মজিলা ওয়েব ব্রাউজারে ছোট্ট একটি এডঅন দিয়ে এখন আপনি সহজেই বাংলা বানান যাচাই করতে পারবেন। এডঅন’টি সক্রিয় থাকাকালে ওয়েবসাইটে লিখার সময় শব্দে ভুল হলে সতর্কমূলক সংকেত পাবেন এবং যে শব্দ’টি ভুল হয়েছে তার নিচে লাল দাগ পড়বে। এখন আর বানান নিয়ে দ্বিধা-দন্দ থাকবে না 😉 নিচিন্তে লিখে যান।
এডঅন’টি মাত্র ৩৫৫ কিলোবাইটের।
নিচের লিঙ্ক থেকে এডঅন'টি আপনার ব্রাউজারে এডকরে নিন।
এডঅন’টি ইন্সটল করার পর Restart Firefox-এ ক্লিক করুন।
এবার আপনার ব্রাউজার থেকে ওয়েবসাইট, ব্লগ, মেইল ইত্যাদি তে লিখার সময় অভিভাধন’টি চালু করতে হলে মাউসের ডান প্বার্শে ক্লিক করুন এবং Language থেকে Bangla (Bangladesh) নির্বাচন করুন। ভুল শব্দের নিচে লাল দাগ দেখানো শব্দগুলো ঠিক করতে শব্দের শেষে মাউসের ডান প্বার্শে ক্লিক করুন এবং তারপর দেখতে পাবেন যে শব্দ’টি লিখতে চাইছেন তার কাছাকাছি শব্দগুলো দেখাবে।
আমার পুরোন টিউন'টি ছিল ইংরেজী স্পেল চেক করার উপর প্রয়োজন হলে সেটিও দেখে নিতে পারেন
সবাই ভালো থাকবেন............. ধন্যবাদ
- সেই শুভ কামনায়
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। এখই add করছি। আমার কাছে মজিলাই সেরা।
এখন থেকে বানান যাচাই করা যাবে তাহলে।