ফায়ার ফক্সকে সাজান নতুন করে

আমাদের সবচেয়ে প্রিয় ব্রাউজার এবং বিশ্বে দ্বিতীয় স্থান অবস্থানকারি ফায়ার ফক্সের একরকম থিম দেখতে দেখতে আমরা প্রায় বরিং হয়ে গেছি আর তাই মজিলা করপোরেশন আমাদের মত ব্যবহার কারিদের জন্য চালু করল তাদের নতুন সুবিধা আর এই সুবিধার নাম হলো Personas। এই সুবিধার মাধ্যমে আপনি সহজেই ফায়ার ফক্সের রুপ (থিম) পরির্বতন করতে পারবেন। এখানে আপনি হাজার হাজার থিম পাবেন এবং তা ফায়ার ফক্সে দেওয়াও খুব সহজ এবং কোন সমস্যাও হয় না।আপনারা হয়ত ভাবছেন যে ফায়ার ফক্সের থিম Personas থেকেই পরির্বতন করতে হবে কেন, আরও তো আনেক সফট আছে? এই প্র্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আমিও আগে সফট ব্যবহার করতাম কিন্তু ঐগুলো সমস্যা করে আর এখান থেকে ব্যবহার করলে কোন সমস্যা করবে না এবং আপনার ফায়ার ফক্স আগে যেমন করে চলত ঠিক ঐভাবেই চলবে। তাই দেরী না প্রথমে এই লিংকে জান এবং Get personas plus-এ ক্লিক করুন এবং ৩৫ হাজারেও বেশী Personas থেকে যেকোন একটি পছন্দ করে Wear It-এ ক্লিক করুন এখন ফায়ার ফক্সের উপরের দিকে দুইটা অপশন পাবেন ঐখান থেকে Manage Themes-এ ক্লিক করুন, ব্যস হয়ে যাবে।এবার নতুন সাজে ফায়ার ফক্স উপভোক করুন।

Capture

Level 0

আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ
আপনার অদ্ভত টিউনটির জন্য। আমি মূলত এক্সফ্লোরারের ভক্ত হলেও এখন থেকে ভাবছি মজিলাই আসব। তাই কাজে লাগবে।
মজিলার আরো অনেক টিউন চাই।

    আসলে মজিলার উপরে কোন ব্রাউজার হয় না, মজিলাই শ্রেষ্ঠ। অবস্যই টিউন করব

ধন্যবাদ। আমিও এটা ইউজ করছি। সত্যি কথা বলতে কি এই মুহুর্তে আমার ফায়ারফক্সে ও TWO LITTLE BIRDS পারসোনাটাই ৩/৪দিন ধরে ইউজ হচ্ছে। আচ্ছা এমন কোন পদ্ধতি কি আছে যে পারসোনাটা ১মি: অথবা ২মি: পরপর অটোমেটিক চেঞ্চ হবে।

Level 0

u find a addons (parsonas 1.5.2) install it u find all pasonas instant ur browser

Level 0

ধন্যবাদ।

দেখা টিউন………..