আপডেট করুন Grameenphone Internet মডেম (থ্রিজি ভিডিও কলিং, ইউএসএসডি, অটোরিকানেক্ট আরো অনেক কিছু)

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন।সবাইকে সালামম ্ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি।

এই টিউনটি শুধু GrameenPhone Internet মডেম Huawei E1550 ব্যবহারকরীদের জন্য। যারা Huawei E1550 মডেমটি ব্যবহার করছেন তারা মডেম ব্যবহার করে থ্রিজি ভিডিও কলিং সহ আরো কিছু সুবিধা উপভোগ করতে পাবেন। এজন্য আপনাদের মডেমএর Dashboard টি আপডেট করতে হবে আথবা পিসিতে আপডেটেড Dashboard ব্যবহার করতে হবে। আমি খুব সহজ ভাবে আপডেট প্রক্রিয়াটি বর্ণনা করার চেষ্টা করেছি।

এই আপডেটে  যা যা থাকছে:

- নতুন স্কিন, ভয়েস কলিং, থ্রিজি ভিডিও কলিং, ইউএসএসডি, এসএমএস, এমএমএস, অটোরিকানেক্ট সুবিধা, আরো অনেক কিছু।

কথা না বাড়িয়ে কিছু Screen Shoot দেখে নিই

ডায়ালআপ ইন্টারফেস

3G Video Calling  ইন্টারফেস

USSD ইন্টারফেস

মডেম আপডেট না করেই পিসি তে সফটওয়ারটি ব্যবহার করতে পারবেন। পিসির জন্য Grameenphone Internet Dashboard for windows ফাইলটি ডাউনলোড করুন এখান থেকে। যারা মডেম আপডেট করতে চান তারাও আগে এই সফটওয়ারটি পিসিতে ব্যবহার করে দেখুন ঠিক ভাবে কাজ করছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে মডেম আপডেট করতে পারেন।

  • এখন ২য় ধাপ যারা এই সফটওয়ারটি মডেমের Dashboard এ সেট করতে চান অর্থাৎ মডেম আপডেট করতে চান তারা নিচের আংশ টুকু পড়ুন। আপডেট প্রক্রিয়া খুবই সহজ সব কিছু ঠিক মত অনুসরন করলে মডেম ব্রিক হওয়ার কোন সম্ভাবনা নেই। তবুও কারো মডেম ব্রিক হয়ে গেলে সে জন্য আমাকে দায়ী করতে পারবেন না।

শর্ত ও সতর্কতা:

  • কাজটি সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন।
  • আপডেট করার সময় যে যে সতর্কতা মেনে চলতে হবে:
  • মডেম আপডেট করার সময় আপনার পিসিতে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুত থাকতে হবে।
  • মডেম ডিসকানেক্ট করবেন না।
  • অন্য কোন এপ্লিকেশান চলু করবেন না।
  • পিসি Restart বা Shutdown করবেন না।
  • পিসির ইজার পরিবর্তন করবেন না।

উপরোক্ত কারন গুলোর যে কোন একটি ঘটলে মডেম ব্রিক হযে যাবে। যারা মডেম এর Dashboard update আপডেট করতে চান তারা Huawei Modem E1550 update.zip file টি ডাউনলোড করুন।

আপডেট করার আগে পিসিতে মডেম এর ড্রাইভার অথবা Grameenphone Internet সেটাপ দেয়া থাকতে হবে।

  • আগে থেকেই যদি মডেম সেটাপ করা থাকে তবে কাজ শুরু করে দিন, আর মডেম সেটাপ করা না থাকলে সেটাপ করে নিন।
  • আপডেট করার সময় Grameenphone Internet সফটওয়ারটি বন্ধ রাখুন

ডাউনলোড করা ফাইলটি Extract করলে আরো দুটি ফাইল পাবেন। Dashboard আপডেট করার জন্য Grameenphone Internet modem Update.exe সফটওয়ারটি চালু করুন এবং নিচের নির্দেশনা অনুসরন করুন।

I accept the agreement সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

Dashboard update 2

 

Next এ ক্লিক করুন।

আপডেট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

Finish এ ক্লিক করে বেরিয়ে আসুন।

Firmware update করতে না চাইলে আপনার কাজ এখানেই শেষ। এখন  মডেম ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করুন (খুলে আবার লাগান)। পুরাতন Grameenphone Internet সফটওয়ারটি Uninstall করে নতুন Grameenphone Internet Dashboard মডেম থেকে ইনস্টল করুন।

Firmware Update করলে পিসিতে ভালো সাপোর্ট পাওয়া যাবে।যারা Firrmware Update করতে চান তারা নিচের অংশটুকু পড়ুন। Firmware Update এর জন্য Dashboard আপডেট শেষে মডেম ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করুন (খুলে আবার লাগান)। Dashboard আপডেটার E155XFirmwareUpdate_11.609.20.00.00.B418.exe সফটওয়ার টি রান করান এবং নিচের নির্দেশনা অনুসরন করুন।

I accept the agreement সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

Firmware update2

Next এ ক্লিক করুন।

Start এ ক্লিক করুন।

আপডেট compete হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপডেট শেষে Finish দিয়ে বেরিয়ে আসুন।

কাজ শেষ এখন পুরাতন Grameenphone Internet সফটওয়ারটি Uninstall করে মডেম ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করুন (খুলে আবার লাগান)। নতুন Grameenphone Internet Dashboard মডেম থেকে ইনস্টল করুন।

এখন থ্রিজি মডেম এর আসল সুবিধা গুলোকে কাজে লাগান।

বিদ্র: যারা Dashboard আপডেট  করেছেন কিন্তু গ্রামিনফোন এর ডিফল্ট Dashboar এ ফিরে যেতে চান তারা এখান থেকে Default Dashboard ডাউনলোড করুন।

আপডেট: যাদের Huawei Modem পিসিতে কানেক্ট হতে বেশি সময় লাগছে বা পাচ্ছে না তারা Huawei Modem Latest Driver ডাউনলোড করুন এখান থেকে। আশা করি আগের চাইতে দ্বিগুন দ্রুত পিসিতে কানেক্ট হবে।

সবাইকে ধন্যবাদ।

Level 2

আমি দেবাশীষ দে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

upna k onak onak thankssssssssssss………………

দেবাশীষ ভাই, আমার একটা E1550 মডেম আছে যা কয়েকদিন আগে থেকে আর অটো ইন্সটল তো নেয় ই না এউএসবি তেও পায় না। আগে ঠিকই ছিলো। ওয়ারেন্টিও নাই আর। কি করা যায় বলুন তো ।

@স্পর্শবিন্দু ভাই ড্রাইভার সেটাপ করে দেখেছেন? ইউএসবি তে না পাইলে আর কিছু করার নাই।

Level 0

অসাধারণ!!! বেশ কিছু দিন আগে এই ধরণের চিন্তা করছিলাম। কিন্তু চিন্তা আর কাজে এক হতে পারিনাই। যাক আপনার এইটা ব্যাবহার করে দেখি কাজ হয় কিনা। আর এইটা দিয়ে কি আমার নেট স্লো প্রবলেম দূর হবে?

নেটের স্পিডতো এলাকায় নেটওয়ার্কের অবস্থার উপর নির্ভর করে। এই সফটওয়ারে নেট এর স্পিডে কোন রেস্ট্রিকশান দেয়া নেই। ব্যবহার করে দেখেন স্পিড কেমন পান জানাবেন।

@zipu টিউটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের কাজে লাগলে টিউটি সার্থক হবে।

Level New

vai amar to network signal ashe na

Level New

ager obostai ki dash board ana jabe na

পিসি রির্স্টাট দিয়ে দেখেন

Level New

vai application error dekhai r gp r welcome screen ta atke thake please vai akta somadhan deen

Level New

ager dash board ki vabe anbo

Level New

please vai aktu bolen amr to kharap obosta

আগের Dashboard ফিরিয়ে আনতে পারবেন তবে একটু অপেক্ষাকরতে হবে আমি রেডি করে আপলোড করে লিংক দিয়ে দিবো। এর মধ্যে আপনি পিসির জন্য যে Dashboard টা দেয়া আছে সেটা ইনস্টল করে দেখেন। আপনি কি আগে পিসির জন্য যে Dahboard দেয়া আছে সেটা ট্রাই করে দেখেছিলেন? না দেখলে আগে এটা দেখা দরকার ছিলো।

@ihk7689 grameenphone internet default dahsboard ডাউরলোড করুন এখান থেকে
http://www.mediafire.com/download/12aafys92i55ttq/Grameenphone_Default_dashboard.zip

ভাই… আমি DashBoard হিসেবে install দেই নাই। 🙂 তবুও use করে মজা পাইতেছি। 🙂 আমি যদি Dashboard upgrade না করে এই ভাবে use তাতে তো কোনো problem নাই । তাই না……………???? 🙂

Thanks Bro… !!

Level New

vai file deor jonno thank you kintu onek koster por kichukhon age kore te parchi

@নাঈম the handsome ভাই কোনো problem নাই, যেই ভাবেই ব্যবহার করেন সফটওয়ার একটাই।

@ihk7689 ঠিক করতে পাছেন জেনে ভালো লাগলো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।

Level New

ok vai aro notun notun tricks niye asben atai amar asha হে আরেকটি কথা স্পীড তা কিভাবে বারাব একটা কার্যকরী উপায় বলতে পারবেন

Level 0

amr E1550 e dashboard update success dekhay, but IMEI error ashe, akn ki korbo?
modem er green light sudhu jole r nive, network ashe na, net o connect hoy na… 🙁

ar purano E162G te dashboard vanish hoye gese, modem lagalae dashboard ashe na, ki korbo?

Level 0

amar E1550 mone hoy মডেম ব্রিক hoye gese, akn ko korbo, akta solution den…
ta na hole kainda dimu kintu… :'(

@Sufal আপনি কি আগে কখনো Firmware আপডেট করে ছিলেন?

এই আপডেট টা শুধু মাত্র Huawei E1550 মডেম এর জন্য।

Level 0

na, kori ni, onk deri hocchilo dekhe task manager open korte giye pc hang hoye jay, pore modem khule pc restart dei, erpor thekei ai obostha, huaweidevice.com theke onk firmware download korsi, update success hoy kintu IMEI error dekhay

Level 0

এই জিনিসটাই এতদিন খুজতেছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। সরাসরি আপডেট দিয়া দিছি। আপডেট হওয়ার সময় অবশ্য কলিজায় খানিকটা ধুকপুক টের পাইতাছিলাম। তবে ড্যাসবোর্ড এবং ফার্মওয়্যার আপডেট সফল। আবারো ধন্যবাদ।

GPMMS Setting দিয়ে Setup দেয়ার সময় নেট ডিসকানেক্ট হয়ে আবার রিকানেক্ট হয়। এতে কোন সমস্যা হবে কি?

    @রাশিকুল: না। তবে এই ক্ষেত্রে মডেম NDIS mode এ ব্যবহার না করে RAS mode এ ব্যবহার করলে ভালো হবে।

debasis, mms r vedio call er sittings ta ki thik ase. Mms send korlam. Kintu open korte parlam na. R v call-er option gulo sob buzlam na.

আমি আপডেট করতে পারছি না। আগে একবার ফার্মওয়ার দেয়া ছিল। এখন কি কোন উপায় আছে?