বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সব ধরনের ইন্টারনেটভিত্তিক মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) একই জায়গায় নিয়ে আসার উদ্দেশ্যে ইন্টারনেটে চালু হয়েছে ফ্রিল্যান্স ফেস্ট নামের একটি অনলাইন ফোরাম। দেশীয় কয়েকজন সফল ফ্রিল্যান্সার ফোরামটি পরিচালনা করছেন।
ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে আগ্রহী যে কেউ এই ফোরামে অংশগ্রহণ করতে পারেন। শুধু বাংলাদেশি ফ্রিল্যান্সারই নয়, এ ফোরামে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে কাজ করা যে কেউ যোগ দিতে পারবেন। ফোরামের পরিচালক জাকারিয়া চৌধুরী বলেন, একজন ফ্রিল্যান্সারকে বিভিন্ন দেশের ফ্রিল্যান্সারদের সঙ্গে প্রতিযোগিতা করে একটি কাজ জিতে নিতে হয়। তাই আমরা যদি এই ফোরামে অন্যান্য দেশের ফ্রিল্যান্সারদের নিয়ে আসতে পারি তাহলে সফলভাবে ফ্রিল্যান্সিং করার জন্য তাদের মনোভাব এবং অভিজ্ঞতা জানা সম্ভব। এতে ফ্রিল্যান্সিং সংক্রান্ত অভিজ্ঞতা, সমস্যা, সমাধান ইত্যাদি অন্য ফ্রিল্যান্সারদের সঙ্গে শেয়ার করা যাবে। এ ফোরামে সাধারণভাবে ফ্রিল্যান্সিংয়ের নিয়মকানুন, কাজের ধরন, কাজ কোথায় পাওয়া যাবে, কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে এর সমাধানসহ ফ্রিল্যান্সিংয়ের যাবতীয় প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
এ ছাড়া এতে তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদান (চ্যাট) করাও যাবে। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করতে আগ্রহীরা আজই এ ফোরামে যোগ দিয়ে জেনে নিন আউটসোর্সিংয়ের নানা তথ্য। ফোরামটির ঠিকানা http://www.freelancefest.com।
সূত্র: প্রথম আলো - http://prothom-alo.com/detail/date/2010-03-25/news/51420
আমি মোঃ জাকারিয়া চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার
জাকারিয়া ভাই খুব ভালো কাজ করেছেন ।