এবার আপনি নিজে নিজেই আপনার ছবিকে পুরানো দিনের রুপ দিন (ফটোশপ ছাড়া)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

ছবি সম্পাদনা, গ্রাফিক্স তৈরী ও নানা কাজে এডোবি ফটোশপ ব্যবহৃত হয়ে থাকে।
আজ আমি আপনাদের দেখাবে কিভাবে ফটোশপ ছাড়া ছবিকে প্রাচীন কালের রুপ দেওয়া যায় তার নিয়ম, তাহলে চলুন দেখে নিই কিভাবে কাজটা করতে হয়।
নিচের নিয়মগুলো ভালো করে অনুসরণ করুন

প্রথমে এখানে ক্লিক করুন
তাহলে নিচের মত একটি পেইজ চালু হবে।

এবার Click To Create বাটনে ক্লিক করুন। তারপর নিচের থেকে যে কোন একটি স্টাইল সিলেক্ট করুন।

তারপর Browse বাটনে ক্লিক করে যে কোন একটি ছবি আপলোড করুন ।

সবশেষে Download this Photo তে ক্লিক করে সেভ করে রাখুন, আর দেখুন ছবি কেমন হয়েছে।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।

পূর্বে প্রকাশিত এখানে

আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আস সালামু আলাইকুম।
ভাই ফটোশপে যুক্ত বর্ণ লিখতে পারছি না।
যেমন আল্লাহ লিখতে চাইলে একটা ল আসে।
আপনার সাহায্য চাইছি।
আল্লাহ হাফিজ।

আমার নামটা কিভাবে বাংলা করতে পারি?

    @sujan mnj: আপনার ইংরেজী নামের জায়গায় অভ্র দিয়ে বাংলা লিখতে হবে।

    @sujan mnj: টেকটিউনস্ এ লগিন করার পর একদম উপরে মেনুবারে যেখানে লিখা থাকে স্বাগতম sujan mnj । সেখানে মাউস নিয়ে আপনার নাম sujan mnj এ ক্লিক করুন। তাহলেই আপনি আপনার টেকটিউনস ড্যাসবোর্ডে চলে যাবেন । এবার বাম পাশের প্যান থেকে প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন। তার পর সেখান থেকে দেখুন নেইম অংশে Display name publicly as একটি ফিল্ড আছে এখানে আপনি অভ্র দিয়ে হোছাইন ভাই যেমন বলেছে, বাংলায় আপনার নাম লিখুন। কোন সমস্যা হলে জানাবেন

Level 0

nice tune

ধন্যবাদ হোছাইন ভাই।