যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের প্রায় সবারি ইয়াহু, জি-মেইল ইত্যাদিতে ইমেইল একাউন্ট আছে কিন্তু যখন আপনার বন্ধুদের কাছে বড় ফাইল পাঠাতে চান তখন পড়তে হয় বিপদে। আজকের টিউন'টি দ্বারা আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। কিছু দিন আগে টিউন করেছিলাম কিভাবে আপনার ইমেইল সাইন-ইন করা ছাড়ায় মেইল করা যায় (এবার ই-মেইল পাঠান খুব সহজে… আপনার মেইলে সাইন-ইন করা ছাড়াই!!!) কিন্তু সেখানে শুধু টেক্সট ম্যাসেজ পাঠানো যেতো এবার টেক্সট ম্যাসেজ এবং বড় সাইজের ফাইল সবই পাঠানো যাবে। আপনি দু'টি পদ্ধতিতে মেইল পাঠাতে পারবেন। একটি হলো ফেইসবুক এ্যাপ্লিকেশন ব্যবহার করে এবং অন্যটি হলো অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে।
সর্বপ্রথম ফেইসবুকে লগইন করুন এবং তারপর Sendfiles এ্যাপ্লিকেশন'টিতে প্রবেশ করুন। যদি আপনি আপনার ফেইসবুক ফ্রেন্ডদের ফাইল পাঠাতে চান তবে এ্যাপ্লিকেশন'টিতে প্রবেশ করার পর তার ডানপ্বার্শে আপনার ফেইসবুক ফ্রেন্ডলিষ্ট দেখাবে সেখান থেকে ফ্রেন্ড সিলেক্ট করুন। সবোর্চ্চ ১০ জন ফেইসবুক ফ্রেন্ডকে একসাথে ফাইল পাঠাতে পারবেন। এছাড়া আপনি যদি ফ্রেন্ডের ইমেইলে মেইল পাঠাতে চান তবে Send to any email address প্বার্শের ঘরে টিক দিয়ে ইমেইল আইডি লিখে দিন। তারপর Choose File এ ক্লিক করে ফাইল টি নির্বাচন করুন, ম্যাসেজ লিখুন এবং Send it বাটনে ক্লিক করে পাঠিয়ে দিন।
ফাইলটি পাঠানোর পর আপনার ফ্রেন্ডের কাছে একটি নটিফিকেশন দেয়া হবে এবং সাথে একটি ডাউনলোড লিঙ্ক দেয়া হবে।
ডাউনলোড লিঙ্কটিতে প্রবেশ করে ফাইল'টি ডাউন করা যাবে খুব সহজেই।
প্রথমে goaruna.com প্রবেশ করুন। To-তে ইমেল আইডি লিখে Choose File এ ক্লিক করে ফাইল নির্বাচন করুন। এবং আপনার বার্তা যোগ করার পর পাঠিয়ে দিন আপনার কাঙ্খিত মেইল আইডি'তে। তবে মনে রাখবেন সাইট থেকে শুধু ইমেইল আইডি'তে মেইল পাঠাতে পারবেন ফেইসবুকের ফ্রেন্ড'দের পাঠানোর ব্যবস্থা নেই 🙁
সাইটি'তে আপনি Singup করা ছাড়ায় কাজ গুলো করতে পারবেন তবে আপনি যদি রেজিষ্টেশন করে থাকেন তবে আরো সুবিধা পাবেন। আপলোড করা ফাইলগুলো সেভ হয়ে থাকবে। সেন্ড করা ম্যাসেজ গুলো দেখতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় ই-মেইল আইডিগুলো সেভ করে রাখতে পারবেন।
আশা করি টিউন'টি আপনাদের কাজে আসবে। সাইটি আমার খুব ভালো লাগে এবং এটি আমি বেশ কিছু দিন ধরে ব্যবহার করছি। সাইটি কে দশের ভেতের ১০ দেয়া যায় 🙂 আপনারা ব্যবহার করে দেখতে পারেন ভালো লাগবে....
সবাই ভালো থাকবেন। সেই শুভ কামনায় ….
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Wow! wonderful post. Didn’t know this before… Btw is the application safe? I usually don’s use facebook application that much
http://www.bdtechie.com