পিসিতে ফ্রি নেট ব্যবহারের সবচেয়ে সহজ , নিরাপদ ও সুবিধাজনক পদ্ধতি ( Gmail , Ymail , Facebook সহ যেকোন সাইটে login )

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । পিসিতে বহু ভাবে ফ্রি নেট চালানো যায় । কিন্তু আমি আপনাদের সবচেয়ে সহজ , নিরাপদ ও সুবিধাজনক পদ্ধতি শেয়ার করলাম ।

১। এখান থেকে Tor browser  download করুন ।

২। যেকোন drive এ এটি extract করুন । Tor browser নামের একটি ফোল্ডার পাবেন ।

৩। ঐ ফোল্ডারে Start Tor Browser নামে একটি ফাইল পাবেন , ফাইলটি ওপেন করুন ।

৪। এবার Vidalia control panel open হবে । setting এ যান ।

৫। এবার network setting থেকে i use  a proxy ........  এ টিক  দিন । address দিন  10.128.1.2    , port দিন  8080 , proxy type দিন HTTP/HTTPS .  ok ক্লিক করে সেভ করুন ।

৬। gpmms setting দ্বারা মডেম কানেক্ট করুন। reconnect ব্যবহার করুন ।

৭। Vidalia control panel থেকে start tor এ ক্লিক করুন । প্রথম বার কানেক্ট হতে কিছু সময় লাগবে । আপনি massage option থেকে log দেখতে পারেন । ১০০ % লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।

৮। কানেক্ট হলে automatic browser open হবে । congratulation massage দেখাবে । এবার address বারে

স্বাভাবিক ভাবে যেকোন address  লিখে নেট ব্যবহার করুন ।

Gmail , Ymail , Facebook সহ যেকোন সাইটে login করতে পারবেন । Vidalia control panel কখনও error দেখাবে না বা data connection disconnect হলেও এটি disconnect হবে না ।

সমস্যা হলে তো জাহিদ ভাই আছে ........................

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Speed তো স্লো। আমি আগেই ইউজ করছি। এরচেয়ে Proxifier টা ভালো।Speed সব সময় ২০ এর উপরে থাকে আর সরবচ্চো ৪০ পাওয়া যায়। আমি এটাতে সেটিস্ফাইড।:)

Tor স্লো কিন্তু proxifier gp এর আসল স্পীড টাই দিচ্ছে । আর আমি reconnect software টা ব্যবহার করি না এতে ভাইরাস আছে ।Virustotal.com এ যেয়ে scan দিন প্রমান পাবেন , উইন্ডোজ default connection সিস্টেম দিয়ে ১ সেক্যান্ডে অটো reconnect দিচ্ছি

    @আবির: LONG LIVE FREE INTERNET 😀

    Level 0

    @আবির:
    নেট অটো রিকানেক্ট করার জন্য এই সফটওয়্যারটি ব্যাবহার করুন।
    https://www.techtunes.io/internet/tune-id/143932
    http://www.mediafire.com/download.php?4oc1x7r9cg1to91
    100% working…
    আমি নিজে এটা ব্যাবহার করছি…

      @Harry: ভাই এই সফটওয়্যার কাজ করে ঠিকি কিন্তু এতে Trojen Horse Virus সহ প্রায় ৮-৯ টা ভাইরাস আছে আপনি হইত চাইবেন না আপনার কম্পিউটার ভাইরাসে ইনফেকটেড হোক তার চেয়ে বরং gpmms এর Connection এর properties এ যান তারপর Option এ redial if line is dropped select korun তাহলে আর কোন প্রব্লেম হবে না ।

        Level 0

        @আবির: ভাই আমি যে রিকানেক্ট সফটওয়্যারটি দিয়েছি আপনি মনে হয় সফটওয়্যারটি ব্যাবহার করেননি। করলে আর এ কথা বলতেন না। আমি এই সফটওয়্যারটি প্রায় ১ বছর ধরে ব্যাবহার করছি এবং এটা এখন পর্যন্ত কোন সমস্যা করেনি আর কোন অ্যান্টিভাইরাস একে ভাইরাস হিসাবে ধরেনি। তাছাড়া আমি এটা আমার অনেক বন্ধুকে দিয়েছি, তারাও কোন কমপ্লেন করেনি। আমি এই সফটওয়্যার নিয়ে যে টিউনটি করেছি সেখানেও কেউ কমপ্লেন করেনি এবং ভাইরাসের কথাও কেউ বলেনি।
        আর আপনার Virustotal.com যে সঠিক ফলাফল দিচ্ছে তার প্রমান কি? এতো এতো অ্যান্টিভাইরাস একে ভাইরাস বললোনা আর Virustotal.com একে ভাইরাস বলে ফেলাতে এটি ভাইরাস হয়ে গেল? আর যে ভাইরাস দিয়ে উপকার হয় সেটা ভাইরাস হলেই ক্ষতি কি? আজ পর্যন্ত এই ভাইরাস (আপনার মতে) আমার কোন ক্ষতি করেনি।আমার জানা মতে অন্য কারো ক্ষতি করেনি। উল্টো আমার অনেক উপকার করেছে।

        উইন্ডোজ ৮ অ্যাক্টিভ করার জন্য যে সফটওয়্যারটা রয়েছে (P8_v25.exe) Virustotal.com এর মাঝে ১৭ টা ভাইরাস পেয়েছে ।Windows Loader( উইন্ডোজ ৭ অ্যাক্টিভ করার জন্য) Virustotal.com ১৭ টা ভাইরাস পেয়েছে। তাই বলে কি এই সফটওয়্যার গুলো কেউ ব্যাবহার করেনা???

        TeraCopy Pro 2.27,ccsetup322 , netspeedmonitor ,Universal-USB-Installer-1.9.0.9 এ Virustotal.com ভাইরাস খুজে পায়। এমন কি এটা Firefox Setup 17.0.1 এবং KMPlayer এও ভাইরাস খুজে পায়।

        এখন আপনি কি এসব সফটওয়্যার ব্যাবহার করা বাদ দিয়ে দিবেন? (আপনি এসব সফটওয়্যার ব্যাবহার করেন কিনা কে জানে।)
        Virustotal.com বিভিন্ন অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে ফলাফল জানায়।Virustotal.com এর McAfee ভাইরাস নাই বললে McAfee-GW-Edition বলে ভাইরাস আছে। এখন আপনি বলুন কি করবেন?

        আপনি যেভাবে Virustotal.com এ যেয়ে scan দেন, তাতে করে আপনার কোন সফটওয়্যার ব্যাবহার না করাই ভাল।

        শুনুন বেশি সাবধান না হওয়াই ভাল। বেশি সাবধান হলে অনেক কিছুই হারাতে হয়।

        অতি চালাকের গলায় দড়ি বলে একটা কথা আছে মনে রাখবেন।

    Level New

    @আবির: amake ektu bole debe ki bhabe proxifier use korbo . ami proxifier download kore install korlam , kintu ebar ki korbo bujhte parchhi na , please help me

    @অনিক সরকার:

    @আবির:

    কি ভাবে উইন্ডোজ default connection সিস্টেম দিয়ে ১ সেক্যান্ডে অটো reconnect দিচ্ছেন ? একটু জানাবেন
    pls

    মেইল : [email protected]

Level 0

Vai, amar pc te tor connected hosse. But kono page load nisse na ba browse kora jasse na.

Level 0

Vai, amar pc te tor connected hosse. But kono page load nisse na ba browse kora jasse na. Help koren

    Level 2

    @Sakib99: sob setting tik vabe korun, PC restart din, setting -advance setting -tcp proxy. 127.0.0.1 port 9151 ace ki check korun

Level 2

sorry. port 9051

windows 8 এ অটো রিকানেক্ট করার পদ্ধতি কি?

Level 0

আমার gp modem এ gp mms দিয়া connect দেয়ার পর কন সাইট এ গেলাই পুরা device disconnet হয়া যায়!!! neeed Help !!!

Level 0

Vai ami banglalion pre-paid use kori kindy aitar jonne kao kisu koren

Proxifier এর পদ্ধতিটাই সবার সেরা।

Level 0

Mamu Tumra Miah Amar GF er Abbar Bebsa Madar Koira Diba .. http://www.techcontinue.com

vi 6 no :gp mms dia modem connect karun.reconnect use karun ………….a e baparta bujlam na

apnar phone number ta aktu diben,,,kindly

ata ki gp modem dia korte habe?

Level 0

vaia are theke Proxifier valo

ভাই আপনার টা চেয়ে আমার Proxifier সফটওয়ারটাই ভালো প্রায় সব সময় ২৮-৩৫ পর্যন্ত Speed থাকে।
ধন্যবাদ আপনাকে টিক্স দেওয়ার জন্য।

ধন্যবাদ! ভাইয়া… রিতিমত রকস!!!

sundor tune ar jonno dhonnobad…android a net disconnection ar kono solution ase?

vai amar xperia mini ar android version 2.3…ami ‘pimp my rom’ app ta dia bravia engine 2 install korar por bravia engine r show korena…pore dekhlam bravia engine 2 ics 4.0 ar jonno…ami wipe dalvik namer akta option select korsilam……akhon bravia engine restore korar kono way ase?

Level 0

VAI AMI TO NAT CALAICHE JENTU PORA COMPUTER CALU KORLA TRO BROWSER TA PAINE AKON AME KE KORTA PARI

Level 0

thanks for share

ভাই কেঊ আমাকে সাহায্য করেন… আমি জিপি ফ্রী নেট দিয়ে ফেসবুক ব্রাউজ করতে পারচি না…। m.facebook.com এ চলে যায়।
plz help

Level 0

thx jahid vai…… proxifire ke r kaj korba naaaaaaaaaa