সুপ্রিয় টেকটিউনস এর পাঠক সমাজ আশা করি ভালো আছেন ।
আমি বাংলালিংক এর নাইট আনলিমিটেড প্যাকেজটি (রাত ১০টা - সকাল ১০টা । যার মূল্য ৩৪৫টাকা ভ্যেট সহ ) গত ১৭/৭/২০১৩ তারিখে ক্রয় করি। যথা সময়ে ইন্টারনেট ব্যাবহার শুরু করলাম কিছুক্ষন পর যখন আমার সিমের ব্যেলেন্স চেক করলাম দেখতে পেলাম ইতিমধ্যে অনেক টাকা কেটে নিয়েছে । আমি তো আশ্চর্য ! আনলিমিটেড ! অথছ টাকা কাটছে ।
পরদিন কাস্টমার কেয়ারে সমস্যার কথা জানালাম ।
কাস্টমার কেয়ার প্রতিনিদি জানালো : " সমস্যাটি নতুন দেখা দিয়েছে, আমরা দুঃখিত , আপনি টাকা খরচ করে ব্যবহার করুন বাংলালিংক কতৃপক্ষ আপনার টাকা ফিরিয়ে দিবে ,সমস্যাটি সমাধান হতে দশ পনেরো দিন লাগতে পারে"।
আমি : প্রশ্ন করলাম যদি সমস্যা হয়ে থাকে তাহলে পেক্যেজটি কেনো একটিভ করা হলো ?
কাস্টমার কেয়ার প্রতিনিধি : সরি স্যার সমস্যাটি নতুন তো তাই। আমাদের জানা নেই।
আমি : অন্য প্যাক্যেজে যাওয়ার কোন সুযোগ আছে কি ?
কাস্টমার কেয়ার প্রতিনিধি : স্যরি স্যার এরকম কোন নিয়ম নেই ।
আমি : যেহেতু প্যাকেজটির সমস্যা সমাধানের জন্য কাজ চলছে তাই এখন আমার প্যাকেজটি বন্ধ করে দিন কাজ শেষ হওয়ার পর আবার চালু করে দিবেন ।
কাস্টমার কেয়ার প্রতিনিধি : সরি স্যার পারা যাবেনা।
আমি : তাহলে আমাকে আপনাদের পক্ষ থেকে অগ্রিম টাকা রিচার্য করে দিন ।
কাস্টমার কেয়ার প্রতিনিধি : না স্যার পারা যাবে না।
আমি : তাহলে আমার টাকা ফিরিয়ে দিন ।
কাস্টমার কেয়ার প্রতিনিধি : স্যার, এটা কি সম্ভব ?
প্রিয় পাঠক একটু ভাবুন কতটা সার্থপর বাংলালিংক , নিজেদের ষোল আনা ঠিক , অথচ একজন গ্রাহকের উপর কতটা জুলুম !
যেহেতু
উল্যেখ্য , আমি এখোনো বুঝতে পারছিনা সমস্যাটি কি শুধু আমার হচ্ছে , নাকি এই প্যাকেজটি যারা ব্যাবহার করছে তারা সকলে। তাই আপনিও যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানান।
আর যদি আপনি এ প্যাকেজ ব্যাবহার করে থাকেন কিন্তু আপনার উক্ত সমস্যা হচ্ছেনা , তাহলে উক্ত সমস্যা থেকে রেহাই পেতে আমি এখন কি করতে পারি ? যদি পরামর্শ দেন কৃতজ্ঞ থাকবো ।
আমার টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি এই বিষয়ে পূর্বে এখানে আলোচনা করেছি :http://www.bdtoday.net/blog/blogdetail/detail/4428/musafb33/22394#103971
আমি agrabadi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vi re . . Oder 5-10am . .ta pakg ta . .kisukkhon por por disconnect . .hoiia jay . . . .