কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন।সবাইকে সালামম ্ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি।
এই টিউনটি শুধু GrameenPhone Internet মডেম Huawei E1550 ব্যবহারকরীদের জন্য। যারা Huawei E1550 মডেমটি ব্যবহার করছেন তারা মডেম ব্যবহার করে থ্রিজি ভিডিও কলিং সহ আরো কিছু সুবিধা উপভোগ করতে পাবেন। এজন্য আপনাদের মডেমএর Dashboard টি আপডেট করতে হবে আথবা পিসিতে আপডেটেড Dashboard ব্যবহার করতে হবে। আমি খুব সহজ ভাবে আপডেট প্রক্রিয়াটি বর্ণনা করার চেষ্টা করেছি।
এই আপডেটে যা যা থাকছে:
- নতুন স্কিন, ভয়েস কলিং, থ্রিজি ভিডিও কলিং, ইউএসএসডি, এসএমএস, এমএমএস, অটোরিকানেক্ট সুবিধা, আরো অনেক কিছু।
কথা না বাড়িয়ে কিছু Screen Shoot দেখে নিই
ডায়ালআপ ইন্টারফেস
3G Video Calling ইন্টারফেস
USSD ইন্টারফেস
মডেম আপডেট না করেই পিসি তে সফটওয়ারটি ব্যবহার করতে পারবেন। পিসির জন্য Grameenphone Internet Dashboard for windows ফাইলটি ডাউনলোড করুন এখান থেকে। যারা মডেম আপডেট করতে চান তারাও আগে এই সফটওয়ারটি পিসিতে ব্যবহার করে দেখুন ঠিক ভাবে কাজ করছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে মডেম আপডেট করতে পারেন।
শর্ত ও সতর্কতা:
উপরোক্ত কারন গুলোর যে কোন একটি ঘটলে মডেম ব্রিক হযে যাবে। যারা মডেম এর Dashboard update আপডেট করতে চান তারা Huawei Modem E1550 update.zip file টি ডাউনলোড করুন।
আপডেট করার আগে পিসিতে মডেম এর ড্রাইভার অথবা Grameenphone Internet সেটাপ দেয়া থাকতে হবে।
ডাউনলোড করা ফাইলটি Extract করলে আরো দুটি ফাইল পাবেন। Dashboard আপডেট করার জন্য Grameenphone Internet modem Update.exe সফটওয়ারটি চালু করুন এবং নিচের নির্দেশনা অনুসরন করুন।
I accept the agreement সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
Next এ ক্লিক করুন।
আপডেট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
Finish এ ক্লিক করে বেরিয়ে আসুন।
Firmware update করতে না চাইলে আপনার কাজ এখানেই শেষ। এখন মডেম ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করুন (খুলে আবার লাগান)। পুরাতন Grameenphone Internet সফটওয়ারটি Uninstall করে নতুন Grameenphone Internet Dashboard মডেম থেকে ইনস্টল করুন।
Firmware Update করলে পিসিতে ভালো সাপোর্ট পাওয়া যাবে।যারা Firrmware Update করতে চান তারা নিচের অংশটুকু পড়ুন। Firmware Update এর জন্য Dashboard আপডেট শেষে মডেম ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করুন (খুলে আবার লাগান)। Dashboard আপডেটার E155XFirmwareUpdate_11.609.20.00.00.B418.exe সফটওয়ার টি রান করান এবং নিচের নির্দেশনা অনুসরন করুন।
I accept the agreement সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
Next এ ক্লিক করুন।
Start এ ক্লিক করুন।
আপডেট compete হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপডেট শেষে Finish দিয়ে বেরিয়ে আসুন।
কাজ শেষ এখন পুরাতন Grameenphone Internet সফটওয়ারটি Uninstall করে মডেম ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করুন (খুলে আবার লাগান)। নতুন Grameenphone Internet Dashboard মডেম থেকে ইনস্টল করুন।
এখন থ্রিজি মডেম এর আসল সুবিধা গুলোকে কাজে লাগান।
বিদ্র: যারা Dashboard আপডেট করেছেন কিন্তু গ্রামিনফোন এর ডিফল্ট Dashboar এ ফিরে যেতে চান তারা এখান থেকে Default Dashboard ডাউনলোড করুন।
আপডেট: যাদের Huawei Modem পিসিতে কানেক্ট হতে বেশি সময় লাগছে বা পাচ্ছে না তারা Huawei Modem Latest Driver ডাউনলোড করুন এখান থেকে। আশা করি আগের চাইতে দ্বিগুন দ্রুত পিসিতে কানেক্ট হবে।
সবাইকে ধন্যবাদ।
আমি দেবাশীষ দে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
upna k onak onak thankssssssssssss………………