বিভিন্ন ধরনের রাজনৈতিক ইশতেহার আমরা দেখেছি, পড়েছি বা শুনেছি। নির্বাচন আসলে ইচ্ছায় বা অনিচ্ছায় শুনতে হয়। এগুলোর কোনটা কে কতটুকু পালন করে সে কথায় আমি যাচ্ছি না। আমি শুধু একটু অন্যরকম একটি রাজনৈতিক ইশতেহার দেখাচ্ছি।
সংগ্রামী ভাই ও বোনেরা, আমাকে ভোট দিন, আমি আপনাদের টেকী বাংলাদেশ উপহার দিব।
আমি নির্বাচিত হলে এই দেশে নাম মাত্র মূল্যে প্রসংশনীয় স্পিডের ইন্টারনেট সুবিধা দেব। সর্বসাধারনের জন্য এই ইন্টারনেট সুবিধা গ্রামে গঞ্জে শহরে নগরে বর্তমান থাকবে।
ভাইয়েরা, আমি জানি ওডেস্কে এবং বিভিন্ন ফ্রিলান্সিং সাইটে স্লো স্পিডে কাজ করতে গিয়ে আপনাদের নাকের ঘাম মাথার ঘাম এক হয়ে যায়।
আমি জানি, বিদ্যুৎ বিচ্ছিন্নতায় অনেকের ক্লায়েন্ট ছুটে যায়।
তবুও আপনারা দেশ কে এনে দিচ্ছেন কোটি কোটি টাকার রেমিটেন্স।
টেকি ভাইয়েরা আমার, দেশ আপনাদের কাছে কৃতজ্ঞ। এই দেশে অনেক চোর বাটপার হাজার হাজার টাকা মেরে খাচ্ছে। হাজার হাজার কোটি টাকা অপচয় হচ্ছে। এর একটা অংশ দিয়ে হলেও আপনাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা সম্ভব। আপনাদের কাজে সাহায্য হয় এমন কিছু করা সম্ভব। কিন্তু কেউ কিছু করছে না।
আমি কথা দিচ্ছি ভাইসব, গ্রামে গ্রামে ফ্রিলান্সিং কাজগুলোর প্রশিক্ষণের ব্যবস্থা করব। সরকারী উদ্যোগে উন্নতমানের প্রশিক্ষণ আর কর্মশালা হবে বিনামূল্যে। ফেসবুকে লাইক বাড়ানো কিংবা ডাটা এন্ট্রি না আমরা যোগ্য ফ্রিলান্সার গড়ে তুলব।
দেশের যুব শক্তিকে সম্পদে পরিণত করব।
ভাইয়েরা আমার, আমাদের মত উন্নয়নশীল দেশ, যেখানে যুবকদের সংখ্যা বেশী, এই দেশে পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে মানবসম্পদ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন অসম্ভব কিছু নয়।
আমি দেশে স্কুলে স্কুলে ব্লগিং, ফ্রিলান্সিং এর কর্মশালা আয়োজন করব। আমাদের ছেলেমেয়েরা এখন কোন কিছু না জানার ফলে নেট পেলেই ফেসবুক সেলিব্রেটি হতে চায়। আমি কর্মশালার মাধ্যমে তাদের বহির্বিশ্বের টেক ইন্ড্রাস্টির সাথে পরিচিত করব। এতে তারা নেট পেলে হতে চাইবে একজন ল্যারী পেজ, কিংবা মার্ক জুকারবার্গ, ড্যারেন রোজ কিংবা অমিত আগারওয়াল। তারা নতুন নতুন আইডিয়া, নতুন নতুন সৃষ্টিতে বিশ্বকে হতবাক করে দেবে। আমার দেশের মানুষদের ট্যালেন্টের প্রতি আমার এই বিশ্বাস আছে।
ভাইয়েরা আমার, আমি আপনাদের দীর্ঘদিনের দাবী পুরন করতে পেপাল যাতে এই দেশে তাদের কার্যক্রম শুরু করে এই ব্যবস্থা করব।
আমাদের বর্তমান অর্থনীতি হয়ে গেছে শুধু গার্মেন্টস নির্ভর। এক প্রোডাক্ট নিয়ে মুক্তবাজার অর্থনীতির যুগে ঠিকে থাকা বিপদজনক। যেকোন মুহুর্তে ধ্বস নামলে দেশের অর্থনীতি মুষড়ে পড়বে। তাই আমি টেক ইন্ড্রাস্টি তে আমাদের শক্ত পোক্ত আসন নিশ্চিত করতে আগ্রহী। এবং সেই কাজটি করবেন আপনারা। যারা এই স্লো ইন্টারনেট, নিরন্তর বিদ্যুৎ সমস্যার মাঝে ও দেশের অর্থনীতি তে অবদান রেখে চলেছেন।
টেকী ভাইয়েরা, তাই বলছি, আমাকে ভোট দিন। ভোট দিয়ে জয়যুক্ত করুন। দরকার হলে এনোনিমাসে মত ডিজিটাল ভোটিং বাক্স হ্যাক করে ভাসিয়ে দিন আমাকে ভোটের বন্যায়।
😀
এখন এরকম অবস্থা না হলেই হয় ... 😀
আমি মুরাদ ইচ্ছামানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগার।
ভাই,চরম হইসে! 😀
কিন্তু অশিক্ষিত বা স্বশিক্ষিত প্রার্থী দ্বারা এসব কিচ্ছু হবে না। 🙁
Leevio এর প্রতিষ্ঠাতা হাসিন ভাই এর মত মানুষ তথ্য প্রযুক্তি মন্ত্রী পদের প্রার্থী হলে মানুষের প্রচুর সাপোর্ট পাবেন,ভোট তো পাবেন ই প্রচুর। 😀