আগামি আসছে পহেলা আগষ্ট/৩ই আগষ্ট এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি সকলের জন্য দোয়া কামনা। আমরা যদি নিজে নিজেই নিজের ওয়েব সাইট থেকে যদি রেজাল্ট পাই তাহলে কেমন হয়। অবশ্যই ভাল হবে।
তাই আমরা আজকে শিখব কিভাবে নিজের সাইটে এইচ এস সি এর রেজাল্ট দেখার বক্স যোগ করতে হয় তার নিয়ম ।
তাহলে চলুন দেখে নিই কিভাবে সংযুক্ত করতে হয়।
প্রথমে আপনার ওয়েব সাইট লগ ইন করুন।
তার পর ড্যাশ বোর্ড থেকে Pages অপশন থেকে Add New এর উপর ক্লিক করুন।
তাহলে নিচের মত একটি Pages চালু হবে।
এখন Pages শিরোনাম নাম অংশে আপনার শিরোনাম দিন তারপর Text বাটনে ক্লিক করুন ।
এবার নিচের কোড গুলো কপি করে পেস্ট করুন। নিচের মত করে। অথবা কোডগুলো এখান থেকে ডাউনলোড করুন।
সবশেষে Publish বাটনে ক্লিক করুন।
আমি আমার সাইটে সংযুক্ত করেছি আপনিও আপনার সাইটে সংযুক্ত করতে পারেন।
পূর্বে প্রকাশিত এখানে
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
দারুন।ধন্যবাদ্