আপনার ব্রাউজার (Firefox, Chrome, Skype etc) এর স্পিডটা আরেকটু বাড়িয়ে নিন!

বিসমিল্লাহীর রহমানির রাহীম

নেট ইউজ করতে করতে অনেক সময় Firefox বা Chrome স্লো হয়ে যায়। আজ যেই সফটটা শেয়ার করতে যাচ্ছি, এটি দিয়ে আপনি আপনার Firefox, Chrome, Skype এর স্পিডটা আরেকটু বাড়িয়ে নিতে পারবেন। আসলে বলতে চাচ্ছি যে, অনেক সময় Firefox ওপেন হতে অনেক দেরী করে। আপনি যখন এই ছোট্র সফটটি ইউজ করবেন তখনই বুঝতে পারবেন এটি কতটুকু কার্যকরী। শুধু রান টাইমই দ্রুত হয় না। আমি লক্ষ করে দেখেছি প্রতিবার Firefox ওপেন করার আগে যখন এই সফটি দিয়ে আগে Firefox কে Optimize করে নিই তখনই ভালো পারফ্যরম্যান্স পেয়ে থাকি। আর সবচেয়ে মজার কথা হলো এটি একটি পোর্টেবল সফট অর্থাৎ সেটআপের কোন বিরক্তিকর ঝামেলা নেই! এছাড়াও এটি মাত্র এক মেগাবাইট ওজনের যা ডাউনলোডের ক্ষেত্রেও সুবিধাজনক। তাই আপনি যদি মনেকরেন যে আপনার এই সফটটি প্রয়োজন আছে তাহলে ব্যবহার করে দেখতে পারেন। ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন-

http://www.mediafire.com/download/wqww7rsynlw4lu3/speedyfox.zip

ব্যবহার করা একদম সহজ- নিচের স্ক্রীনশর্টটা দেখুন-

১। যদি Firefox/Chrome/Skype ওপেন করা থাকে তাহলে ক্লোজ করে দিন।

২। তারপর আপনি যেটি ইউজ করেন Firefox/Chrome/Skype সিলেক্ট করে Optimize বাটনে ক্লিক করুন। সর্বোচ্চ ২-৩ সেকেন্ডের মধ্যেই কাজ হয়ে যাবে।

৩। এখন Firefox/Chrome/Skype ওপেন করে দেখুন ইনশআল্লাহ ২/৩গুণ স্পীড বেড়ে যাবে।

আরোও বিস্তারিত জানার জন্য এখানে গিয়ে দেখতে পারেন।

==========টেকটিউন্সের নীতিমালা অনুসারে বলে দিচ্ছি- প্রথম প্রকাশিত হয়েছে এখানে।=============

এই সফটওয়্যাররের ওয়েব সাইট দিয়ে দিলাম ওদের ফোরাম থেকে সহযোগীতা নিতে পারবেন।

ভাই আমিওতো আপনারমতই একজন রক্তে মাংসে গড়া মানুষ। তাই ভূলত্রূটিতো আমারও হতেই পারে। তাই না?

আল্লাহ হাফেজ।

Level 0

আমি Solayman Rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউন্সের মতই একটি সাইট- www.techtonesbd.com আপনার ইচ্ছামত লিখুন- www.postboxbd.com ইংরেজি একটি সাইট - www.techbetimes.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thnaks. dekhi kaj hoi ki na

ভাই দয়া করে ভাল জিনিস শেয়ার করুন। প্রথম বার অপটিমাইজ করার পর টিটি তে আর ডুকতেই পারিনা। রি বুট করার পর আবার ডুকতে পারি। 2য় বার অপটিমাইজ দিলাম এখন দেখি আামর নরমাল স্পিড এর চেয়ে অনেক স্লো। এর থেকে তো আমার নরমাল ই ভাল ছিল । আন-অপটিমাইজ কি ভাবে করব তা বলেন। না আবার এর জন্য ওএস সেটাপ দিতে হবে।

    @Reaz Ul Islam: ভাই আপনার সমস্যার জন্য আমি দু:খ প্রকাশ করছি। আমার এই পোষ্ট এখন পর্যন্ত মাত্র ১০ ঘন্টার মধ্যে প্রায় ৭৭০ বার পড়া হয়েছে! অর্থাৎ প্রতি মিনিটে এক বারেরও বেশী! তবে সবাইতো আর কমেন্ট করেননি। দেখুন নিচে ইশতিয়াক ভাই কমেন্ট করেছেন। উনার সমস্যা হয়নি তাই উনিও কিন্তু সমস্যার কথা বলেন নি। আমি TT তে পোষ্ট করার পূর্বে সবসময়ই নিজে সফট ব্যবহার করে দেখি কোন সমস্যা হয় কিনা? তারপর নিজের ও অন্যান্য ব্লগে পোষ্ট করে যাচাই করি কেউ কি কোন সমস্যার কথা বলেন কিনা? তারপর TT তে পোষ্ট করি। কিন্তু কেউই কখনোও সমস্যার কথা বলেন নি। আপনার কেন সমস্যা হল বুঝতে পারছি না। তবে আমি বলব আপনি আপনার নেট ইউজের আনুসাঙ্গিক সবকিছু আগে চেক করে নিন এবং শুধু TT নয় আরোও কয়েকটি সাইট ব্রাউজ করে দেখুন। অবশেষে আপনার নেট সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করে দেখুন তাদের নেটওয়ার্কে কোন সমস্যা আছে কিনা। এছাড়াও http://www.crystalidea.com/speedyfox এখানে গিয়ে হেল্প নিতে পারবেন। আপনার সম্যার সমাধান হোক এটাই আল্লাহর কাছে কামনা করছি।

thank you very much for tune , apnar tiune valo hoyeche , apni oder official page ta share korlen na keno ? shobai to eta shomondhe janen na tai dileo kono shomossha chilona , jaak Reza Ul Islam vai er problem holo keno e bepare apnar pokkho theke help chai , abaro dhonnobad tune er jonno , ar crystalidea theke aro kichu ene diben kintu !!!

    @ইশতিয়াক: ইশতিয়াক ভাই, আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। এখন আপডেট করে দিয়েছি।

ধন্যবাদ ভাই আপনার উত্তরের জন্য। আমার সমস্যা হল কেন ভাই আমি তো বুঝতে পারছি না। আমি 7 ব্যাবহার করি, তাই আমার ইমেজ রিস্টোর পয়েন্ট তৈরি করা ছিল সেখান থেকে পিসি রিস্টোর দিয়ে পিসি ঠিক করছি।

Level 2

thanks