২০০৯ সালের ডিসেম্বর মাসে ইন্টারনেটে তথ্য খোঁজার ওয়েবসাইটগুলোতে (Search Engine) ১৩ হাজার কোটির বেশিবার তথ্য খোঁজা হয়েছে। সার্চ ইঞ্জিন ব্যবহারের এই হার ২০০৮-এর তুলনায় অন্তত ৪৬ শতাংশ বেশি। সম্প্রতি ওয়েব বিশ্লেষক প্রতিষ্ঠান কমস্কোর এক প্রতিবেদনে সার্চ ইঞ্জিনের বাজার নিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তাদের হিসাব মতে, প্রতিদিন গড়ে সার্চ ইঞ্জিনে তথ্য খোঁজা হয় অন্তত ৪০০ কোটিবার। এ সম্পর্কে কমস্কোরের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জ্যাক ফ্ল্যানাগন বলেন, সার্চ ইঞ্জিনের বিশ্ববাজার বাড়ছে অভাবনীয় গতিতে। আর এ বাজার বাড়ায় উন্নত দেশের মতো উন্নয়নশীল দেশের বাজারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সার্চ ইঞ্জিনের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র (US)। এ দেশ থেকে মাসে দুই হাজার ২৭০ কোটিবার তথ্য খোঁজা হয়, যা বিশ্ববাজারের ১৭ শতাংশ। এর পরই আছে চীন ও জাপান। চীন থেকে মাসে এক হাজার ৩৩০ কোটি এবং জাপান থেকে ৯২০ কোটিবার তথ্য খোঁজা হয় সার্চ ইঞ্জিনে। অন্যদিকে রাশিয়ায় মাসে ৩৩০ কোটিবার তথ্য খোঁজা হলেও গত বছর সেখানকার বাজারে প্রবৃদ্ধির হার ছিল সর্বোচ্চ, প্রায় ৯২ শতাংশ।
ব্যবহারের দিক থেকে সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে শীর্ষে আছে গুগল (Google)। গত বছরের ডিসেম্বরে শুধু গুগলেই নয় হাজার ৭৮০ কোটিবার তথ্য খোঁজা হয়েছে, যা মোট সার্চ ইঞ্জিন ব্যবহারের দুই-তৃতীয়াংশ। গুগলের পর আছে ইয়াহু (৯৪০ কোটিবার)। মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন চতুর্থ স্থানে থাকলেও গত বছর এর প্রবৃদ্ধি হয়েছে ৭০ শতাংশ। এ তথ্য বিশ্লেষণে অবশ্য ২০০৮ এবং গত বছরের ডিসেম্বর মাসকে বিবেচনায় আনা হয়েছে। গত বছর গুগলের প্রবৃদ্ধি হয়েছে ৫৮ শতাংশ। মাইক্রোসফটের সব সার্চ ইঞ্জিনকে এক কোটায় ফেলে এ প্রবৃদ্ধির হিসাব করা হলেও সেখানে বিংয়ের অবস্থান খুব সন্তোষজনক নয়। প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের বাজারের অংশীদারিত্ব যখন বাড়ছে বিংয়ের অংশীদারিত্ব সেখানে কমছে। সার্চ ইঞ্জিনের বাজারে বিংয়ের আত্মপ্রকাশের মাধ্যমে গুগলের সঙ্গে টেক্কা দেওয়ায় মাইক্রোসফটের (Microsoft) সর্বশেষ প্রচেষ্টাও বোধহয় ভেস্তে গেল।
লেখাটি এখানে প্রথম প্রকাশিত
আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.
ধন্যবাদ।