সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের Tune.
অসুস্থতার কারনের এতদিন Tune করা থেকে বিরত ছিলাম কিন্তু এখন আশা করি Regular থাকতে পারব।
তো চলুন কথা না বারিয়ে কাজে নেমে পরি। IDM এর download unfinished file গুলো কিভাবে open করবেন আমি আজ সেতাই বলব।
প্রথমে Start menu থেকে Run(windows+r) এ জান সেখানে লিখুন %appdata% এর পর Enter চাপুন।
এর পর দেখবেন downldata নামে একটা File আসবে সেখানে ক্লিক করুন এরপর আপনার কম্পিউটার এর Username আসবে সেটাতেও ক্লিক করুন।
এই রকম একটা List আসবে।
এখন আপনার কাঙ্খিত File খুজে পেতে IDM এর Dashboard এ জান এবং যে FIle টা চালাবেন ওইটার Properties এ জান এবং Address টা খেয়াল করুন।
এবার প্রথম ছবির List গুলা থেকে Link টার মিল খুজে বের করুন। এতা ৭ Number লাইনে আছে। তো এইবার ওই প্রথম ছবির লিস্ত এর Link এর উপর Right Click করে Play with VLC media player দিয়ে দিন(আমি VLC ব্যাবহার করি) ব্যাস কাজ শেষ এখন দেখবেন File টা Play হবে। অনেক সময় দেখা জায় File পর্যাপ্ত পরিমান Download না হলে error দেখাবে এ নিয়ে ঘাবড়াবেন না। সবাই ভাল থাকবেন। আর যদি আমার কোন প্রকার ভুল হয় খমার ছখে দেখবেন দয়া করে খারাপ মন্তব্য করবেন না কারন আমি রোজাদার। আল্লাহ্ হাফেয। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
আমি Alamin Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে চাই -আর- জা জানি তা জানাতে চাই
onk kajer jinish bro ……………dhonnobad apnake