ব্লগে আসার কিছু দিন পরেই আরএসএস ফিড সম্পর্কিত ধারণা পাই। এখনো অনেক ব্লগার আরএনএন ফিড সম্পর্কে জানে না বা অনেকের এ সম্পর্কে অতটা চিন্তা নেই। আপনি এক জন ব্লগার অথচ আরএসএস এর সুবিধা নিচ্ছেন না, তা হতে পারে না। আজই আপনার ব্লগের আরএসএস ফিডের লিংক প্রকাশ করুন, আর ই-মেইল সাবক্রাইবের বেপারে সবাইকে জানিয়ে দিন।
(আমার মতে) ফিড হলো কোন ওয়েবের/ব্লগের সর্বশেষ প্রকাশিত লেখার তালিকা।
মনে করুন আপনি একটি ব্লগে ভিজিট করেছেন । আপনার পছন্দ হলো ব্লগটি। আপনি অধির আগ্রহে বারবার ভিজিট করছেন সাইটটি। আপনার নিজের একটি ব্লগ থাকলে সেই সাইটের ফিড যুক্ত করলে নতুন পোস্টের তালিকা আপনার ব্লগ থেকেই দেখা যাবে। ই-মেইল সাবক্রাইব করলে নতুন পোস্ট প্রকাশ হওয়ার পর তা আপনার ই-মেইলে চলে আসবে। ঠিক এ সুবিধাটিই আপনার ব্লগের সবাইকে দিতে পারেন।
আমার প্রিয় ব্লগার শাকিল লিখেছেন কিভাবে আরএসএস ফিড ফরম বানানো ও তার মাধ্যমে ইমেইল সাবক্রাইবের ব্যবস্থা করা যায়। মূল পোস্টটি এখানে দেখুন।
এখানে ফিড সম্পর্কে আরও কিছু ধারণা দেওয়া হলো ব্লগারদের জানতে হবে
আরও পড়ুন:
মতামত দেওয়ার সময় যে ১০ টি কথা মনে রাখা দরকার
যোগ দিন
এটা সত্যি যে অধিকাংশ পাঠকই জানে না ফিড কি? ফিডের মাধ্যমে আপনি কি সুবিধা দিতে চাইছেন বা পাঠক কি সুবিধা পেতে পারে।সহজ কথায় বুঝিয়ে দিতে পারেন ফিডের ব্যবহার ।
অনেক পাঠকই ফিড সাবক্রাইবের মাধ্যমে সম্পূর্ণ ব্লগটি দেখতে চায় বা ই-মেইলেই সম্পূর্ণ ব্লগটি চায়। আপনি যদি আংশিক ব্লগ সাবক্রইব করার ব্যবস্থা করেন তবে কিছু সাবক্রাইবার হারাতে পারেন। আমি নিজেও আংশিক ব্লগ সাবক্রাইব করা পছন্দ করি না।
একটি পোস্ট করার পর তা সম্পাদন করলে সম্পাদিত পোস্টটি সাবক্রাইবার দেখতে পাবে না কারন পোস্ট যত তারাতারি সম্পাদিত হয় তত তারাতারি থার্ডপার্টি ফিড (যেমন: ফিডবার্নার ) এ সম্পাদিত হয় না। ফিডে এটা একটা সমস্যা। তাই প্রথমেই পোস্ট প্রকাশ করার সময় ভাল ভাবে লিখুন। আবার অনেকে একই পোস্ট একবার প্রকাশ করে আরেকবার তা সম্পাদন করে প্রকাশ করে তার ফলে ই-মেইল সাবক্রাইবাররা দুইবার একআ পোস্ট দেখতে পায় । এ বেপারটা লক্ষ রাখতে হবে।
কিছু পাঠক ভাল কনটেন্ট দেখলেই ই-মেইল সাবক্রাইব করেন। তাই ফিড লিংকটি শেয়ার করুন,সুবিধা মতো উপায়ে। ভাল কনটেন্ট অবশ্যই রাখতে হবে। ই-মেইলে লেখা পেতে চাইলে তাদেরকে স্বাগতম জানান ই-মেইল করে।
কিছু পাঠক আছে যারা কখনোই ফিড সাবক্রাইব করবে না।( তাদেরকে বিরক্ত না করাই ভাল। ) আর ফিড সাবক্রাইবের বেপারে খুব বেশি চিন্তিত হতে নেই।
অনেকে (স্ক্রিপ্ট এর মাধ্যমে) একটি নির্দিস্ট সময় পর পর ফিড সাবক্রাইব করতে অনুরোধ করে। যদিও তারা বেশ কিছু পাঠকও পায়। অবশ্য আমি এর বিরোধী। এটা না করাই ভাল।
মনের ভুলে বা প্রয়োজন না মনে করে অনেকে সাইটের সাবক্রাইব লিঙ্ক শেয়ার করে না। অথচ অনেক পাঠক খুজতে থাকে সাবক্রাইব লিংক। তাই আমার মনে হয় এটি প্রকাশ করাই ভাল। এতে করে আপনার ব্লগের জনপ্রিয়তা বাড়বে, কমবে না।
পাঠকদের সাথে প্রতারণা করে লাভ নেই। আপনার সাবক্রাইবারদের অপ্রাসঙ্গিক পোস্ট প্রদান করলে তারা আনসাবক্রাইব করতেই পারে।
অনেকে সাবক্রাইবারদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে যেমন: সব করটেন্টে প্রবেশাধিকার, ই-বুক প্রদান ইত্যাদি।
লেখাটি এখান থেকে নেওয়া
উৎসর্গ: মা'কে
কৃতজ্ঞতা
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub