার ভবিদর্শণ এত ভাল সেখানে কি জেনে শুনে কি এমন টিউন কেউ করে ? ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে যদি নিজেকে বাঁচাতে না পারেন তাহলে অপরকে বাঁচাতে বা উপকার করতে পারবেন কি করে ?

Level 0

Ami pc te gpmms die free net chalaitesi but 3 minit por por disconnect hoy.. amar reconnect software ase bt oira diye non-resumable file gula download hoy na ar browsing eo problem hoy…. So Apnader moddhe jodi keu amon kono trick janen jeta te 3 minit por por disconnect hoy na..tahole amake plz janan……Thanks in Advance 🙂

এটাতো দেখছি ভদ্র দালাল। ব্যাটা টাকা কামাই করে খরচ করে দেখ !! ৩৪৫ টাকায় ১ জিবি কিনতে কেমন লাগে। নীতি কথা শুনাতে আইছে। জিপি কী তোর …… লাগে নাকী???