টিউনাররা সতর্ক হউন ! চারিদিকে টিউন চোর !

এটি কোন টিউন না, সতর্কমূলক বার্তা ।

আজ অনেকদিন ধরে টেকটিউনসের সাথে আছি, টেকটিউনসে লিখছি ।

টেকটিউনসের প্রতি কেমন যেন একটা ভালবাসা জন্মে গেছে । তাই টেকটিউনসের ক্ষতি সহ্য করতে পারি না...

ইদানিং টেকটিউনসের বিভিন্ন টিউন চুরি হচ্ছে, অহরহ।

যেমন ধরুন আমি এই টিউন করলাম__

Paid সফটওয়্যার নিন ফ্রী-তে (পর্ব-২):::Photo-কে কার্টুন বানানোর চরম একটা সফটওয়্যার, সাথে থাকছে Keygen. দেরি না করে গরম গরম নামিয়ে নিন (14 mb)

smoking_shakib_by_inkrush-d5c8k8k

তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে চুরি হল, তাও চুরি করল আমাদের টেকটিউনসেরই একজন টিউনার !!!

এই দেখুন___

http://tips0808.blogspot.com/2013/07/free-download-with-kygen-turning-photo.html

তারপর আরেকটা টিউন__

আপনী কি Skype,Nimbuzz,Fring,Viber দিয়ে কথা বলেন, কিন্তু অনেক সময় হতাশায় ভুগতে হয় । তাই আজ Tango দিয়ে একবার কথাবলে দেখুন, Skype,Nimbuzz,Fring,Viber কে সারা জীবনের জন্য ভুলে যাবেন :-

screencap 2013-07-11 04-58-14

চুরি করল ঐ ব্লগারই___

http://tips0808.blogspot.com/2013/07/free-call-with-tango-best-free-call.html

আরও একটা দেখুন__

পিসি থেকেই Google Play store থেকে ডাউনলোড দিন 🙂

1 (2)

চুরি করার পর__

http://tips0808.blogspot.com/2013/07/download-google-play-store-app-from-pc.html

এবার আপনারা এর একটা সমাধান বের করুন । কি করে এসব প্রতিরোধ করা যায় পরামর্শ দিন ।

আমি আর কিছু লিখলাম না । টিউনারটার নামও উল্লেখ করলাম না...

আমার মনটা খুবই খারাপ । বিদায় নিচ্ছি...

Paid সফটওয়্যার নিন ফ্রী-তে (পর্ব-৩):::এবার ইচ্ছামত বিচরণ করুন Internet জগতে । তবে এর আগে IP Address তো Hide করে নিন !!! নিয়ে নিন Super IP Hider + Patch (Only 3 mb)

Proxy-Logo

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও আপনার সাথে একমত । যেমন এই টিউনটি https://www.techtunes.io/download/tune-id/228481
যতদূর মনে পড়ে ৪-৫ দিন আগে একইরকম ১টা টিউন করা হয়েছিল এবং টিউনার একই ।

চোর চোর ! আমার টিউন কপি হয়েছিল দেখলাম ১০+ জায়গায়

তাছাড়া যারা চুরি করে তারা যদি নিজের ভাষায় পোস্ট লিখত তাহলে কিছু বলার দরকার নেই। কিন্তু সে যদি Direct কপি মারে তাহলে এদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু ভাই আসলে কিছুই করার নাই। এগুলো এখন সয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

শাহরিয়ার ভাই এটা কোন নতুন ঘটনা না ! টেকটিউনস এর যবে থেকে জন্ম হয়েছে তখন থেকেই টিউন চুরি হচ্ছে। বিনা অনুমতিতে অন্য জায়গায় প্রকাশ হচ্ছে। আপনি টেকটিউনস এ খুজলেই আপনার অভিযোগের মত অনেক আফসোস এবং সতর্কমূলক টিউন পাবেন।
যেমনঃ https://www.techtunes.io/hacking/tune-id/28112
এরকম অনেক টিউনারই অভিযোগ করেন।

টেকটিউনস যেতেহু একটি উন্মুক্ত ব্লগ এবং টিউনারদের টিউনের স্বত্ব দাবী করে না। তাই টেকটিউনস এ প্রকাশিত লেখা ও মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব টেকটিউনস বহন করে না।

টেকটিউনার অধিকার ১.১ ও ১.৩ অনুযায়ীঃ
“১.১ টেকটিউনসের সকল টিউনের স্বত্ব টিউনারের নিজের। টেকটিউনস কর্তৃপক্ষ প্রকাশিত টিউনের স্বত্ব দাবি করে না। টেকটিউনসে টিউন করা যে কোন টিউন, টিউনার অন্য যে কোন জায়গায় প্রকাশ করার অধিকার রাখে। “

“১.৩ ব্লগে প্রকাশিত ছবি, তথ্য ও লেখার স্বত্ব টিউনারের বলে গণ্য হবে।”

তাই টিউনার যদি চায়, তাহলে এসব চুরি রোধ টিউনারকেই করতে হবে। এতে টেকটিউনস এর কিছু করার আছে বলে আমি মনে করি না।
আমার ব্যক্তিগত পরামর্শ হিসেবে বাংলাদেশে যেতেহু কপিরাইট আইন তেমন সক্রিয় নয় তাই শুধু টেকটিউনস এ নয় বরং পুরো ইন্টারনেটে কোনকিছু পাবলিকলি প্রকাশ করলে সেটার স্বত্বও উন্মুক্ত করে দেয়া উচিত। আমার মনেহয় এতে হাতেগোনা কয়েকজন টিউনার বা লেখকের মনখুন্ন হলেও সাধারণ মানুষ এতে উপকৃতই হবে। কেননা আপনার লেখাটি তখন শুধু এক জায়গায় থাকছে না বরং সকল জায়গায় ছড়াছাড়ি হয়ে যাচ্ছে। মানুষ সহজেই এটা পড়তে পারছে।

এতে বরং টিউনারদের খুশিই হওয়া উচিত যে, তাঁর লেখা অনেক পপুলার এবং মানুষ সহজেই এটা পড়তে পারছে এটা থেকে জ্ঞান বা প্রয়োজনীয় কিছু আহরণ করতে পারছে।

আশা করি আমি যা বোঝাতে চেয়েছি, সফলভাবে বোঝাতে পেরেছি !
ধন্যবাদ।

Level 0

চীন , usa-এর গোপন নথী চুরি করে আর usa কিছুই করতে পারে না। এইটাতো মাত্র টিউন।

কথায় আছে,
চুরি বিদ্যা মহা বিদ্যা
যোদি না হয় তা ফাস।

আর এরা কেমন চর যে ধরা পরে।
usa-এও বিভিন্ন দেশের নথী চুরি করে, কই ধরা পরে? স্নডেন শেষ পর্জন্ত ফাস করে দিল……

এটা তো লজ্জার কথা।
মানুষ কেন যে লজ্জাহীন হয়?

আমি প্রথম টিউনটা করে আমার ব্লগে পোস্ট দেয়ার পর টেক্টিউন্সে পোস্ট দেই, পরে গুগলে সার্চ মাইরা দেখি টেক্টিউন্স এর একজন ইউজার তিনি সেটা প্রথম আলো ব্লগ সহ সবখানে তার নিজের নামে চালাচ্ছেন। তার কমেন্ট টা ও দেখলাম আমার পোস্টে আছে। কেমন লাগে তখন আপ্নারাই বলেন……… আমি পুরাই হতবাক। আচ্ছা তাদের ব্লগে কপি-পেস্ট ঠেকানোর কি কোনো পথ আছে? যেটাকে গুগলে রিপোর্ট করলেই কাজ সারা করবে?

এটা নতুননা গালিব শাহরিয়ার ভাই

ji vai amio akta tune korchilam seita te amro lekha te vhol hoichilo ,tar 2di por deki j techtweets amar Copy 2 pest vhol shokare …

idanik non muslim kichu tuner ramadan mashe porn tune beshi kore korche,copywriting er pashapashi porntuner der-o lajja thaka uchit
       /ヽ
      / |
 / ⌒ \ / /
/  人 Y /
(_/ >亠<
  /・ ・\
 ミ   Y   ミ
  >-介-<
  (_/  ̄丶_)
  _(    )_
 (_>―<_ )

আহা কত সুন্দর Re-Write করছে!
এদের কথাটা একবার ভাবুন তো এরা Odesk e গেলে Re-write করে প্রতিদিন কত ডলার কামাত!!!!!!!!!!টিউন Re-writer রা (টিউন চোর),
আপনাদের এত হাতের কামাল এরা ধরে ফেলছে।
তাই এই সব ফ্রি Re-Write করা বাদ দিন।
ওডেক্সে এ আসেন। আপনাদের চুরি কা কামাল দিখান।
আপনেরা কপি পতি থেকে ডলার পতি হয়ে যাবেন।

চুরি সবার একটা নেশা হয়ে গেছে ।
আমার মনে হয় , লেখার শেষে টিউন কারীর নাম এবং লিঙ্ক দিয়ে দিলেই খুব ভালো হয় ।
একটা জিনিস লিখতে কেমন লাগে সেটাও বুঝি , আবার কোন লেখা চুরি হলে কেমন লাগে সেটাও বুঝি ।

রাইট বাটন Disable করলে কেমন হয় ??? মত দিন…

    Level 0

    @Black Dragon: রাইট বাটন Disable করে মনে হয় খুব একটা লাভ হবে না, রাইট বাটন Disable করলেও Copy করা যায় 🙁

আমারও টিউন চুরি হইছে

    @আমি কে !!!: চুরি করছে ” বদ ” blogbd24 .কম এ . . . . নিজে লেখার মুরোদ না । ধইরা পিটানো উচিত্‍ . . . . . . . .

Level 0

Vai mon kharap koiran na,apnar Post dakhe majaj kharap hia gache call kore deche zari sikha hoile ar kono den copy past korbo na.

Hmmm.. অবস্থা খারাপ 😐