USB ক্যাবলের মাধ্যমে নোকিয়া ফোনের ভুলে যাওয়া Security Code দেখে নিন।

আস্-সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি এই গুরত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই উপকৃত হবেন।

আমরা অনেকেই নোকিয়া ফোন ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে নিরাপত্তার কারনে সিকিউরিটি কোডের প্রয়োজন হয়। নোকিয়া তে ডিফল্ডভাবে ১২৩৪৫ সিকিউরিটি কোড দেয়া থাকে। যা আমরা অনেকেই জানি। সুতরাং প্রয়োজন হয় সিকিউরিটি কোডটি পরিবর্তন করার।

আমরা যারা এই অপশনস্ টা ব্যাবহার করে থাকি, তারা প্রত্যেকেই সিকিউরিটি কোডটি পরিবর্তন করি। কিন্তু বেশ কিছু দিন পর আমরা সেই সিকিউরিটি কোডটি সহজেই ভুলে যাই। তারপর থেকে শুরু হয় সমস্যার। কোডটি রিসেট করতে অথবা ফ্লাস দিতে যেতে হয় বিভিন্ন মোবাইল সার্ভিসিং পয়েন্টে। গুনতে হয় ৫০-৩০০ টাকা বা তারও বেশী।

অথচ, কোন টাকা ছাড়াই আপনার পার্সোনাল কম্পিউটারে একটি সফট্ওয়্যার এর মাধ্যমে আপনি সহজেই এই সমস্যাটির সমাধান করতে পারেন। প্রয়োজন শুধু মাত্র একটি সচল নোকিয়া ক্যাবল।

আসুন দেখে নেই কিভাবে আপনি উক্ত কাজটি পুরোপুরি সম্পন্ন করবেন:-
প্রথমে আপনি নিচের লিংক থেকে [ANT]-Simple সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড [ANT]-Simple

আপনার কম্পিউটারে যদি Pc Suite ইনস্টল থাকে, তাহলে Pc Suite এর প্রোগ্রামটি কে Exit করে দিন, এমনকি Taskbar থেকেও।

[ANT]-Simple সফটওয়্যারটি ডাউনলোড শেষ হলে এটাকে Extract করে নিন।
এবং Simple.exe ফাইলটি run করান।
এবার Usb ক্যাবল দিয়ে আপনার মোবাইল কে কম্পিউটারের সাথে যুক্ত করুন। মোবাইলে কানেকশন টাইপ কিন্তু Pc Suite মোডে রাখতে ভুলবেন না যেন।

যাইহোক, উক্ত প্রোগ্রামের Main ট্যাব থেকে নিচের Check এ ক্লিক করুন। তারপর আপনার IMEI number and model সম্পর্কে তথ্য সেখানে দেখতে পাবেন।
যদি না দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার ফোনটি সঠিকভাবে পিসিতে কানেক্ট পায়নি। অন্য কোন Usb Port এ লাগিয়ে কানেক্ট করুন।
তারপর নিচের চিত্র অনুযায়ী Normal সিলেক্ট করে Get এ ক্লিক করুন।

এবার Service ট্যাবে ক্লিক করুন। এবং সেখান থেকে User code এর Get এ ক্লিক করুন ঠিক নিচের চিত্রটির মত করে।

তারপর আপনি অপর অংশে আপনার ভূলে যাওয়া সিকিউরিটি কোডটি দেখতে পাবেন।
আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি।

পরবর্তী কোন এক পোষ্টে Usb এর সাহায্যে কিভাবে আপনার ফোনকে ফ্লাস করবেন সে বিষয়ে আলোচনা করা হবে।

কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না যেন। এছাড়াও আপনি নিচের ফেসবুকের নতুন পেজটিতে Like দিয়ে এমন অনেক গুরত্বপূর্ণ তথ্য আপনার ফেসবুকে পেতে পারেন। পেজটিকে শেয়ার করার জন্য সবার প্রতি অনুরোধ রইল।
ITsolution page

সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

Level 0

আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

wow!!!!!!!!!!!!!!!!!

Level 0

ভাই অনেক ধন্যবাদ। এরকম কিছু খুজছিলাম, আমার কাজে দেবে, দেখি সফল হতে পারি কিনা

    @Joy: সফল হয়েছেন কিনা অবশ্যই জানাবেন কিন্তু।

Level 0

vai kaj korbe2?

Thanks Vaia………………Kaj hoice..Onekdin teke bipode vugsilam….Apnake kibole je donnobad dibo…Vasa jana nai………..

Level 2

vaii 5130 try korlam eror dekhaii.pc siut install lagbe kii???

    @Rockbuzz: PC suite দিয়ে আপনার মোবাইল টি কম্পিউটারের সাথে কানেক্ট পায় কিনা দেখুন। যদি পায় তাহলে আপনি নিশ্চয়ই আপনার ফোনের সিকিউরিটি কোড দেখতে পাবেন। কেননা 5130 দিয়ে আমি নিজেই ট্রাই করে দেখেছি। ১০০% কাজ করছে। আরেকটা কথা, Pc suite দিয়ে যদি কানেক্ট পায় তাহলে Pc suite এর পোগ্রাম টি Taskbar থেকে Exit করে দিন। কারন Pc suite ওপেন থাকা অবস্থায় সফটওয়্যার টি কাজ করেনা।

Level 0

kun mobile a korsen?? @hasan vai

নকিয়া ২৭৩০ এ অনেক বার চেষ্টা করেছি কাজ হয়নি

    @মেহেদী হাসান: ভাই, PC suite দিয়ে আপনার মোবাইল টি কম্পিউটারের সাথে কানেক্ট পায় কিনা দেখুন। যদি পায় তাহলে আপনি নিশ্চয়ই আপনার ফোনের সিকিউরিটি কোড দেখতে পাবেন। আরেকটা কথা, Pc suite দিয়ে যদি কানেক্ট পায় তাহলে Pc suite এর পোগ্রাম টি Taskbar থেকে Exit করে দিন। কারন Pc suite ওপেন থাকা অবস্থায় সফটওয়্যার টি কাজ করেনা।

Level 0

WTF!!! It’s not working in my nokia c6-00

    @anuvuti: ভাই, আপনার হয়তো কোন জায়গায় মিসটেক হচ্ছে। অথবা আপরনার মোবাইল ফোনটি কম্পিউটারের সাথে কানেক্ট পাচ্ছেনা। যাইহোক, পরবর্তীতে কিভাবে আপনি আপনার সিকিউরিটি কোড রিসেট করবেন সে বিষয়ে আরেকটি পোষ্ট করব ইন-শা-আল্লাহ্! সঙ্গেই থাকুন। এছাড়াও ফেজবুক পেজের মাধ্যমে আপনার সমস্যার দ্রুত সমাধান পেতে পারেন। https://www.facebook.com/ITsolutionpage

যাদের কেবল নেই তারা কি করবে?
http://nfader.su এই সাইটে গিয়ে IMEI নাম্বার দেন মাস্টার কোড পেয়ে যাবেন! কোন ঝামেলা নেই

যাদের এই সিস্টেমে কাজ হচ্ছেনা তারা নিচের লিংকে ক্লিক করে অন্য সিস্টেম টি জেনে নিন।
https://www.techtunes.io/mobileo/tune-id/224771

কাজ হয়েছে ভাই, ধন্যবাদ ।। এত সহজে password টা text হিসেবে show করলো , মনে হচ্ছে পাসওয়ার্ড দিয়েই যেন বোকামি করে ফেলেছি ……

Level 0

vai tune ta joss hoise …
USB diye flush korar system er tune ta ki publish koresen .? korle link ta din vai

    @Mukhosh: ভাই, একটু অপেক্ষা করেন। শিঘ্রই এই পোষ্ট নিয়ে হাজির হচ্ছি। আসলে সংক্ষেপে আমি পোষ্ট করিনা। কারন অনেকেই বিষয়টি বুঝতে পারেনা।সবাই যাতে বুঝেন সে ভাবে পোষ্টটি তৈরি করে পাবলিশ করব।

ডিফল্ট কোডটাই তো দেখাই…changed code তো দেখাই না…বুঝলাম না কাহিনি

bro…………… apna k onek onek dhonnobad