আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
১) ছবি নিয়ে সবাই মজা করতে ভালবাসেন ফটোশপ দিয়ে ছবিকে নিয়ে অনেক মজার কাজ করা যায়। ফেইসবুক এর প্রফাইল picture অথবা বন্ধুদের চমকে দিতে বা শখের জন্য। মূল ছবি কে র্কাটুনে পরিবর্তন করতে ।
এর জন্য এখানে ক্লিক করুন।
তাহলে নিচের মত একটি পেজ আসবে।
এবার Browse বাটনে ক্লিক করে যে কোন একটি ছবি Upload করুন।
তারপর Choose an Effect থেকে যে কোন একটি ইফেক্ট সিলেক্ট করুন।
সবশেষে Download বাটনে ক্লিক করে সেভ করে রাখুন।
২) সেহেরী ও ইফতারের সময়সূচী:
আজ আমি আপনাদের জন্য ওয়েব সাইটের জন্য সেহরী ও ইফতারের সময় সূচী নিয়ে একটি Plugins নিয়ে আসলাম।
এই Plugins দ্বারা আপনি সেহেরী ও ইফতারের সময় সূচী অনুযায়ী আপনি সেহেরী ও ইফতারের সময় সূচী দেখতে পাবেন এবং সে অনুযায়ী সেহেরী ও ইফতারী করতে পারবেন। আরো খুশির বিষয় এই Plugins মধ্যে রয়েছে কুরআনের বাংলা অর্থ।
তাহলে আর দেরি কেন এখান থেকে ডাউনলোড করে নিন।
ভালো লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
thank u