Websit – এর বিজ্ঞাপনের হাত থেকে রেহাই নিন

আসসালামু অলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাধারনত টিউন করিনা। টিউন করতে ভয় লাগে। বানান ভুল করার কারনে যে অবস্থা হয় আর কপি-পেষ্ট হইলে তো কোনো কথাই নাই। তারপরেও সাহস করে অনেকদিন পর একটা টিউন করতে আসলাম। যদি কোন ভুল-ত্রুটি হয় তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমরা যারা internet ব্রাউজিং করি তাদের একটি সমস্যায় পরতে হয় তা হল website-এর বিজ্ঞাপন।এই বিজ্ঞাপন কয়েক কিসিমের আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল embedded add, pop up add. এমনিতেই আমাদের দেশে নেটের স্পীড খুব একটা ভাল না। এর উপর যদি এইসব ফাও বিজ্ঞাপন দেখতে হয় তাহলে কিছুটা হলেও আপনার স্পীড loss হয়। আবার এইসব বিজ্ঞাপনের মধ্যে কিছু থাকে অশ্লীল।এইসব বিজ্ঞাপনের হাত থেকে রেহাই পাবার একটি সহজ রাস্তা হলো Privoxy, এটি আপনার ৯৮% বিজ্ঞাপন remove করতে পারে। সবচেয়ে বড় কথা হল এটি open source software. এর latest version হচ্ছে 3.0.16

ব্যবহারের নিয়মঃ
১। এই লিঙ্ক থেকে download করুন।
২। এরপর install নরমাল নিয়মেই।
৩। এরপর আপনি যে ব্রাউজার ব্যবহার করেন তাতে Proxy setting করুন
Proxy address: 127.0.0.1 Port: 8118

যেমন Mozilla তে Tools - Option - Advance - Network tab এ ক্লিক করন। তারপর setting এ কিল্ক করুন এবং নিচের ছবির মতন করে setting করে নিন। ব্যস হয়ে গেলো।

Mozilla Settings

তারপরেও কোনো Problem হলে যানাবেন।

Level 0

আমি আরাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ইন্টারনেট ব্যবহার করার সময় জাভা script আর image বন্ধ করে রাখি, তাই বিজ্ঞাপন আমার কাছে ধারেও ঘেসতে পারে না। শুধু মাত্র দরকার হলে অন করি। facebook এ এখন আর যাই না। কারন facebook এ যেতে হলে java script অন করতে হয়। কি দরকার আমার ১ গিগা এত তাড়াতাড়ি শেষ করার।
আপনার টিউন আমার কাজে লাগবে, কারন দরকার পরলে যখন জাভা script আর image অন করব তখন যেন বিজ্ঞাপন আমার ১ গিগা না শেষ করতে পারে।
( এই জন্য টেকটিউনে কারো চেহারা দেখি না, শুধু নাম দেখে মনে রাখি, ১ গিগা এত হিসাব কইরা ইউস কইরাও লাভ হয় না, অনেক সময় দেখা যায় ১ গিগা ১৩ দিনে শেষ)

ভাল টিউন………… তবে এর জন্য মজিলার একটা এডঅন্স আছে, আর আরেকটা কথা হল ওয়েবসাইট গুলো টিকে আছে বিজ্ঞাপনের উপর তা বন্ধ করাকে উতসাহীত করা কিন্তু প্রকারন্তরে ওয়েবসাইট এর ভবিষ্যত হূমকির মুখে ঠেলে দেয়া।তবে অশ্লীল বিজ্ঞাপন এড়িয়ে চলতে পারেন।

দারুন টিউনের জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য।

অসংখ্য ধন্যবাদ